আসসালামু আলাইকুম,ঈদ মুবারাক।কিন্তু ঈদ শেস।জাই হক আশল কথায় আশি।।
কেমন আছেন সবাই???
আমার অনেক দিনের সখ ছিলো 3D বিষয় টি নিজ চোখে উপভোগ করা। কারণ বসুন্ধরা সিটির প্রথম লেভেলে সনি ব্রাভিয়ার বিশাল বড় 3D টিভি গুলোতে আমি কখনই 3Dর কিছুই বুঝি নাই, কয়েক বার ট্রাই করেছি কিন্তু আমি কোন ফিলই আনতে পারি নাই । এরপর 3D বিষয়ক কিছু আর্টিকেল পড়ি এবং সেই অনুযায়ী কাজ করলাম কিন্তু তাও হলো না 3D দেখা ।
এরপর এনভিডিয়ার 3D ভিশনের একটি গ্রাফিক্স কার্ড কিনি কিন্তু ভাগ্যে তখনো 3D দেখার কথা লিখা ছিলোনা। শেষমেশ নিজেই একটু মাথা খাটালাম ব্যস!!! সফল হোলাম তবে যারা এখনো দেখেন নি তাদের এবার দেখতেই হবে কোন মিস নেই।
আচ্ছা এখন আপনারা দেখেবন কিভাবে??
একটি পিসি, একটি লাল এবং নীল রঙের গগজ, একটি 3D ভিডিও প্লেয়ার এবং 3D কোয়ালিটির ভিডিও এই হল আমাদের প্রয়োজনীয় বস্তু সামগ্রী যা ব্যবহার করে আমরা আমাদের সাধারণ পিসি তেই 3D দেখতে পারবো।
প্রথমে আসুন পিসির ব্যপারে বলি, আশাকরি এই বস্তুটি আপনার আছে না থাকলে জোগাড় করুন অথবা কোন দোস্তের টা হায়ার করতে পারেন।
দ্বিতীয়টি হচ্ছে চশমা লাল এবং নীল কালারের। কোথায় পাবেন এই আজব চশমা??? খুবি সহজ গ্রামীণ ফোনের সেল বাজার এবং বিক্রয় ডট কম এই ২টি লিঙ্ক থেকে কষ্ট করে খুঁজে বের করে নিতে পারেন আমি সেল বাজার থেকেই কিনেছিলাম, মাত্র ১৫০টাকা দিয়ে ক্রয় করে ছিলাম ।
তারপর যেটা করবেন একটি 3D ভিডিও প্লেয়ার ডাউনলোড করে নিবেন । আপনি যদি জানালা সমূহের ব্যবহার কারি হয়ে থাকেন তবে আমি বলবো কে এম প্লেয়ার ডাউনলোড করে নিতে। এর জন্যে আপনি সরাসরি এই এখানে ক্লিক করতে পারেন (৩১ এম্বির মত হতে পারে)
আর যদি আপনি উবুন্টু ব্যবহার কারি হন তবে বিনো (bino) নামে একটি ওপেন সোর্স প্লেয়ার আছে। সফটওয়ার সেন্টার থেকে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন।
আচ্ছা তো আশা করি আপনার প্রয়োজনীয় প্লেয়ার টি ডাউনলোড এবং ইন্সটল করবেন বা করেছেন এখন বাকি রইলো কি??? 3D প্লেয়ারে 3D ভিডিও দেখা কোথায় পাবেন এগুলো???
সেই জন্যে কিছু ভিডিও ডাউলোড করতে হবে , আপনারা হয়তো জানেন যে ইউটিউব এখন 3D সাপোর্ট ভিডিও প্লে করে । ইয়উটিউব থেকে 3D ভিডিও লিখে সার্চ করুন ওখান থেকে বেছে বেছে কিছু ভিডিও 3D মুডে (এর জন্যে আপনাকে 3D বাটনে ক্লিক করতে হবে ) ডাউনলোড করুন, অবশ্যই HD মুডে ডাউনলোড করবেন তারপর আপনার প্লেয়ার দিয়ে ভিডিও টি ওপেন করুন , এখন ভিডিও টি তে 3D মুড এনেবল্ড করুন, চশমা লাগাতে ভুলে যাবেন না আবার ।আর এঞ্জয় করুন
আশা করি ভাল লাগবে।আমার ব্লগ এ একবার হলেও ঘুরে আশবেন নতুন কিছু পাবেন surity দিলাম।add me on facebook
আমি applimon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমিতো ভাই নন্দন পার্কে 5D দেখছি চরম ফিল অনুভব করেছিলাম কিন্তু কার্টুন 😛 যাই হোক কিন্তু ১০০ টাকায় ৭ মিনিট মাত্র 🙁