কিভাবে নোকিয়া মোটা চার্জার পিন থেকে চিকন কমন চার্জার পিনে(চার্জার কানেক্টর) রুপান্তর করতে পারি।A2Z Engineering-Mobile Repairing and servicing-পর্ব ০১

আসসামুওলাইকুম -সবাই কেমন আছেন?

আশা করি ভাল আছেন। আজ দেখবো কিভাবে আমরা নোকিয়া মোটা চার্জার পিন থেকে চিকন কমন চার্জার পিনে রুপান্তর করতে পারি।

এখানে কিছু টিপস এপ্লাই করা হয়েছে। সহজে বোঝার জন্য বাংলাই বলা হয়েছে।

আপনাকে যা যা করতে হবে টা হলো,

*মনোযোগ দিয়ে টিউটোরিয়াল দেখতে হবে।

*টিউটোরিয়াল অনুযায়ী কাজ করতে হবে।

*প্রতিদিন প্র্যাকটিস করতে হবে।

* মনে রাখবেন একটা প্রব্লেম সল্ভ করলে আপনি আরো ১০ তা প্রবলেম সল্ভ করতে পারবেন।

আপনাকে যে সব সব  ইকুপমেন্ট দরকার হতে পারে টা হলোঃ

০১। Phone opening tools

০২।Soldering Iron

০৩।Solder Wire

০৪।Thinner or PCB Cleaner 

০৫। Jumper Wire

০৬।Blade Cutter

০৭.Nose Cutter 

০৮.Precision Screwdriver 

০৯.Tweezers

১০।Brush 

১১।Multimete

১২.Hot Air Blowe

১৩।Magnifying Lamp

১৪।DC Power Supply

১৫।Paste Flux

১৬।Cleaning Sponge

১৭।Antistatic Apron

এখন সরাসরি টিউটোরিয়ালের দিক মনোযোগ দেয়া যাক।

https://www.youtube.com/watch?v=PkaJUIsqSPA

কিছু কথাঃ

শিক্ষার্থীদের চাওয়া থেকে আমাদের এই ছোট প্রচেষ্টা।

আমাদের লার্নিং এর বড় প্লাটফর্ম। এই প্রথম মোবাইল সার্ভিসিং কোর্স টেকটিউনে প্রকাশ করতে পেরে আনন্দিত আমাদের টিম। সাড়া পেলে আধুনিক উপায়ে পূর্নাজ্ঞ টিউটোরিয়াল মেক করার পরিকল্পনা রয়েছে,কারন বিশেষজ্ঞ প্যানেল আমাদের সাথে রয়েছেন।

মূলত টিউমেন্ট বা মেইল এর অনুরোধের ভিত্তিতে ভিভিন্ন সমস্যার সমাধান সহ জটিল সমস্যার সমাধান করা হচ্ছে যা কিনা টেকটিউনের মাধ্যমে বাংলাদেশ সহ সকল দেশের আগ্রহী ও পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করা হয়েছে। নিয়মিত ফ্রিতে ক্লাস বা টিউটোরিয়াল প্রকাশ করা করা হবে।

আমাদের টিউটর রয়েছেন মোঃ জামান হোসেন,মোঃ কামাল হোসেন, জামেরুল ইসলাম।খুব ব্যাস্ততার মাঝে আমাদের সময় দিচ্ছেন। তাদের সাস্থ্য ও সাফল্য এর জন্য দোয়া করবেন।

আর যে কোন প্রব্লেম ফেস বা মতামতের জন্য টিউমেন্ট এ জানাবেন।

এফবিতে পেজ Group একটিভ থাকতে পারেন বা মতামত জানাতে পারেন।

A2Z Enginnering -অফিসিয়াল ইউটিউব চ্যানেল

আজকে একটি টিউন প্রকাশ পাবে।টেকটিউনের সাথেই থাকুন।

টিউনটি ইংলিশে দেখতে চাইলে অথবা আরো প্রব্লেম সল্ভ,লাইফ স্টাইল,হেলথ,ইঞ্জিনিয়ারিং স্টাডি টিউন পড়তে চাইলে। কে এফ প্ল্যানেটের অফিসিয়াল সাইট

কেও কেও বলতেও পারেন বিজ্ঞাপন দিচ্ছেন আপনি!! ভাই এগুলা কেন আপনি ও জানেন। তাই আজাইরা টিউমেন্ট করে নিরুৎসাহিত করবেন না। দেখবেন আর কি শিখলেন আর কি অর্জন করলেন বা এখানে আমাদের কেমন প্রচেষ্টা বা পরিশ্রমটা উপলব্ধি করবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি মোঃকামাল হোসেন ফুয়াদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,খুলনা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এইভাবে টিউটোরিয়াল দেইখা কেউ মোবাইল সার্ভিসিং শিখতে পারবেনা। মোবাইল সার্ভিসিং করতে হলে আবিজ্ঞতা এবং সুক্ষতা দুই দরকার। আর যেই মোবাইলের কাজ দেখাইতাছেন, এই মোবাইলের দিন এখন সেস। এগুলা সিইখা কি করবে? পারলে এরচেয়ে উন্নত মোবাইলের প্রব্লেম নিয়া টিউটোরিয়াল করেন। যাতে আমরা কিছু শিখতে পাড়ি।