একটি কম্পিউটার যেহেতু অনেকদিনের সঙ্গী হবে তাই ক্রয় এর আগে টেকটিউনস এর অভিজ্ঞ ভাইদের কাছে একটু সাজেশন চেয়ে নিচ্ছি।আশা করি ছোট ভাইকে সাজেশন দিয়ে সাহায্য করবেন 🙂
আমি ইন্টারনেটে বিভিন্ন ওয়েব থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করে ও নিকটবর্তী ভাইদের কাছে সাজেশন নিয়ে নিচের মতো ডেক্সটপের একটা কনফিগারেশন করেছি- (টোটাল ১,২২,০০০ টাকা)
[এছাড়াও, UPS, Tv card,Power supply, Casing,Mouse,Keyboard,Spiker,Router এইগুলা দোকানে গিয়েই নির্দিষ্ট বাজেটের ভিতর পছন্দ করে কিনব ভাবছি 😀 ]
অভিজ্ঞ ভাইয়ারা একটু সাজেশন দেন,
প্রশ্ন ১: আমি গ্রাফিক্স কার্ড ও SSD (১.৫-২) মাস পরে কিনব।অন্য যন্ত্রাংশগুলা কিনে ফেলব ১ সপ্তাহের ভিতর।
আমি যদি গ্রাফিক্স কার্ড ও SSD পরে সংযুক্ত করি,তবে এই কনফিগারে কি (SSD ও গ্রাফিক্স কার্ড বাদ দিয়ে) হার্ড গেমিং ও কাজ করে স্বাচ্ছন্দ বোধ করব?
প্রশ্ন ২: মাদারবোর্ড এর ক্ষেত্রে আরও একটা সাজেশন পেলাম। সেটি হল - MSI Z97 Gaming 5। কোনটা সবচেয়ে ভাল হবে? Asus Maximus VII Hero নাকি এইটা ?
প্রশ্ন ৩: লিস্টের কনফিগারে যদি সমতুল্য ভাল প্রোডাক্ট পাওয়া যায় তবে সাজেস্ট করুন প্লিজ !
আশা রাখি, আপনাদের এই ছোট ভাইয়ের এইটুকু সাজেশন দিয়ে সাহায্য করবেন ভাইয়ারা। খুব চিন্তার মধ্যে আছি 😥 😥
আমি ১৭.০৯.২০১৫ তে Ryanscomputer থেকে নিম্নক্ত Product গুলা কিনেছি। খুবই ভালো Performence পাচ্ছি । Windows 7 Benchmark Rating যেটি ১ থেকে ৭.৯ এর মধ্যে গননা করা হই সেটিতে রেটিং হইসে ৭.৭ আর Passmark Soft. এ স্কোর হইসে ৮১১৭
আমি সুদীপ সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 441 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিও নতুন একটা কিনব। তবে আমার বাজেট একটু কম । আপনার টা মনে হয় খুবই ভাল হবে 🙂