কেমন আছেন সবাই আশা করি ভাল আজকে আমি আমার ২য় টিউন শুরু করলাম দোয়া করবেন
মানুষের প্রান যদি অন্তর হয়, তাহলে বলতে পারেন কম্পিউটার এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাদারবোর্ড এর প্রান কি? চিপসেট। কেননা চিপসেট ছাড়া একটা মাদারবোর্ড অচল। আর যে কোন মাদারবোর্ডের চিপসেট এর নাম্বার মাদারবোর্ডের মডেল নাম্বার এর শুরুতে থাকে। যেমন Gigabyte Z68 s2v হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ডের একটি মডেল যা নির্দেশ করে যে এটিতে Intel Z68 চিপসেট ব্যাবহার করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে চিপসেট এর গুরুত্ব কি?? এর উত্তর হচ্ছে আপনি যদি ভালমানের চিপসেট ব্যাবহার না করেন তাহলে আপনি আপনার প্রসেসর ও মাদারবোর্ডের অন্যান্য যন্ত্রাংশ এর সম্পূর্ণ সুবিধা পাবেন না। কেন পাবেন না তা আমি আপনাকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি।
আপনি মনে করেন USB-3:
প্রযুক্তি ব্যাবহার করতে চান, কিন্তু আপনার মাদারবোর্ডের চিপসেট সেটা সমর্থন করে না, তাহলে আপনি তা ব্যাবহার করতে পারবেন না। সেই জন্যই মাদারবোর্ড কেনার সময় আপনাকে চিপসেট এর দিকে ভালভাবে লক্ষ রাখতে হবে যেন তা নতুন প্রযুক্তিগুলোকে ব্যাবহার করার উপযোগী হয়।
চিপসেট নির্মাতাদের মধ্যে সবচেয়ে বেশি বাজার দখল করে আছে ইন্টেল ও এএমডি। কিন্তু মাতামাতিটা যেন ইন্টেল কে নিয়েই বেশি। বিগত বছর সবচেয়ে আলোচিত Core i3/i5/i7 এর জন্য ইন্টেল বাজারে ছেড়েছে ৬ টিরও বেশি চিপসেট। এই সবগুলই ১ম ও ২য় প্রজন্মের Core i3/i5/i7 এর জন্য। চিপসেট গুলো হচ্ছে,
১ম প্রজন্ম :- P55, H55, H57, X58:
২য় প্রজন্ম :- P61, P63, P67, H67 আর সর্বশেষ Z68 যা গত ৮ মে বাজারে আসে।
এখন আপনি বলতে পারেন যে ১ টা চিপসেট হলেই তো হয়। এত দরকার কি? দরকার তো আছে। কেননা প্রথমবারের মত ২য় প্রজন্মের Core i3/i5/i7 এ Built-in HD গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী। সত্য কথা বলতে কি এই প্রযুক্তিটি গ্রাফিক্স ইঞ্জিন প্রযুক্তিকে হুমকির মুখে ফেলে দিতে পারতো। কিন্তু সমস্যা হল ওই চিপসেট। প্রথম যখন ২য় প্রজন্মের Core i3/i5/i7 বের হয়, তার জন্য নতুন একটি সকেট বের করে তার সাথে Compatible করে P61, P63 নামে দুটি চিপসেট বাজারে ছাড়ে ইন্টেল। কিন্তু বিধিবাম। এই চিপসেট দুটি ২য় প্রজন্মের Core i3/i5/i7 এ Built-in HD গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে তার খুব সামান্য কিছু ব্যাবহার করতে পারলো। অনেকের মতে এই সামান্য থেকে মাদারবোর্ড এর Built-in গ্রাফিক্সই ভালো। তাহলে ২য় প্রজন্মের Core i3/i5/i7 এর তো কোন বিশেষত্ব থাকলো না। এই ব্যাপারটি চিন্তাতে ফেলে দিল ইন্টেল কে। তখন তারা বাজারে ছাড়লও P67, H67 যা মোটামুটিভাবে নতুন নতুন সব প্রযুক্তি ব্যাবহার করতে পারতো। কিন্তু এটিও হতাশ করল। ২য় প্রজন্মের Core i3/i5/i7 এ Built-in HD গ্রাফিক্স ব্যাবহার করা হয়েছে তার মাত্র ৩৯% বের করে আনতে পারলো এটি। তখন সত্যি সত্যি এই ২য় প্রজন্মের প্রসেসসর ইন্টেল এর জন্য ২য় প্রজন্মের সমস্যা হয়ে দাঁড়ালো। সর্বশেষ অনেকটা সময় নেবার পর ৮ মে বাজারে আসলো Z68 যা এখনও তেমন জনপ্রিয় হয়ে উঠেনি। কিন্তু সত্যি বলতে কি এই চিপসেটটি প্রায় ৮৫ ভাগ ক্ষমতা প্রসেসসর থেকে বের করে আনতে পারলো। ২ টি নতুন প্রযুক্তির ব্যাবহার একে সহজ করে দিলো। ফলে এখন সত্যিকার অর্থে ২য় প্রজন্মের Core i3/i5/i7 এর ক্ষমতার প্রমান পাওয়া গেল।
.:z68 চিপ সেট:.
