মনিটর সমস্যা, মনিটর সমস্যা, মনিটর সমস্যা

বেশ কয়েকদিন যাবত এমন সমস্যা দেখা যাচ্ছে আমার মনিটরের ডিস্প্লে-তে। সমস্যাটি হচ্ছে ডিস্প্লেতে লম্বালম্বি বিভিন্ন রঙের চিকন দাগ। প্রথমে ১টি, তারপর ২টি এভাবে প্রায় ১৫ দিনের মধ্যে ৬টি লম্বালম্বি দাগ পড়েছে আমার মনিটরে। আজ আবার নতুন করে ১টি। দয়া করে কেউ এর কারণ এবং করণীয় সম্পর্কে কিছু বলবেন আশা

করি।

 

 

 

 

মনিটরের নামঃ Dell (17'' স্কয়ার)

মনিটরের বয়সঃ ৫ বছর

 

বেশ কয়েকদিন যাবত এমন সমস্যা দেখা যাচ্ছে আমার মনিটরের ডিস্প্লে-তে। সমস্যাটি হচ্ছে ডিস্প্লেতে লম্বালম্বি বিভিন্ন রঙের চিকন দাগ। প্রথমে ১টি, তারপর ২টি এভাবে প্রায় ১৫ দিনের মধ্যে ৬টি লম্বালম্বি দাগ পড়েছে আমার মনিটরে। আজ আবার নতুন করে ১টি। দয়া করে কেউ এর কারণ এবং করণীয় সম্পর্কে কিছু বলবেন আশা করি।

মনিটরের নামঃ Dell (17'' স্কয়ার)

মনিটরের বয়সঃ ৫ বছর

 

বেশ কয়েকদিন যাবত এমন সমস্যা দেখা যাচ্ছে আমার মনিটরের ডিস্প্লে-তে। সমস্যাটি হচ্ছে ডিস্প্লেতে লম্বালম্বি বিভিন্ন রঙের চিকন দাগ। প্রথমে ১টি, তারপর ২টি এভাবে প্রায় ১৫ দিনের মধ্যে ৬টি লম্বালম্বি দাগ পড়েছে আমার মনিটরে। আজ আবার নতুন করে ১টি। দয়া করে কেউ এর কারণ এবং করণীয় সম্পর্কে কিছু বলবেন আশা করি।

 

মনিটরের নামঃ Dell (17'' স্কয়ার)

মনিটরের বয়সঃ ৫ বছর

 

বেশ কয়েকদিন যাবত এমন সমস্যা দেখা যাচ্ছে আমার মনিটরের ডিস্প্লে-তে। সমস্যাটি হচ্ছে ডিস্প্লেতে লম্বালম্বি বিভিন্ন রঙের চিকন দাগ। প্রথমে ১টি, তারপর ২টি এভাবে প্রায় ১৫ দিনের মধ্যে ৬টি লম্বালম্বি দাগ পড়েছে আমার মনিটরে। আজ আবার নতুন করে ১টি। দয়া করে কেউ এর কারণ এবং করণীয় সম্পর্কে কিছু বলবেন আশা করি।

 

Level 0

আমি Asif Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

apni cable change kore dekhen ..

মনিটরের মেনুতে প্রবেশ করুন । দাগ যদি মেনুতেউ থাকে তাহলে মনিটর নস্ট।

cable jodi thik thake tahole display problem hote pare.

এই সকল মনিটরের উপরের অংশে রেবোন থাকে। যেমনটি মোবাইলে থাকে এবং পাশে লিড লাইটের মাধ্যমে পুরোটা ডিসপ্লে আসে। অামার জানা মতে এটি সারানো পসিবল না তবে যারা মনিটরের তাতালের সুক্ষ কাজ জানে তারা এই রেবোনের তারগুলো যদি জোড়া লাগাতে পারে তবে এটি সাড়ানো সম্ভব। তবে আমি এমন লোক এখনও পাই নাই। যেহেতু 5 বছর হয়ে গেছে ওয়ারেন্টির মেয়াদ শেষ তাই নতুন একটি কেনাই শ্রেয় হবে। আর নরমাল কাজের জন্য এটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। আমদের পেইজ: https://www.facebook.com/SahedEnterprise

আমার মনিটরেও ১ টি দাগ পরছে অনেক দিন আগে
এখনও ১ টি আছে
কাফী মেনুতে কিভাবে ঘুকবো।

Kono Kisu te Kaj hobe na–Panel Change korte hobe