সাধারন স্ক্রিন পেপার ৫ থেকে ১০ টাকা নেয়। আর যদি লাগিয়ে নেন তাহলে ২০-২৫ টাকা।
খুব সহজে যে কাজ করা যাই টা আপনি কেন করবেন না ঘরে বসে।
তাহলে আসুন দেখে নিই কিছু টিপস। যা নিখুঁতভাবে পেপার লাগাতে সাহায্য করবে।
এখন সরাসরি টিউটোরিয়ালের দিক মনোযোগ দেয়া যাক।
https://www.youtube.com/watch?v=lfQV_kySbT0
পরবর্তীতে দেখবো কিভাবে করনিং গরিলা গ্লাস সহজে সেট করতে পারি।
কিছু কথাঃ
শিক্ষার্থীদের চাওয়া থেকে আমাদের এই ছোট প্রচেষ্টা।
আমাদের লার্নিং এর বড় প্লাটফর্ম। এই প্রথম মোবাইল সার্ভিসিং কোর্স টেকটিউনসে প্রকাশ করতে পেরে আনন্দিত আমাদের টিম। সাড়া পেলে আধুনিক উপায়ে পূর্নাজ্ঞ টিউটোরিয়াল মেক করার পরিকল্পনা রয়েছে, কারন বিশেষজ্ঞ প্যানেল আমাদের সাথে রয়েছেন।
মূলত টিউমেন্ট বা মেইল এর অনুরোধের ভিত্তিতে ভিভিন্ন সমস্যার সমাধান সহ জটিল সমস্যার সমাধান করা হচ্ছে যা কিনা টেকটিউনসের মাধ্যমে বাংলাদেশ সহ সকল দেশের আগ্রহী ও পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করা হয়েছে। নিয়মিত ফ্রিতে ক্লাস বা টিউটোরিয়াল প্রকাশ করা করা হবে।
আমাদের টিউটর রয়েছেন মোঃ জামান হোসেন, মোঃ কামাল হোসেন, জামেরুল ইসলাম। খুব ব্যাস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন। তাদের সাস্থ্য ও সাফল্য এর জন্য দোয়া করবেন।
আর যে কোন প্রব্লেম ফেস বা মতামতের জন্য টিউমেন্ট এ জানাবেন।
এফবিতে পেজ ও Group একটিভ থাকতে পারেন বা মতামত জানাতে পারেন।
A2Z Enginnering -অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
টেকটিউনসের সাথেই থাকুন।
টিউনটি ইংলিশে দেখতে চাইলে অথবা আরো প্রব্লেম সল্ভ, লাইফ স্টাইল, হেলথ, ইঞ্জিনিয়ারিং স্টাডি টিউন পড়তে চাইলে। কে এফ প্ল্যানেটের অফিসিয়াল সাইট।
কেও কেও বলতেও পারেন বিজ্ঞাপণ দিচ্ছেন আপনি! ভাই এগুলা কেন আপনি ও জানেন। তাই আজাইরা টিউমেন্ট করে নিরুৎসাহিত করবেন না। দেখবেন আর কি শিখলেন আর কি অর্জন করলেন বা এখানে আমাদের কেমন প্রচেষ্টা বা পরিশ্রমটা উপলব্ধি করবেন।
ধন্যবাদ সবাইকে।
আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।