গলাকাটা Intel (শুনে নয় জেনে Processor কিনুন)

আজ আমি এমন একটি টিউন করতেন বসলাম যা দেখে সবাই অবাক হয়ে বলবেন OMG(Oh My God)।
আমরা সাধারনত কম্পিউটার কেনার সময় যে একটু কম্পিউটার সম্পর্কে মোটামুটি জানে তার কাছথেকে শুনে মেটামুটি ভালো একটি কম্পিউটার কিনে থাকি।কিন্তু নিজেরা একটু খোজ-খবর নিয়ে দেখিনা। আমরা বাঙ্গালীরা কেনো যেনো হুমরি খেয়ে শূধু মাত্র Intel Processor কিনে থাকি।একবারো ভেবে দেখেছি বাজারে অন্য কোন ব্যান্ড যেমন AMD,এদের প্রোসেসর গুলোর পারফর্মেন্সে বা মূল্য কেমন?

আমি বাংলাদেশে পাওয়া যায় এমন শীর্ষ দুটি প্রোসেসর এর মাঝে আপনাদের তুলনা করে দেখাচ্ছি-(আমি তুলনা করার জন্য এই দুটি বেছে নিয়েছি,আপনারা যেটা কিনতেচান সেটা দেখে নিবেন)
একটি- Intel Core i7-3770K 3.50 GHZ 8MB Cache Processor
অন্যটি- AMD Bulldozer FX-8150 3.6GHz 16MB Cache Processor

1. Intel Core i7-3770K 3.50 GHZ 8MB Cache Processor

Price TK 31,000
Detail Specification
Model : Intel Core i7-3770K 3rd Generation Ivy Bridge
Clock Speed (GHz) : 3.5 to 3.9(Turbo)
Core : i7
Thread : 8
Smart Cache (MB) : 8
Sockets Supported : LGA 1155
HD Graphics : Intel HD 4000
Warranty (Year) : 3
Short Description : Intel Core i7-3770K 3.50 GHZ 8MB Cache Processor
Long Description : Model - Intel Core i7-3770K 3rd Generation Ivy Bridge, Clock Speed (GHz) - 3.5 to 3.9(Turbo), Core - 4, Thread - 8, Smart Cache (MB) - 8, L3 Cache (MB) - 8, L2 Cache (MB) - 4 x 256KB, Sockets Supported - LGA 1155, Bus Ratio - 35, FSB Speed (MHz) - 5 GT/s, Memory Type - DDR3-1333/1600, Memory Max. (GB) - 32, Memory Chanel - 2, Lithography (nm) - 22, Integ. Graphics - Intel HD 4000, Warranty (Year) - 3


2. AMD Bulldozer FX-8150 3.6GHz 16MB Cache Processor
Price TK 19,000
Detail Specification
Model : AMD Bulldozer FX-8150
Clock Speed (GHz) : 3.6 to 4.2(Turbo)
Core : 8
Memory Chanel : 2
Warranty (Year) : 3
Short Description : AMD Bulldozer FX-8150 3.6GHz 16MB Cache Processor
Long Description : Model - AMD Bulldozer FX-8150, Clock Speed (GHz) - 3.6 to 4.2(Turbo), Core - 8, L3 Cache (MB) - 8, Smart Cache (MB) - 16, L2 Cache (MB) - 8, Sockets Supported - AM3+, Memory Type - DDR3-1866, Memory Chanel - 2, Lithography (nm) - 32, Warranty (Year)

শুধু প্রোসেসর নয় AMD প্রোসেসর সার্পোট করে এমন মাদার্বোড গুলোতেও পাবেন ওনেক এক্সট্র সুবিধা,যেমন ইনবিল্ড ATI Radeon গ্রফিক্স।এবং মাদার্বোড গুলোও পাবেন মোটামুটি সাদ্ধ্যর মদ্ধে।

ইনফো: http://ryanscomputers.com

নিচের দুটি লিংক দুটি ট্যবে ওপেন করলেই ভালভাবে বুঝতে পারবেন আশাকরি
Intel Core i7-3770K
AMD Bulldozer FX-8150
আমার পেজ : http://www.facebook.com/cyberzonecsbd

Level 0

আমি শাহ্‌নেওয়াজ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সহমত

Level 2

Sohomot.

