সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ২য় টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। আর কেউ যদি কম্পিউটার নিয়ে সমস্যায় থাকেন তবে এই টিউনটা পড়লে অনেক উপকৃত হবেন
আজকের সমস্যার ধরণ: হার্ডওয়্যার
১. আপনার কম্পিউটারের মনিটরেছবিআসেনা তাহলে আপনি দেখতে পারেন.
আমাদের সমাধান: যদি মনিটরে কোনো ডিসপ্লে না আসে এবং এর লেড লাইট জ্বলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স/ভিডিও কার্ডে কোনো সমস্যা বা মনিটরের ক্যাবল কানেকশন লুজ হয়ে গেছে। কানেকশন চেক করুন। অনেকসময় র্যামের স্লট পরিবর্তন করলেও এই সমস্যার সমাধান হয়ে যায়।বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন।
২. গ্রাফিক্স কার্ডের সমস্যা বোঝার উপায় কি? জেনে নিন এখনই
আমাদের সমাধান: যদি মনিটর ও পিসির পাওয়ার সুইচ অন করার পর তিনটি শর্ট বীপ শুনতে পান তাহলে বুঝতে হবে গ্রাফিক্স কার্ডে সমস্যা। আপনার গ্রাফিক্স কার্ডটি খুলে অন্য পিসিতে লাগিয়ে নিশ্চিত হয়ে নিন এটি ঠিক আছে কিনা। আর যদি বিল্টইন গ্রাফিক্স হয় তাহলে আলাদা গ্রাফিক্স কার্ড এজিপি স্লটে লাগিয়ে টেস্ট করতে পারেন।ইন্টিগ্রেটেড এজিপির সমস্যা সমাধানে বায়োস সেটিংস রিসেট করে দেখতে পারেন।
৩. মনিটর ঝাপসা বা ছবি কাঁপলে কি করবেন দেখে নিতে পারেন এখান থেকে
আমাদের সমাধান: যদি মনিটর ঝাপসা মনে হয় বা এটি কাঁপতে থাকে তাহলে বুঝতে হবে মনিটর ও গ্রাফিক্স কার্ডের রিফ্রেশ রেটে অসামঞ্জস্য আছে। যদি উইন্ডোজ লোড হওয়াকালীন এই সমস্যা হয় তাহলে বুঝবেন মনিটরের রিফ্রেশ রেট ভুলভাবে সেটিংস করা হয়েছে। এমতাবস্থায় সিস্টেম বুট হবার পর যখন Starting Windows মেসেজটি দেখবেন তখনই কী-বোর্ডের এফ৮ চেপেসেফ মোডে উইন্ডোজ চালু করুন। এর গ্রাফিক্স/ডিসপ্লে প্রোপার্টিজে গিয়েরিফ্রেশ রেট ঠিক করুন।
টেকটিউনসস এর সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরও নতুন প্রযুক্তির সুরে মেতে উঠার জন্য টেকটিউনসস আছে আপনাদের সাথে। আজ আর নয় আবার কোন এক সময় এসে হাজির হব টেকটিউনস এর সাথে আপনিও থাকবেন আমাদের সাথে।
আমার লেখার মাঝে কোনো ধারনের ভুল থাকলে নিজ গুনে ক্ষমা করবেন আর সঠিকটা ঠিক ভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন।
আপনার হাতে সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন।
আমি আজিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আজিজুর রহমান, টেক ব্লগ লিখতে ভালবাসি। ourtechbd.com এর একজন প্রতিষ্ঠাতা অ্যাডমিন।