নোকিয়ার ১১১০, ১৬০০ Car Problem সমস্যার সমাধান। (আমার প্রথম টিউন)

আমি টেকটিউনের টিউন অনেক আগেথেকেই পড়ি কিন্তু কোনদিন টিউন করিনি। তাই আজকে কিছুক্ষণ আগে রেজিষ্ট্রেশন করে টিউন করার জন্য মনস্থ করলাম।

আমি আমার ব্যাক্তিগত জীবনে মোবাইল সার্ভিসিং করি। তাই আমি এখন থেকে আমার বেশিরভাগ টিউনই মোবাইলের হার্ডওয়্যারজনিত সমস্যার সমাধান নিয়ে করব।

এখন মূল কথায় আসছি।

কিভাবে বুঝবেন যে আপনার Car Problem হয়েছে? এই সমস্য হলে আপনার মোবাইলের স্কিনে ছোট একটি গাড়ির চিহ্ন উঠবে।

আপনারা যারা নোকিয়ার 1110 এবং 1600 মডেলের সেট ব্যবহার করেন তাদের এই সমস্যা হতে পারে। এই সমস্যাটি দেখা দিলে আপনার মোবাইলের রিংগার বাজবে না অর্থাৎ আপনার রিংটোন বাজবে না এবং মোবাইলে কল আসলে অন্যজনের কথা আপনি শুনতে পারবেন না। মোবাইলটি খুলে দুইটি লাইনের ছোট একটি শর্ট করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।

নিচের স্কিনশর্টটি দেখুন ‍ঃ

কেমন লাগল অবশ্যই জানাবেন।

Level 0

আমি শহিদুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনস আমার খুব প্রিয় একটি সাইট এবং আমি টেকটিউনসকে খুবই ভালবাসি আমি মোবাইল সার্ভিসিং করি তাই আপনার মোবাইলের যেকোন হার্ডওয্যারজনিত সমস্যার কথা আমাকে বলতে পারেন। আমি ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শর্ট করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটু বুজিয়ে বললে ভালো হত। টিটিতে আপনাকে স্বাগতম।

    এইটাতো সহজ কাজ ভাইয়া। আপনি মোবাইল সার্ভিসিং শুরু করলে অটোমেটিক সব বুঝে যাবেন। তখন বিস্তারিত দেওয়ার কোন প্রয়োজন হবে না।
    শুধু একটা ইমেজ দেখলেই সব কিলিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।

বেশ মজার হবে মনে হচ্ছে। যদি রেগুলার টিউন করতে থাকেন তাহলে নিজেই মোবাইল ঠিক করা শুরু করবো।
হা হা

    রেগুলার টিউন করার চেষ্টা করব। ইনশাআল্লাহ।

অবিশ্বাস্য! এটা প্রথম হলে তো আমি আছি আপনার সাথে। স্বাগতম টেকটিউনসে।

আমি নতুন..ভাইয়ারা আমি টেকটিউনস অনেক আগ থেকে দেখি কিন্তু .. লিখার সিস্টেম যানিনা.. আমাকে কেউ সাহায্য করেন.. স্কিনশর্টটি. মাধ্যমে./
আমি মনে করি এইটা উপর একটা টিউনস হয়ার দরকার.

    সাহায্য বিভাগে পোষ্ট করেন। ধন্যবাদ।

ভাই আপনার টিউনটি আমার সেটের সঙ্গে মিলেগেছে
…………………………………..ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ আপনাকে । আসা করি নিয়মিত আপনাকে টিটিতে পাব।

    ইনশাআল্লাহ নিয়মিত হওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।

Level 0

স্বাগতম- নিয়মিত লিখবেন আশা করি।

একটা ভিন্নধর্মী স্টার্ট …… চমৎকার

    ধন্যবাদ। দোয়া রাখবেন। নিয়মিত টিউন করব।

আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি এভাবে একটা করে টিউন করতে থাকেন তাহলে আমরা সবাই একদিন নিজে নিজে মোবাইল সার্ভিসিং শিখতে/করতে পারবো। ধন্যবাদ আপনাকে টিটি তে আপনাকে স্বাগতম।………….

ওয়াউ জটিল তো। খুব খুব ভালো হবে এমন কিছু টিউন আমাদের দিলে। প্লিজ সামনে আরো কিছু দিবেন এমন সার্ভিসিং এর উপরে। ওয়েট করে থাকবো আমি।

স্বাগতম জানাই আপনাকে টিটিতে। শুভ হোক পথ চলা, ভালো থাকুন পাশের মানুষ গুলোকে ভালো থাকুন।
শুভ কামান। 🙂

স্বাগতম আপনাকে……

আসসালামু আলাইকুম। ভালই হয়েছে। আমি টেকটিউনের টিউন অনেক আগেথেকেই পড়ি কিন্তু কোনদিন টিউন করিনি। ৪৭ তম টিউন থেকে পড়ি টেকটিউনের টিউন গুলো। আমি¨ ও ব্যাক্তিগত জীবনে মোবাইল সার্ভিসিং করি। Car Problem আরও সহজ উপায় করা যায়। সেক্ষেত্রে দুইটি লাইনের র্শট করতে হয় না। আমিও টিউন লেখা শুরু করবো মোবাইল হার্ডওয়্যার জনিত সমস্যা নিয়ে। কিভাবে টিউন করতে হয় সে সম্পর্তে কেউ যদি আমাকে সহায়তা করতেন স্কিনশর্টি এর মাধ্যমে এক এর পর এক তাহলে খুশি হোতাম। ধন্যবাদ

    ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লহ। আপনার মন্তব্য দেখে আমারও ভাল লাগছে। কারণ টেকটিউনে আমি আমার মত একজনকে খুজে পেলাম।
    Car Problem এর 5টি Solution আমার কাছে আছে। আমি শুধু স্টাটিং হিসেবে এই পদ্ধতিটি দিয়েছি। ধন্যবাদ। আশা করি আপনিও টিউন করবেন।’
    টিউন করার জন্য নিচের লিংগুলো ভিজিট করেন।

    https://www.techtunes.io/how-to/tune-id/27070/

    https://www.techtunes.io/reports/tune-id/13305/