মুক্ত হার্ডওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য যে কোন প্রযুক্তি ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী যে কোন হার্ডওয়্যার ক্রয় ও ব্যবহারের অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত হার্ডওয়্যার আন্দোলন, মুক্ত হার্ডওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে থাকে। এই আন্দোলনকে ত্বরান্বিত করতে এই বছরে এপ্রিল মাসের তৃতীয় শনিবারে "হার্ডওয়্যার মুক্তি দিবস" উদযাপনের পরিকল্পনা করা হয়েছে। এই দিনটি হলো ২০শে এপ্রিল।
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ বা এফওএসএস বাংলাদেশ এ বছর সকল উন্মুক্ত প্রযুক্তিপ্রেমীকে সাথে নিয়ে পালন করতে যাচ্ছে "হার্ডওয়্যার মুক্তি দিবস - ২০১৩" বাংলাদেশ আয়োজন। এবারেই প্রথমবার বলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই আয়োজনটি আয়োজিত হতে যাচ্ছে।
আয়োজনের বিস্তারিত:
সকাল ১০:৩০ -- টিএসসি'র সামনে থেকে পদ শোভাযাত্রা।
সকাল ১১:৩০ -- উন্মুক্ত প্রদর্শনী (চলচ্চিত্র, তথ্য বহুল ব্যানার/পোষ্টার/ফেস্টুন)।
বিকাল ৪:৩০ -- মতবিনিময় ও আলোচনা সভা।
আয়োজনে স্ববান্ধবে আপনাদের উপস্থিতি কামনা করছি। আয়োজনে আপনার অংশগ্রহন নিশ্চিত করতে অনুগ্রহ করে http://goo.gl/m75zy লিংক থেকে প্রাপ্ত ফর্মে তথ্য দিন।
আয়োজন সমন্বয়কারী:
জেড এম মেহেদী হাসান +৮৮০১৬৭৮৭০২৫৩৩
এবং
সগীর হোসাইন খান +৮৮০১৯১৩৪৭৫৯৪৬
অফিসিয়াল ওয়েবসাইট:http://wiki.hfday.org/2013
পরিবহন এবং পার্কিং তথ্য সহ:টিএসসি'র সামনের ফাঁকা অংশে গাড়ী রাখার ব্যবস্থা রয়েছে।
আমি sa.mollick। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 92 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।