খুব সহজেই বানিয়ে নিন নিজের পিসির জন্য একটি টাচ প্যাড আমার সাথে ফ্রী…!!!

অনেক দিন যাবত আপনাদের এই টেক জগতটাকে প্রদক্ষিন করছিলাম......।। সবকিছু ভালই লাগল। তাই আজ আমার জীবনের প্রথম টিউন করতে যাছি।

(বি.দ্রঃ আমি নতুন টিউনার তাই লেখায় কোন মাধুর্য নাই। আর বাংলা লেখতেও কষ্ট হয়)

যাই হোক কাজের কথায় আসা যাক। আজ আমি আপনাদের সহজ লভ্য কিছু hardware ও software দিয়ে একটি homemade touch pad বানানো শিখাব। জানি না কেউ আগে এই topic নিয়ে tune করেছে কিনা...। ভুল হলে ক্ষমা করে দিবেন............।

যা যা লাগবে............

১. একটি খালি কার্ডবোর্ড box অথবা খালি জুতার box (আমারটা জুতার)

2.একটি ব্লাঙ্ক পেইজ

৩.কসটেপ or আঠা

৪.একটি webcam অথবা webcam enabled mobile (আমারটা কমদামি china mobile)

৫.data cable to attach webcam to the pc

things needed

তৈ্রী পদ্ধতি........:

প্রথমে জুতার বাক্সটির উপরের অংশ কেটে নিন ছবির মত এবং এর মাযখানে একটা ছিদ্র করুন......।

এবার ছিদ্রটির ভিতর দিয়ে data cable টি প্রবেশ করিয়ে মোবাইল বা webcam এ সংযোগ দিন । এরপর বাক্সটির ভিতরে আপনার mobile টি  camera upward অবস্তায় সেট করুন। ঠিক অবস্তানে রাখতে টেপ use করতে পারেন।

steps

এবার বাক্সটির উপরে কাগজ টি ভালভাবে লাগিয়ে দিন।আপনারা ইচ্ছা করলে প্রথমে একটা সচ্ছ glass or plastic use করে তার উপর কাগজ লাগাতে পারেন।আমার কাছে নাই তাই লাগাই নাই!!!!

ব্যাস হয়ে গেল track or touch pad তৈ্রী...

এবার আসা যাক PC তে। প্রথমে নিচের দুটি ফ্রী & portable software download করে নিন।

১. Community Core Vision (এটা tracking এর কাজ করবে)

২.TUIOmouse ( এটা touch pad এর mouse driver এর কাজ করবে)

যেভাবে শুরু করবেনঃ

প্রথমে তৈ্রী হওয়া touch pad টা usb port এ pc এর সাথে সংযুক্ত করুন।মোবাইল এর ক্ষেত্রে mobile এ webcam option select করতে হবে।দেখবেন pc তে webcam driver install হচ্ছে।এবার software দুটা extract করুন।তারপর CCV folder এ Community Core Vision.exe তে ডাবল ক্লিক করুন। ছবির মত একটা window আসবে।

CCV screen shot
use camera button টি সক্রিয় করুন। আপনার camera দেখাবে source image box এ। touch pad এর কাগজের উপর আঙ্গুল নারাচারা করে দেখুন সেটা tracked image এ সাদা dot হিসেবে দেখা যাচ্চে কিনা। না গেলে বা বেশী বড় হলে অনেক গুলো অপশন আছে ওগুলো নিয়ে একটু খেলা করে দেখুন যে dot গুলো ছবি এর মত দেখা যায় কিনা। রেডি হলে dot এর পাসে id: 894 এ জাতিয় লেখা দেখতে পারবেন।আশা করি সবাই পারবেন.........।। এবার ডান panel এ communication এর under এ থাকা TUIO Udp option টি select করুন।

tuio mouse screen shot

এখন 2nd  software টি যেখানে extract করেসেন সেখান থেকে TUIOmouse.exe open করুন । (ছবির মত দেখা যাবে) । এই software টা চালাতে hotkey use করা যায়। প্রথমে track mode on করতে কীবোর্ড এ t বোতাম চাপুন,দেখবেন উইন্ডো তে normal mode থেকে track pad mode লেখা দেখাবে। এবার touch pad টা কে use  করতে কীবোর্ড এ space bar চাপুন,দেখবেন DE-activated থেকে activated এ change হয়ে গেছে। এবার আপনার বানানো touch pad এর উপর অঙ্গুল নারাচারা করে দেখুন আপনার computer এর mouse pointer নরছে কিনা? আশা করি নরবে...।!!!

