বাংলাদেশে নির্মিত রোবট সাবমেরিন – তারেক

সালাম সবাইকে।

আজ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

বাংলাদেশ ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভারসিটি চট্টগ্রামের (IIUC) ছাত্র মোহাম্মদ রাকিব পানির নিচে স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম একটি রোবট সাবমেরিন নির্মান করছেন।

সাবমেরিনটি পানির নিচে ১০ মিটার গভীরতায় কাজ করতে পারে এবং পানির নিচ থেকে চিত্র সরাসরি ল্যাপটপে সরবরাহ করতে পারে। সাথে সাথে সাবমেরিন রোবটটি পানির নিচে মাছের ঝাকের অবস্থান নির্নয়, লোহা বা ধাতব বস্তু সনাক্ত করন এবং পানির নিচের মাটির স্যাম্পল সংগ্রহ করতে পারে। রোবটটি অটোমেটিক এবং সেমি-অটোমেটিক উভয় মোডে কাজ করে।


রোবটটির নির্মাতাগন রোবট নির্মানে "নিজে হাতে রোবট বানাই" বইটি ব্যবহার করেছেন।

বইটি পড়ুন এই লিঙ্কে

Level 2

আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মনে করছিলাম লিংকে গেলে বাংলাদেশ ইন্টারনেশনাল ইসলামিক ইউনিভারসিটি চট্টগ্রামের (IIUC) ছাত্র মোহাম্মদ রাকিব কিভাবে সাবমেরিনটা বানিয়েছেন তার দিকনির্দেশনা থাকবে, ওখানে গিয়ে দেখলাম সাবমেরিন সম্পর্কে ক্ষুদ্র একটা প্রতিবেদন মাত্র।

খুব সুন্দর হয়েছে আপনার এই কাজ। আশা করি ভবিষ্যতে আরো এমন অনেক কিছু দেখবো আপনার কাছ থেকে।

Level 0

ভারত ড্রন বানিএছে কবে জে আম্রাও পারব