আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি।
অনেক সময় দেখা যায় যে নতুন পিসিতে Driver install দেওয়া সম্ভব হয় না বিষেস করে windows 10 install দেওয়ার পর driver নেই না। অাবার অনেকে driver এর disk হারিয়ে ফেলেন পরে driver pack দিয়ে driver install দিতে গিয়ে driver খুজে পান না। নতুন driver pack ডাউনলোড করাও অনেক ঝামেলা। এই সফটয়্যারটি দিয়ে আপনার কম্পিউটারে উইন্ডোজ দেয়ার পর ড্রাইভারের কোন চিন্তা করতে হবে না। আপনি নিশ্চিন্তে যে কোন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করতে পারেন।সফটওয়্যার টি আপনার কম্পিউটারের সকল ড্রা্ইভার অটোমেটিক সমাধান করে দেবে। আপনি চাইলে manually install দিতে পারেন। আমি বলবো manually install দেওয়া ভাল mb কম কাটবে।এটি সকল 32 BIT এবং 64 BIT সাপোট করে। (Win 7,Win 8,win 10). ড্রাইভার install করতে নেট লাগবে।
আপনি এখান থেকে আপনার ইচ্ছা মত option select করুন। তবে আমি বলবো expert mode select করেন।expert mode select করলে নিচের মত আসবে।
এরপর এখান থেকে আপনার প্রয়োজনীয় driver select করে install দিন।
software টির download link এখানে
আজ এখানেই শেষ করছি আবার আগামীদিন আসবো অন্য কোনো টিউন নিয়ে।
টিউনটি কেমন হল জানাবেন। যেহেতু এটা আমার টিটিতে প্রথম টিউন তাই ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
আর হ্যা কোনো সমস্যার জন্য তো টিউমেন্ট box রয়েছে।
আামার ফেসবুক ID এখানে।
ধন্যবাদ।
আমি মিঠু আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Is good, but need online connection.