আসসালামু আলাইকুম। পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি ।
বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন।
এটা আমার প্রথম টিউন । ভূল হলে ক্ষমা করে দিবেন।
Bios password ভূলে গেছেন? কোন সমস্যা নাই । আসুন কথা না বারিয়ে কাজে চলে যাই ।
ধাপ-১:
Windows-98 এর CD লাগবে। যদি না থাকে Download করে নিন ।
ধাপ-২:
CD লাগিয়ে Computer Restart করে নিন । তারপর DOS Mode এ বা CMD Mode এ কাজ করতে হবে ।
Computer Restart নেওয়ার পর CD Boot করলে Auto DOS MODE এ চলে আসবে । তারপর আপনার
Monitor এর Screen এ ৩টি Option আসবে।
Option-1: Start with CD-ROM Support
Option-2: Start without CD-ROM Support
ধাপ-৩:
এখন Option-2 তে Select করে Enter দিন । তারপর কিছুক্ষন Wait করুন ।
ধাপ-৪:
তারপর Drive A auto select করা থাকবে।
A Drive কে C drive এ Change করে নিন।
C: লিখে Enter চাপুন ।
তারপর এই Command টা আসবে
C:>
তারপর Debug লিখে Enter চাপুন ।
C:>Debug Enter চাপুন
- O 70 2e লিখে Enter চাপুন।
- O 71 ff লিখে Enter চাপুন।
- Q লিখে Enter চাপুন।
তারপর এই Command টা আসবে
C:
Exit করে দিন ।
এখন দেখেন BIOS Password Remove হয়ে গেছে।
যদি ভাল লাগে Add করতে পারেন মো: সোলেমান সোহাগ । Google
আমি Shohag। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ তবে আমি এইতা apply করতে হলেত আমাকে সেই Bios পাসওয়ারড ই জানতে হচ্ছে ।। কাজেই পদ্ধতিতাত খুব বেশি কারজকর না !