আগে জানুন তারপর কিনুন (Laptop) -2 INTEL PROCESSORS

আসলে Laptop শুধু একটি যন্ত্র নয় বরং অনেকগুলি যন্ত্রের সমন্বয়। তাই এর বিভিন্ন অংশ বিস্তারিত ভাবে না জানলে বলা খুব কঠিন যে কোনটার কি ভাল।

আজ আমি প্রসেসর (Processor) এর নতুন Technology গুলি নিয়ে আলোচনা করব।

Intel এর Penryn Processor গুলি যেগুলো বেশির ভাগ Core deo, Core 2 Deo ,Quad Core. Brand নামে মারকেটে এসেছে। Penryn একটি code নাম। যার সাহায্যে তাদের বিশেষ কিছু Technology কে বঝায়। মানে যদি আপনি দুটি প্রসেসর ভিন্ন code এর দেখেন তাহলে বুঝবেন যে দুটির Arcitechture এবং Technology সম্পুর্ন আলাদা। Core i3 আর Core i5 Clarkdale Arrandale Code এর মধ্যে পরে।

তো Core i3 এবং i5 এর নতুন Technology গুলো সন্মন্ধে জানা যাক। শুধু আগের গুলোর চেয়ে পার্থক্য কথায় সগুলো বলব।

North Bridge

North Bridge যেকোন PC র সবচেয়ে Impotent অংশ। এর মাধ্যমে Processor বিভিন্ন Main component এর সাথে Communicate করে। যেমন RAM ,Graphics Card ইত্যাদি। আগে North Bridge Motherboarder ভেতরে থাকতো।কিন্তু এখন তা Processor এর ভেতরে থাকে। এটি একটি বেশ বড় আগ্রগতি। এর মাধ্যমে speed বেরেছে আনেক।

Gpu
আমি এখনে Intel এর Intrigrated Gpu এর কথা বলব
পাশের ছবিতে Penryn Processor গুলি হল core 2 deo বা Core 2 quad আর নতুন Core i3 Core i5 Processor গুলির ভেতরে GMA 4500 HD (সাধারনত) থাকে যার Performance মটামুটি ভাল। তবে এখানে বলে নেয়া ভাল যে Intrigrated Graphics Processor (IGP) (Intel এর Motherboarde ) এর সাথে কোন সময় Dedicated Graphics Processor (Nvedia or ATI)তুলনা দেয়া উচিত নয়। Dedicated Graphics Processor নিয়ে পরে এক সময় আলোচনা করব।

Turbo Boost
এখন বাজারের বেশিরভাগ Processor ই Multicore। মানে একটি processor এর মধ্যে কয়েকটি Processor। কিন্তু এতগুল Processor সব সময় কাজে লাগে না এবং সব Software Utilize করতে পারে না। তাই এই Technology এর মাধমে Intel এর Processor গুলি তার একটি বা দুটি Processor এর Power অফ করে অন্য Processor কে Overclock করে। (মানে এর Clock speed বারিয়ে দেয়।)

32 nm
যত ছোট Technology তত কম যায়গায় বেশি Transistor। আগের processor গুলি ছিল 45nm এর।

Hyper Threading

সাধারনত একটি Processor একসাথে একটি Thread নিয়ে কাজ করতে পারে। Thread মানে ধরুন একটি Calculation। কিন্তু এই নতুন Technology র মাধ্যমে intel এর প্রসেসর গুলি একসাথে দুটি Thread নিয়ে কাজ করতে পারে। মানে আপনার যদি Quad core processor হয় তবে Operating system আপনাকে বলবে আপনার আটটি Processor আছে। যদিও AMD মনে করে এর ফলে কোন লাভ হয় না। কিন্তু কিছু কিছু যায়গায় লাভ আসলে হয়।

আজ এ পর্যন্তই

Level 0

আমি technojanala। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকও ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ।

Level 0

কোর 2ডু প্রসেসর গেমিং এর জন্য কেমন হবে

    এটা ্নির্ভর করে আপনি কবে Processor কিনেছেন। এখন যদি কিনেন তবে আপনাকে Core i5 কেনার পরামর্শ দেব।

    I’m using core 2 duo 2.20 GH2, in my Desktop, It’s totally awesome for gaming. But gaming ability depends largely on the Graphics Card. I’m using Gigabyte 9500 GT. It’s rocking……..

    Level 0

    technojanala ভাই সেলেরন ডি ৩.০৬ অনেক আগে কম্পু নেওয়ার সময় নিয়েছিলাম…এখন গেম খেলার জন্য কোর 2ডু নেওয়ার কথা ভাবছি কারণ আমার মাদারবোর্ড সর্বোচ্চ এটাই সাপোর্ট করবে…

    মাসুদ সরকার ভাই core 2 duo 2.20 GH2 বর্তমান মার্কেট রেট কত বলতে পারবেন?

ভাই বুঝলাম ।কিন্তু সম্যসা হল ১টা Laptop কিনতে চাই কোনটা কিনলে ভাল হবে কত দামের মধ্যে কিনলে ভাল হবে জানালে উপকৃত হব

    ভাই সেটা নির্ভর করে আপনি কি কাজ করবেন তার উপর। Its all about cost effectiveness.

More technical data but huge information. 🙂

Core 2 quad আর নতুন Core i3 এর মধ্যে পার্থক্য কি বলে পারেন ?

    আমার পুরো Post টি এটির উপরেই ছিল!
    Technically উপরে বাম পাশের ছবিটাতে Click করুন।
    Practically Quad core এর Performance এর তুলনায় বর্তমান বাজারে দাম আনেক বেশি হবে। (সব মিলিয়ে)
    Quad Core এ 4 টি প্রসেসর Core i3 এ 2 প্রসেসর।
    আপনি যদি Core i3 র কথা বলেন তাহলে পুরো একটি Generation এর পার্থক্য।

Core 2 quad আর নতুন Core i3 এর মধ্যে পার্থক্য কি বলতে পারেন ?