Level 0

AMD to Dekhi Bangla link dame Processor dibar lagse. Vaijan Ami 1ta lappi kinna Falaisi Core i5 processor diya Brand: Pocha (ACER), ASPIRE V3 471G. Ami mone hoy taike thog khaisi…

    @Ahsan:নিশ্চই আপনার লেপটপের গ্রাফিক্স Intel HD,একটা এক্সটারনাল গ্রাফিক্স এর গেম দেন খেলাযায়?
    Core i5 না কিনে AMD প্রোসেসর এ লেপটপ কিনলে অবশ্যই Radeon গ্রফিক্স পাইতেন,তাইনা?

Level 0

আপনার Info গুলোর জন্য ধন্যবাদ। কিন্তু Intel Core i7-3770K এবং AMD Bulldozer FX-8150 দুটি সমমানের প্রসেসর নয়। AMD Bulldozer FX-8150 32nm technology’r(same as 2nd Gen) আর Intel Core i7-3770K 22nm(3rd Gen). যদিও এই দুই জেনারেশন এর মাঝে ব্যাবধান কম, কিন্তু আরও কিছু factor আছে। এই লিঙ্ক http://www.hardwaresecrets.com/printpage/Core-i7-3770K-vs-AMD-FX-8150-and-Core-i7-2600K-CPU-Review/1537 এ গেলে বুঝতে পারবেন Intel Core i7-3770K এর performance লেভেল AMD Bulldozer FX-815০ থেকে কত বেশি। আসলে কম টাকায় ভালো জিনিস পাওয়া জায় না। সাইট এর নিচে Graphical ডাটা দেয়া আছে

    @turjo:আপনার ইনফোর জন্য আপনাকে ধন্যবাদ,ভাই আমি পোষ্টের কোথাও বলিনে Intel Core i7-3770K এবং AMD Bulldozer FX-8150 দুটি সমমানের প্রসেসর। আমি শুধু বোঝাতে চেয়েছি ইন্টেল কেমন প্রোডাক্টে কেমন মূল্য নেয়। পোষ্টে আমি বলেও দিয়েছি যেটা কিনবেন সেটা কম্পেয়ার করবেন ।

      @শাহ্‌নেওয়াজ শাকিল:

      ভাই ফোরামে কাউকে গাধা বলা ঠিক না। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অহং আছে। এই অহং-এ কাউকে আঘাত করা মোটেই উচিত নয়। কারন দেখা গেল সেও আপনার জবাব আপনাকেই ফিরিয়ে দিল, তখন আপনারও খারাপ লাগবে। পোস্টকারীও মন খারাপ করে পরবর্তীতে পোস্ট করার মন মানসিকতা হারিয়ে ফেলবে। ফলে ফোরামের পরিবেশ নষ্ট হবে।

      আপনি আপনার যুক্তিগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। সে যদি কোন ভাবেই আপনার যুক্তিগুলোকে মেনে নিতে না চায় তবে চুপ থাকুন। এটাই বুদ্ধিমানের কাজ।

      ধন্যবাদ।

Level 0

আপনার থেকে বড় গাধা আমি লাইফে ও দেখিনাই, আপনি ইন্টেল i7 3rd 3770k যেটা 5Ghz পর্যন্ত Turbo Boost করা যায়, সেইখানে আপনি AMD Bull Dozer এর সাথে Compare করতেছেন ? Please কিছু ভাল Forum ঘাঁটুন, পরে Processor এর ক্ষমতা বুঝুন, আমি Intel 2500K 4.5Ghz Overclocked Use করছি । Intel Is Intel !

Chinese Phone গুলিতেহ ও Galaxy/Xperia এর মত Features দেয়, তাই বলে কি সমান হল ?

    @Mízú: নিজের পরিচয় এভাবে না জানালেই পারতে মিঃMizu(গাধা)। Turjo ভাই এর কমেন্ট দেখছেন তার পরেও আসল ব্যপার বুঝতে পারেননাই? কই ৩১০০০৳ আর কই ১৯০০০৳।আপনি কি মনে করেন AMD র আর হাই কনফিগারেসন প্রোসেসর নাই মিঃMizu(গাধা)?