এএমডির ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য আলাদা। ফেনম২ তে এই Built-in HD গ্রাফিক্স এএমডি ব্যাবহার করলেও তারাও একিই সমস্যায় ছিল। কিন্তু তারা ইন্টেল এর দেরি করে চিপসেট ছাড়ার সুযোগ টা নিয়ে নেয়। তারা ATi এর ব্র্যান্ড নেম বদলে নতুন আঙ্গিকে AMD Radeon নামে বাজারে আসে। ফলে এই ফেনম২ এর সাথে যে কোন AMD Radeon গ্রাফিক্স কার্ড সংযোগে একসাথে ব্যাবহার করলে তা প্রায় প্রসেসসর এর সম্পূর্ণ ক্ষমতা ব্যাবহার করতে পারলো। এর নাম দিলো এএমডি ভিসন। এর ফলে সাধারন মানের গ্রাফিক্স কার্ডেও অসাধারন পারফমেন্স পাওয়া গেল যা NVIDIA কে একটা সাংঘাতিক ধাক্কা দিলো।
এখন আবার Z68 এ ফিরে আসি। বেশিরভাগ ব্যাবহারকারির মনে প্রশ্ন থাকতে পারে যে কি এমন প্রযুক্তি ব্যাবহার করে ইন্টেল রাতারাতি ২য় প্রজন্মের Core i3/i5/i7 এর প্রায় পুরোটাই ব্যাবহার করতে পারলো? আসলে SRT ( Smart Respons Technology ) ও LLV ( Lucid Logix Virtue ) একে সহজ করে দিয়েছে। আসুন জেনে নেই এর সম্পর্কে।
.: SRT ( Smart Respons Technology ) :.
এখনকার প্রায় সকল প্রসেসসর মাল্টি-কোর বিশিষ্ট। যখন এই ২য় প্রজন্মের Core i3/i5/i7 কোন কাজ করে তখন তারা প্রথমে ক্যাশ মেমোরিতে এই ডাটা খোঁজ করে। না পেলে তারপর সিস্টেম মেমোরিতে, তারপর না পেলে স্টোরেজ মেমোরিতে। এর মাঝে গতির দিক দিয়ে ১ম হচ্ছে ক্যাশ মেমোরি, তারপর সিস্টেম মেমোরি, তারপর স্টোরেজ মেমোরি। আবার যদি হার্ডড্রাইভ এ কোন ডেটা থাকলে তা ক্যাশ মেমোরিতে আনতে বেশকিছু সময় নষ্ট হয়। এর সমাধান দিতেই SRT। এতে নতুন এক ধরনের অ্যালগরিদম ব্যাবহার করা হয়েছে যা পর্যবেক্ষণ করে যে ব্যাবহারকারি কোন ডেটাগুলো বেশি ব্যাবহার করে। তখন সে তা ক্যাশ মেমোরিতে জমা রাখে। শুধুমাত্র এই SRT এর কারনেই ২য় প্রজন্মের Core i3/i5/i7 এর সাথে Z68 চিপসেট ব্যাবহারের ফলে প্রসেসসর এর কাজের গতি ২০% বেড়ে যায়। অর্থাৎ আপনি Z68 ব্যাবহার করে পাবেন প্রসেসসর এর ৮৫% ক্ষমতা। আর P61, P63, P67, H67 ব্যাবহার করলে পাবেন ৬৫% ক্ষমতা। এখন পছন্দ আপনার।
.: LLV ( Lucid Logix Virtue ) :.