touch pad

touch pad off করতে space bar চাপলেই হবে।।

এটা কোন রেগুলার use করার জন্য তৈরী করা নয় সুধু মাত্র বাসায় বসে নতুন কিছু তৈ্রী করার জন্য বানান। এর কিছু limitation আছে । perchased touch pad এর মত এতি কায নাও করতে পারে। তবে কাজ করলে আমি sure আপনার মনে একটা শান্তি পাবেন। আশা করছি সবাই একবার হলেও try করবেন।

আমার এই লেখার মাঝে ওনেক ভুল ত্রুটি আছে। সবাই এই নতুন অতিথীকে উতসাহ দিয়ে আর ভাল tune করার প্রেরনা দিবেন। যেকোন বিসয় নিয়ে comment করতে পারেন। না বুঝলে তো অবশ্যই করবেন.........!!

আমি আছি facebook এ http://facebook.com/rayhanrm

আমার আরো কিছু টিউন ইচ্ছা করলে দেখে আস্তে পারেনঃ

আপনার firefox কে বানিয়ে ফেলুন password stealer..(hacker)!! কি বিশ্বাস হচ্ছে না,আসুন আমার সাথে…!!

খুব সহজেই Google Play Store কে ধোকা দিয়ে বোকা বানিয়ে তার গুপ্তধন থেকে নামিয়ে নিন সব Android apps তাও আবার PC তে…!!! কী বিশ্বাস হচ্ছে না এটি সব থেকে সহজ নিয়ম!!!

বিদ্যুৎ নাই আর cd rom এর ভিতরে জরুরী সিডি? এখন কী করবেন? আসুন দেখি এই ক্ষুদ্র টিউন…!!!

Level 0

আমি Gomonto Balok। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক বুদ্ধি আপনার। এত বুদ্ধি নিয়ে ঘুমান কীভাবে? অসাধারণ টিউন! তবে আমার ডেস্কটপ নাই, তাই কাজে লাগলো না। 🙁

Level 0

ভাই জুতার বাক্সকেও কাজে লাগিয়ে ফেললেন !!!

ভাল টিউন হয়েছে , ভবিষ্যতেও আপনার কাসে এই ধরনের টিউন আসা করছি………

    thanks bhai,apnader sohojogita thakle aro tune korbo…..!!!

ভাই টিউনটা বেশ ভালো লেগেছে, আশা করি আপনার কাছ থেকে আরো অনেক বুদ্ধিদীপ্ত টিউন উপহার পাবো।

    @ধূপছায়া: আশা করছি আপনার আশাকে যেন পুরন করতে পারি। সব ঠিক আছে bt লিখতে কষ্ট হয়…।

Level 0

জটিল হইসে বস।

chorom boos khub chorom .akhoni banai tasi

    banan….. kaz hoile nije k sarthok mone korbo….!!!

আসলেই অসাধারণ 😀

Level 0

akta qs ase.camera ki flash light use krbe? r jodi use na kre tahle ondhokare jutar box e kivabe track krbe phn ta??

    @mahinfakir: bhai apnar flash light use korar dorker nai. juter box ar bahire porjapto alo thaklei hobe .

Level 0

Nice, Post

Level 0

nice tune. soja pryo te

interesting

অসাধারন…ভাই ।।

ভাই আমি আপ্নের কাছে অনেক কিছু শিকতে চাই ।। শিখাবেন ?

