আগে জানুন তারপর কিনুন (Laptop)

আনেকটা বাধ্য হয়ে আজকে প্রথম ব্লগ লিখতে বসলাম। আমার এক বন্ধু আজ তার Laptop কিনে নিয়ে আসল। তো আমার কাছে যখন জানতে চাইল যে তার Laptop কেমন হয়েছে তখন তো আমার আবস্থা খারাপ এক দিকে বন্ধুকে খুশি করার জন্য তো বোলতেই হয় যে দোস্ত খুব ভাল হয়েছে আবার নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাই। মনে মনে বলি দোস্ত ভাল হয়নি।

তো দোস্ত তোকে বোলছি শোন কেন ভাল হয়নি। প্রথমত এখন আজকের মার্কেটে core i5 বা core i3 ছারা processor কেনার কোন মানে হয় না। তার কেরন গুলি একে একে আমি বলছি।

Intel core i5 i3 ছারা মার্কেটে যত Processor আছে তা 45 nm এবং পুরাতন Architechture এর তৈরি।

তো আনেকে বোলবেন তাতে কি হয়েছে। তো শুনুন!

Intel এর core i5 i3 নতুন Techonlogy হল
32 nm Architechture
Gpu Processor Chiper ভিতরে সাধারনত GMA 4500 যা Intel এর GPU গুলোর মধ্যে সবচে ভাল
DDR3 RAM যার Bass speed DDR 2 এর চেয়ে আনেক বেশি
আরো আনেক কিছু আছেচ এগুলো ছিল Technical কথা তো শুনুন আপ্নের এগুলতে কি কি শুবিধা ।আপনাদের আর মাথা খেতে চাই না

প্ররথমত আপনি যদি laptop কিনেন তবে তার চার্জ এর বিষয় মাথায় রাখতেই হবে। তো core i5 i3 আন্যো যেকোন Processor এর চয়ে 15 to 20 watt বিদ্যুত কম খায়। তো আপনার laptop বেশি সময় চার্য থাকবে।

core i5 বা i3 এর Speed যেকোন Processor এর চেয়ে বেশি তা Core 2 deo, core deo,core solo, pentium, এমনকি Quad core. তবে দামে কিন্তু খুব একটা বেশি নয়।

আজকাল গ্রফিক্স কার্ড ছারা আনেকেরই ঝামেলায় পরতে হয় তো সেই দিক দিয়ে core i3 বা i5 অনেক ভাল।
আরো আনেক কিছু লেখার ছিল। সবাই যদি বালেন তবে আশা করি আর জানাতে পারব।

Level 0

আমি technojanala। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ তথ্যটি দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

onek thanks.ami laptop kinte chai.but ja sunlam akhon onek tension lagche ki deceision nivo.

আমি একটু বিস্তারিত লেখা চাচ্ছিলাম। যাই হোক আপনার লেখাটা খুব ভালো লেগেছে 😀

valo

ভাই ল্যপটপ কিনতে গেলে ইদানিং যে সমস্যাটা বেশি দেখা যায় সেটা হল grapics Memory detail এ shared memory more than 700 mb, কিন্তু system memry 0 show করে। grapics memory বেশী থাকলে ো ভাল মানের game খেলা যায় না, আবার HD মুভি play দিলে slow হয়ে আসে, আমি মুটামুটি ৩২০০০ টাকা পর্যন্ত দামের মধ্যে যে কয়টা laptop দেখেছি সবই same condition. কোন কোন laptopo এ graphics ভালো অথবা extra graphics card লাগানোর ব্যবস্হা আছে কিনা এ ব্যপারে পরামর্শ দিলে উপর্ৃত হতাম।