হাইড্রা ইঞ্জিন এর শতভাগ ক্ষমতা অবশেষে ব্যাবহার করতে পারলো এই Z68 চিপসেট। প্রশ্ন জাগতে পারে হাইড্রা কি?? এটা খায় না মাথায় দেয়। হা হা হা। না ভাই। এটা গ্রাফিক্স জগতের আরেকটা অসাধারন প্রযুক্তি। আজকে আমি শুধু আপনাকে এটার সম্পর্কে ধারনা দিবো। তবে পরবর্তীতে এটার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। এটিও একটা চিপসেট যা মাদারবোর্ডে ব্যাবহার করা হয়। এটি ব্যাবহারের ফলে আপনি যে কোন মডেলের, যে কোন ব্র্যান্ড এর যে কোন ইঞ্জিন এর একাধিক গ্রাফিক্স কার্ড একসাথে ব্যাবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই। আর এই Z68 একে আরও সহজ, স্মার্ট ও দ্রুতগতির করে তুলেছে। এর আরেকটি চমৎকার সুবিধা আছে। তা হচ্ছে Switching Technology. এর একটা উদাহারন দেই। ধরুন আপনি হাল্কা-পাতলা ইন্টারনেট এর কাজ করছেন। তখন এই প্রযুক্তিটি আপনাকে আপনার মাদারবোর্ডের Built-in গ্রাফিক্স এ Switch করবে। কেননা এখানে গ্রাফিক্স এর প্রয়োজন হচ্ছে না। আবার যখন আপনি Assassins Creed Revelation বা NFS The RUN এর মত হাই-এন্ড গেম খেলবেন, তখন আপনি আবার আপনার গ্রাফিক্স কার্ডে আপনাআপনি Switch করবেন। এর ফলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ সহ গ্রাফিক্স কার্ড ও প্রসেসসর এর ক্ষমতার সঠিক ব্যাবহার নিশ্চিত হবে। আর এর ফলেই হার্ডওয়্যার এর জীবনীশক্তি বেড়ে যাবে। আর এটাই হচ্ছে LLV ( Lucid Logix Virtue )।
আশা করি আপনারা এখন কিছুটা হলেও বুঝতে পারছেন যে চিপসেট কতটা গুরুত্তপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেশিরভাগ ব্যাবহারকারি একে অবহেলা করেন। আপনি যদি উচ্চক্ষমতাসম্পন্ন প্রসেসসর ব্যাবহার করেন কিন্তু তার ক্ষমতার সঠিক ব্যাবহার করতে পারলেন না তাহলে কি লাভ হল। আর চিপসেট এই ক্ষমতার সঠিক ব্যাবহারের সুযোগ করে দেয়। আপনি কি জানেন, সাধারন মানের Core 2 Duo এর ক্ষমতা সম্পর্কে? ইন্টেল যদি আসলেই কোন সঠিক চিপসেট বের করতে পারতো এই Core 2 Duo এর জন্য, আপনি অবাক হতেন এর ক্ষমতা সম্পর্কে। এখন পর্যন্ত Core 2 Duo এর অর্ধেকের চেয়ে মোটামুটি কিছুটা বেশি ক্ষমতার ব্যাবহার করা সম্ভব হয়েছে। তাই মাদারবোর্ডের চিপসেট নেবার ক্ষেত্রে সচেতন হউন। যদি বুঝতে দ্বিধাগ্রস্থ হন, তাহলে অভিজ্ঞ কারো সাহায্য নিন।
আজকের টিউন আমি আমার বড় ভাই চাঁদাবাজ তানভীর ভাই এর একান্ত সাহায্য ও অনুপ্রেরনায় শুরু করেছি..।.....।..।..।...।
আমার জন্য ও আমার বড় ভাই চাঁদাবাজ তানভীর ভাই এর দোয়া করবেন.....।।.........।।...।।
আজকে এই পর্যন্তই। আগামিতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব এই একই জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন।
আমি অ্যান্ড্রয়েড গেমওয়ালা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 183 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন পোস্ট । থার্ড জেনারেশন ইন্টেল প্রসেসর এর ব্যাপারে কিছু লিখলে আরো ভালো হত ।