যারা কম্পিউটার হার্ডওয়্যার এর উপর আগ্রহী তাদের জন্য এই পোষ্টটি খুবই গুরুত্বপূর্ন

A to Z Technology

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামু আলাইকুম, আমি মো: আলাউদ্দিন রাজু। টেকটউনসে এটি আমার প্রথম পোষ্ট, তাই কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আজকের আমার এই পোষ্টটি মূলত যারা কম্পিউটার এডভান্সড  লেভেল হার্ডওয়্যার এর কাজ শিখতেছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ন । কম্পিউটার মাদারবোর্ড, হার্ডডিস্ক, ডিভিডি, ল্যাপটপ ইত্যাদির সার্ভিসিং করতে হলে অনেক সেমেটিক লেংগুয়েজ জানতে হয়ে , কারন সার্কিট ডায়াগ্রামে বিস্তারিত লেখা  থাকে না। আজকের এই পোষ্ট তা-ই নিয়ে। পোষ্টের ছবিটি ঝুম করে দেখলে বুঝতে পারবেন যে এই পোষ্টের গুরুত্বটা কেমন? আর কথা না বাড়িয়ে এখন কাজে নেমে পড়ি।

atoztechnology
Asus-A3H-laptop-motherboard-schematic-diagram

1  AC - Alternating current
2  ACDRVAC - adapter to system - switch driver output
3  ACGOOD - Valid adapter detect active-low open - drain logic output
4  ACN - Adapter current sense negatif
5  ACP - Adapter current sense positif
6  ACOP - Input Over - Power Protection
7  ACOV - Input Overvoltage Protection
8  ACP - Adapter current sense resistor , positive input .
9  ALWP - Always on power +B : Ac power rail or bat for power circuit
10  BATT - BATTERYBOM : BILL OF MATERIALS MANAGEMENT
11  BT - Buttonchgen : Charge active-low enable input logic
12  CIN - Input Capacitor
13  CLK_EN - Clock enable
14  CON - Conector
15  CRT - Cathode ray tube
16  DC - Direct current17  DM - DIM / DIM SOCKET / SOCKET MEMORY / JACK
18  DDRDOCK - Docking socket
19  EMI - Electromagnetic Interference ( Electromagnetic interference )
20  F - FUSE
21  FSEL - Frequency Select Input
22  GND - Ground
23  GP - GROUND PIN
24  HDMI - High - Definition Multimedia Interface
25  CID - Continuous Drain CurrentI
26  DM - Pulsed Drain Current
37  IN ( SHDN ) - Shutdown Supply Current
38  IIN - Operating Supply CurrentI
39  IIN - ( STBY ) Standby Supply Current
30 IS - Continuous Source Current ( Diode Conduction )
31  Ivin - Battery Supply Current at VIN pin
32  JP - Jumper point
33  LCDV - LCD Powerl
34  GATE- Lower -side MOSFET gate signal
35  LPC Low Pin Count
36  LVDS - Low - voltage differential signaling ( SYSTEM PENSIGNALAN )
47  MBAT - MAIN BATTERY
48  ODD - OUTPUT DISC DRIVE
49  PCI - Peripheral Component Interconnect
40 PGOOD - Power good open - drain output
41  PIR - IMPROVED PRODUCT RECORDPSI # : Current input indicator
42  PVCC - positive power supply
43  ICRTC - Real time clock
44  TD - Death TimeTHRM : Thermal sensor
45  TMDS - Transition Minimized Differential Signaling ( Data Transmissions technology )
46  TP - Test Point
57  TPAD - Thermal pad
58  UVLO - Input undervoltage lock -out
59  V - VOLTAGE
50  +V - pwr more(+3 v=more than 3 volt) VADJ :Output voltage regulation
51  VALW - Always on power
52  VALWP - VALW PADVBAT : Battery power
53  VCCP - power chip ( ich , graphic chips )
54  VCORE - POWER processors ( vCPU )
55  VDD - control power supply
56  VDDR - POWER DDR ( VDRAM / VRAM / Vmem )
57  VDS - DRAIN SOURCE VOLTAGE
58  VFB - feedback inputs Power
59  VGS - Gate voltage source
60  SVIN - Input Voltage Range
61  VIN - Adapter power supply ( vol_in )
62  VL - Power Lock
63  VL - voltage across the load / resistor load voltage
64  VLDOIN - Power supply of the VTT and VTTREF output stage (to Powermos)
65  VOT - Volt_out
66  VRAM - Power Random acses memory
67  VREF - POWER REFERENCES / SCHEMA REFERENCE / DEMAND
68  SCHEMEVS - SUITCH POWER/voltage on switch
69  VS + - Voltage support
70  VSB - Power switch button
71  VSS - Signal ground
72  VSW - POWER SWICT
73  VUSB - USB POWER/voltage USB
74  VVGA - POWER VGA ( VGPX / VGPU / VCVOD

পরবর্তী টিউনে দেখাবো সার্কিট কম্পোন্ট কোড। সে পর্যন্ত সঙ্গে থাকুন।

কোন কিছু জানতে হলে কমেন্ট করুন। কম্পিউটার ল্যাপটপ হার্ডওয়্যার জনিত যে কোন প্রকার সমস্যার জন্য আমাকে প্রশ্ন করুন।  উত্তর দেওয়ার চেষ্টা করব । ইনশাআল্লাহ।
এই ধরনের গুরুত্বপূর্ন   টিউন পেতে আমার পেজবুক পেজে লাইক করুন।

পেজবুক পেজ

খোদা হাফেজ।

Level 0

আমি alauddin raju। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

very nice but I can not understand

    @মোঃরকিবুল ইসলাম: এই পোষ্টে আমি Chip Level(এডভান্সড লেভেল) হার্ডওয়্যারের গুরুত্বপূর্ন শব্দগুলো এবং সিগনালের পূর্নরূপ লিখেছি, যা ছাড়া Circuit Diagram বোঝা সম্ভব না । ধন্যবাদ
    সঙ্গে থাকুন।

ধন্যবাদ

very nice. চালিয়ে জান।

ধন্যবাদ ভাই এতো সুন্দর পোস্টের জন্য।

Level 2

আমার compaq Rresario CQ 42 model এর ল্যাপটপ ২ জিবি রেম রয়েছে। আমি কি তাতে আরো ২জিবি রেম লাগাতে পারব? যদি সম্ভবহয় তবে কোথায় লাগালে ভাল হবে যদি ঠিকান সহ কোন ভাই বলতে পারেন তবে খুশি হব।
Email : [email protected] , 01911743993

ভাই আমি ল্যাপটপের এডভান্স হার্ডওয়্যার
কোর্স করতে চাই।কিন্ত তেমন কোন প্রতিষ্ঠান সম্পর্কে জানিনা। এ বেপারে আমাকে সাহায্য করবেন ভাই???