কম্পিউটারের টুলবারে অনেক সময় ভলিউম অপশন কাজ করেনা বা আইকনটি প্রদর্শন করে না। কম্পিউটারের এই ধরনের সমস্যায় ভলিউম আইকন ফিরিয়ে আনতে
My computer ফোল্ডারের মউসের ডান বাটন চেপে Manage অপশনে প্রবেশ করুন । নিচের চিত্রের মত
তারপর নিচের চিত্রের মত করে Services and Application অপশনে Double Click করুন | তারপর Services এ ক্লিক করে Windows Audio অপশন টি নির্বাচন করুন এবং ডাবল ক্লিক করুন।
তারপর নিচের চিত্রের মত Startup type থেকে Automatic সিলেক্ট করে Apply দিন । তারপর Service Status থেকে Start ক্লিক করে Ok করুন ।এবার কম্পিউটার একটা রিস্টার্ট দিন । দেখবেন আগের মত আপনার কম্পিউটারের টুলবারে volium icon টি দেখা যাচ্ছে বা প্রদর্শিত হচ্ছে ।
টিউনটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । পরের টিউনে নতুন কোন সমস্যার সমাধান নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ওহ আরেকটা কথা “ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত” সেটা আমরা সবাই জানি তাই বলে শুধু মা কে সম্মান করলে চলবেনা । বাবা মা দুইজনকেই সম্মান করতে হবে । কেননা বাবা মা সন্তানের কাছে আমার আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত ।
আমি অনলাইন গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