    @Mízú:

    ভাই ফোরামে কাউকে গাধা বলা ঠিক না। আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অহং আছে। এই অহং-এ কাউকে আঘাত করা মোটেই উচিত নয়। কারন দেখা গেল সেও আপনার জবাব আপনাকেই ফিরিয়ে দিল, তখন আপনারও খারাপ লাগবে। পোস্টকারীও মন খারাপ করে পরবর্তীতে পোস্ট করার মন মানসিকতা হারিয়ে ফেলবে। ফলে ফোরামের পরিবেশ নষ্ট হবে।

    আপনি আপনার যুক্তিগুলোকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। সে যদি কোন ভাবেই আপনার যুক্তিগুলোকে মেনে নিতে না চায় তবে চুপ থাকুন। এটাই বুদ্ধিমানের কাজ।

    ধন্যবাদ।

    [বিঃ দ্রঃ ভুল বশতঃ এই কমেন্টটি শাহ্‌নেওয়াজ শাকিল ভাইকে করে ফেলেছিলাম]

Level 2

পোস্ট তার টাইটেল হওয়া উচিত ছিল “কম দাম এ ভালো প্রসেসর চান তাহলে AMD কিনুন” যাই হোক ইন্টেল আসলে ইন্টেল ই

    Level 0

    @zash20: Bro aitai to vul… akta AMD kina chalaiya deklei bujben intel asole khali nam er tk ney…

      Level 2

      @Tanvir: sorry brother amar basay duita processor e ase ar ami na jene na bujhe kono kotha boli na.

        Level 0

        @zash20: ki prob hoise apnar???? amar jonno besi gorom houya ta bepar na… besi power o kono bepar na…. r kotha hoilo.. vai ak ak jon er need ak ak rokom

          Level 2

          @Tanvir: sorry vaia 😀 amar kothay mone kosto pelen, ami ashole vison vabe dukkhito. r ha thik bolsen ak ak jon er need akek rokom.

Level 0

আসলে আপনি বলেছেন আপনি প্রসেসর গুলোর মাঝে তুলনা করছেন। তুলনা করারা জন্য ত সমমানের হতে হয়। 🙂 পোস্ট দেখলে মনে হবে যে দুটি প্রসেসর same configuration এর। আমি মোটেও ছোট করার জন্য কমেন্ট করি নি, যাই হোক পোস্ট করার জন্য ধন্যবাদ শাকিল ভাই

Amd fx 8150 theke to intel 3770k er performance pray 30% beshi , benchmar dekehn : http://www.cpubenchmark.net/high_end_cpus.html

Tar poreo kotha ache , intel er ‘K’ seris prosessor er mane bujhen ? K mane er clock speed unlocked. Mane apni eita 5 ghz porjonto overclock korte parben with proper cooling fan. Ar intel er processor je kom gorom hoy oita to shobai jane . Apni to vai bagher sathe chagoler tulona dilen . Chagoler dam to kom hobei

অনেকের কাছেই শুনি যে AMD অনেক গরম হয়ে যায়। এসি না থাকলে AMD না চালানোই ভাল। এমনকি আমি কিছু ল্যাপটপ দেখেছি AMD জা অনেক গরম হয়ে যায়, যদিও HP’র ইন্টেল ল্যাপটপও সাংঘাতিক গরম হয়, আমি নিজেই ভুক্তভোগী। আমার এক ফ্রেন্ডকে দেখেছি AMD’র সিপিউতে ৭টি ফ্যান লাগিয়ে রাখতো। তারপরও হ্যাং হয়ে যেত বিধায় পরে টেবিল ফ্যানের সামনে রাখায় তখন সিপিউ ঠান্ডা থাকতো। বিষয়টা কি আসলেই ঠিক? আমাদের দেশের আবহাওয়ায় নাকি AMD মানানসই নয়।

কই ইন্টেল আর কই এএমডি!! কই তালগাছ আর কই শিশুগাছ!! এএমডি বাবাজিদের যদি এটিআই বলে কিছু না থাকত তাহলে কয়েকদিন পর ওয়ালটন প্রসেসর বাজারজাত করে এএমডি র মার্কেট খেয়ে দিত। যাই হউক এএমডি সবকিছুর জনক, পৃথিবীর সর্বপ্রথম ৬৪ বিটের প্রসেসর এই এএমডি ই নিয়ে এসেছে। কিন্তু, দিনের শেষে প্রতিবারই ইন্টেল তাদের টেক্কা দিয়ে গেছে।

Level New

Zash20 ভাইয়ের সাথে সহমত প্রকাশ করছি। ইন্টেলের ৩৭৭০কে এর সাথে বুলডোজারের ৮১৫০ এর তুলনা কোনোভাবেই আপনি দাম এবং মান মিলিয়ে করতে পারবেন না। কেননা এখানে ইন্টেলের এই মডেল বেঞ্চমার্ক টেস্টে পাক্কা ২৫% এগিয়ে। সবচেয়ে ভালো হয় আপনি সমমানের দুইটি প্রসেসর তুলনা করুন।
আর পারফরম্যান্স বিচারে দামের তুলনায় এএমডির মান আগে থেকেই ভালো, এইটা নতুন কিছু না। কিন্তু আমরা বাঙ্গালীরা প্রসেসর বলতেই চিনি ইন্টেলকে। আপনি বিষয়টা সেভাবে উপস্থাপন করতে পারতেন।

