আসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন।আমি ও ভালো আছি।
আমি সাতক্ষীরা সরকারি বিদ্যালয়ে ৭ম ক্লাস এর ছাএ।আমার অনেক খুশী লাগছে যে আমি টেকটিউন এর টিউনার।আমি কম্পিউটার নিয়ে পরে থাকি এবং অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি।তো যাই হোক আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি"কিভাবে একজন কম্পিউটার হার্ডওয়্যার এক্সপাট হবেন" ভাবছেন যে আমি ক্লাস সেভেন এ পরি আমি আপনাদের কি শিখাবো!এই কথাটি টিউন টি পড়ার পরে ভাবুন।কোন একটি বিষয়ে দক্ষ হওয়ার অর্থ হচ্ছে বিষয়টি আপনার হাতের নাগালে রাখা।আপনি যদি কম্পিউটার বিষয়ে দক্ষ হতে চান তাহলে আপনাকে কম্পিউটারের সকল বিষয় সম্পর্কে জানতে হবে।জানতে হবে আপনাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে।এবং সবসময়ই যোগাযোগ রাখতে হবে ইন্টারনেট এর সাথে।কারন ইন্টারনেট হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে শিক্ষিত।মনে রাখতে হবে এটা একটি সময় এবং সাপেক্ষ ব্যাপার।
কিন্তু একবার আয়ত্তে আনতে পারলে জটিল থেকে জটিল সমস্যাও আপনার কাছে সাধারণ বলে মনে হবে।
১।কম্পিউটার দক্ষ একজন বাক্তিকে অবশ্যই কম্পিউটারের যন্ত্রাংশ মানে hardware এবং সফটওয়্যার সম্পর্কে ধারনা থাকতে হবে।
২।ধাপে ধাপে শিকতে শুরু করুন।উইন্ডোজের
অপারেটিং সিস্টেম দ্বারা শুরু করা ভাল।উইন্ডোজেরের সাধারণ (Basic) কাজ থেকে শুরু করুন এবং আগ্রহের সাথে চালিয়ে যান।সেই সাথে Windows Registry এর কাজ করতে শিখুন।
৩।তারপর আপনার অবশ্যই Basic প্রোগ্রামিং ভাষা C সম্পর্কে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে।কোন ভাবেই মাঝ পথে শেখা ছাড়বেন না,নতুবা এটি কোন কাজেই আসবে না।
৪।তারপর উইন্ডোজ প্রোগ্রামিং করতে শিখুন Visual Studio 6.0 দ্বারা ।
৫।এখন সময় হল উইন্ডোজকে বাদ দিয়ে লিনাক্সে ঢুকে পরা।ফেডোরা বা উবুন্ট দুইই ভাল অপশন ।
৬।ভালভাবে স্কিট্পিং শিখুন।যতটা সম্ভাব কমান্ডগুলো মনে রাখার চেষ্টা করুন।এক্ষেএে gedit এর মত এটও এর পরি বর্তে "VI" এডিটর এর ব্যাবহার করুন ।
৭।কম্পিউটারের গঠন প্রণালী ও অপারেটিং সিস্টেম কাঠামো সম্পর্কে ধারনা নিন।
৮।আপনি যখন উপরের ধাপগুলো পেরিয়ে এসেছেন, এখন আপনি একটি কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্ক কোর্সে যোগ দিতে পারেন।
৯। এখন আপনি নিজে নিজে নিজেই Expert হওয়ার পথ বা বিষয় নিবাচন করতে সক্ষম।
১০।উপরের সবকয়টি ধাপ পেরুনোর পর আপনি এখন কম্পিউটারের Basic Troubleshoot এবং প্রায় সব ধরনের সাধারণ কার্যাবলী সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন।তখন খেয়াল করে দেখবেন আপনার চারপাশের লোকজনেরা নিজে থেকেই আপনাকে Expert হিসাবে চিহ্নিত করবে।
কোনভাবেই হাল ছাড়বেন না।এগুলো শিকতে সময় লাগা টা স্বাভাবিক।
চেষ্টা চালালে তা ১০০% সিওর ভাবে ভাল ফল আসবে আশাকরি।
((((এখন যারা মোটা Exepert হবেন ...তারা নিচের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান আনুন ।।)))
কম্পিউটার কি? , কম্পিউটার এর ইতিহাস , কম্পিউটার এর ব্যাবহার , কম্পিউটারের গঠন প্রনালি ,
হার্ডওয়্যার , সফটওয়্যার , ইন্টারনেট , প্রিন্টার ,
মডেম , প্রেনড্রাইভ , সোজা কথা কম্পিউটার সম্পর্কিত সকল বিষয়ই আপনাকে জানতে হবে ।
টিউন টি কেমন লাগল?আশা করি ভাল লেগেছে।
সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন আর Techtunes এর সঙ্গে থাকুন।
ফেসবুকে আমি
আগে এই লেখা টি আমার ব্লগে প্রকাশিত
আমার সব লেখা একসাথে পরতে এখানে ক্লিক করুন
।আল্লাহ হাফেজ
আমি ওয়াইম্যাক্স সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর হয়েছে। চালিও যান। আমিও তোমার মতই। কিন্তু আমি নবম শ্রেণীর ছাত্র। যেখানে কম্পিউটার নাই, সেখানে আমিও নাই।