Level 0

অনেক সুন্দর টিউন, খুব তারাতারি তৈরি করব। আর আপনার টিউন প্রিয়তে নিলাম। আপনার কাছ থেকে আরও টিউন আশা করি।

    bhai notun & valo tune to ase bt khub taratari korte perbo kina tate aktu sondeho ase… amar likhte bes problem hoy…!!

odvut jotil Post thankx bhai….!! 🙂

ami jani na eita kaaz korbe kina but seriously boltase idea ta onek onek joss hoise

    sob thik thakle 100% kaz korar kotha bt apnar dorjo sokti thakte hobe….!!!

ভাই আমার অবশ্য ল্যাপটপ আছে । তবুও বানাব । হেভি মজা পাইছি

Level 0

bhai onek sundor tune hoise, valo lagse

So much Interesting.

Level 2

সুন্দর হয়েছে। ধন্যবাদ।

চেষ্টা করে দেখবো । ভালো লিখেছেন…

thanks

Level 0

Nice Tune 🙂

আমার তিন হাজার ট্যাকা বাইচা গেলো রে মামা! আয় তরে নিয়া ফুচকা খামু ঐ ট্যাকা দিয়া 😀

দারুননননননননননন।

Level 0

nice….

jotil.

Level 2

খুব ভাল হয়েছে ভাই। আপনাকে ধন্যবাদ।

Level 0

একটু দেরি হয়ে গেল কমেন্ট করতে কিন্তু জটিল হইছে, কালকেই ট্রাই করব, ইনশাহআল্লাহ।

Level New

এত কমেন্ট দেখে আমি আর কমেন্ট করলাম না। 😛

অসাধারন…!!! 🙂

Level 0

Mamu Kaj Ta Korar Jonno GF theika Jutar Box Kuija Anci , Aibar Pasa Kelmu re Sham ….

    juter box er sathei kheilen….parle abar GF ar sathe pasa khelte jaiyen na….

অনেক মজার টিউন। ভাল লাগলো

Level 0

অসাধারণ ক্রিয়েটিভিটি!!!! ভাইয়ের কাছে একটা প্রশ্ন (?)। আচ্ছা এটাতে ডাবল ক্লিক কাজ করবে? আরো অনেক প্রশ্ন আছে । আপাতত এটাই করলাম!!
🙂 THANKS 🙂

    bhai apni jodi double click korte chan tahole prothome 1 angul diye touch kore mouse pointer sei jaygay niben j kahne click korben then dore rakha obostay oi anguler right pase duiber tap korun… asa kori kaz hobe. aro kono ques ase?

জিনিসটা মজার কিন্তু টাচ প্যাড এ বেশি কাজ করলে হাত বেথা করে।

Level 0

ভাল ক্রিয়েটিভ ব্যাপার, শুধুমাত্র কমেন্ট করার জন্য login করলাম

    comment kore utsahito korar jonno thanks… sathe thakun aro kisu paben…!!

ওয়াহ ওয়াহ ! কি দেখাইলেন মিয়া ভাই!

    akhonoto kisui dekhano hoy nai…. matro to suru….

Level 0

vau super chorom post hoise……………….

ভাই এত বুদ্ধি নিয়া ঘুমান কেমনে! কিছু বুদ্ধি রাখিয়া দিয়ে আমাদের জন্য

ভেরি ইনটারেসটিং তো!! 🙂 :p

Level 0

webcam enable mobile mane ki??? amar nokia n72 or nokia 3110c te kaj korbe??naki webcam labe

    bhai apnar n72 or 3110c diye parben tobe onek kisu korar por, mobiola name akta paid software use korte hobe tate onek jamela ar theke valo apni kono chiniese kom dami mobile try koren…or general webcam o use korte paren..

Level 0

r thanks.apnar moddhe hoyto onk protiva ache.to be continu.

DARUN !
OSHADHORON BUDDHI..
APONAR KASTHEKE ARO POST ASHA KORI !

tttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttttanx 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂

Level 0

Osthir…. boss..aro tune ase naki eirokom????