প্রথমে আমার শুভেচ্ছা নিবেন। আমি এই আসরে নতুন। তাই আমি এই পোস্টটি প্রায় ১ মাস হলো তৈরি করে রেখেছি কিন্তু পোস্ট করতে পারিনি। অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম কিভাবে পোস্ট পাবলিস করে। বাধ্য হয়ে আজ সকালে বসলাম। সব কিছু ঘাটা ঘাটি করে যা বুঝলাম যে যে কারণে পাবলিস করতে পারিনি-
১ম- আমার টিউনটি মাত্র ২১ টি শব্দ এ কারণে---আসলে ঘাটাঘাটি না করলে শেখা যায় না।
যে কারণে আমি এই টিউনটি করলাম। আমরা অনেক সময় আমাদের অনেক প্রয়োজনীয় ফাইল যে কোন ড্রাইভে রাখি যা অনেক সময় হিডেন বা লক করে রাখি। এখন ইচ্ছে করলে অনেকে এই পদ্ধতি অবলম্বন করে কম্পিউটারের সবগুলো ড্রাইভ ব্লক করে রাখতে পারেন।
প্রথমে Start/Run/gpedit.msc/user configuration/Administration/windows components/windows explorer/ prevent access to my computer drive/enable/apply/ok তারপর না চাইলে Disable দিয়ে Ok চেপে বের হয়ে যান।
আমি Md. Yakub Ali Sheikh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Willing to work in a challenging, dynamic and disciplined job environment to enrich professional skill, competency and level of expertise and knowledge. Interested to learn and share my skills and information in an enabling environment and create a positive impact.
ভালো তবে আর একটু বিস্তারিত লিখলে ভালো হতো