Level New

ইন্টেলের K সাফিক্সের প্রসেসরের দাম সবসময়ই বেশি। কেনো সেটা মোঃ এহসানুল ইসলাম ব্যাখ্যা করেই দিয়েছেন।

U r ri8

এএমডি প্রসেসর দামের দিক দিয়ে সেরা,তবে মানের বিচারে ইন্টেল সেরা যাকে দামের দিক দিয়ে বিচার করা নিঃসন্দেহে বাতুলতা।তাছাড়া ইন্টেল বিদ্যুত্‍ সাশ্রয়ী,এএমডি নয়।আর একথা তো জানেন ই “সস্তার তিন অবস্থা”। 😎

Level 0

ami just ekta kothai koi , ta holo till now, onnanno prosessor der thke intel 10yrs + projuktir dike agano , amr informetion 100% thik , naile google mamare jigan , er laiga public intel er pise ghure, jaina+ na jaina

Level 0

মূর্খের মতন প্রসেসরকে সুধু GHZ দিয়ে মাপলে হয়না, কারন Intel dual core এর 3.0 GHZ আছে আবার INTEL core i5 এর ও 3.0 GHZ আছে, তাই বলে দুইটা প্রসেসর একই রকম? মোটেও না…… কারন প্রথম টায় ২টা core এর পরের টায় ৪টা Core

তেমনি INTEl core i7 এ Torbo মারেন আর যাই মারেন ৫.0 GHZ আর AMD FX-8150 এর ওভার clock 4.2 GHZ হলেও AMD তে আছে 8 Core ( যা কিনা World এর প্রথম 8 core processor), যেখানে Intel এর আছে 4Core 🙁 (প্রতিটা Core এ আছে ২টি করে 8 টিThread) ।
Cache মেমোরির কথা তো বাদ রইল যা কিনা Intel processor এর দিগুন প্রায়

এবার আমাকে বলেন কোনটার পেরফরমান্স বেশি হবে ?
হ্যাঁ AMD processor এর কিছু সিমাবদ্ধতা আছে যেমন অতিরিক্ত গরম হয়ে যাওয়া, power consumption বেশি ইত্যাদি ।

AMD মুলত তৈরি হয়েছে ইউরোপ এর জন্য যেখানে সরবচ্চ temparature আমাদের দেশের শীতকালের temparature এর সমান যে কারনে তাদের কন সমসসা হয়না, কিন্তু আমাদের দেশের তাপমাত্রা বেশি হওয়ার কারনে হালকা সমসসা করে ।

    @tanvir222:একদম আমার মনের কথা বলেছেন। 😀

      @Iron maiden:মডারেটর প্রিজ আমার উপরের কমেন্টটা মুছে দিন।

      @Iron maiden:মডারেটর প্লিজ আমার উপরের ২টা কমেন্টটা মুছে দিন।

      Level 0

      @Iron maiden: @Iron maiden: আপনার মনের কথা তো AMD এর মতন সস্তা দামের প্রসেসর দুনিয়ার সবচাইতে ফাউল !!!!!!!!!!!!

      নতুন কিছু মডেল তো বলাই হয়নি একটু দেখে নিবেন, AMD FX 8350 দাম ২২,০০০ টাকা

    @tanvir222: ভাই ধন্যবাদ আপনাকে, আমি এতোটা ভালোভাবে টিউনটি করতে পারিনাই।
    আপনার ইনফোর জন্য অনেক অনেক ধন্যবাদ।

Level 0

আরেকটা কথা উপরের এক ভাই বলল Intel Core i7 নিকি tubo te 5.0 GHZ কিন্তু আমি তো inteler website এ গিয়া দেখলাম turbo মারলেও hieghest 3.9 GHZ পর্যন্ত উঠবে ।

যেখানে AMD তে 4.2 GHZ এবার আপনারাই বলুন ।

Level New

Amd beshi power tane cause oder turbo system nai. Intel shudhu matro dorkar porle turbo mare. tai extra power lage na. Intel HD 4000 gpu 5GB porjonto Graphics Memory dite shokkhom. eta processor speed na.

    Level 0

    ভাই @saif_precio: ভাই আপনি কই থেকে শুনছেন জানিনা AMD তে turbo নাই আপনাকে কে বলল । ওয়েবসাইট ঘাটাঘাটি করলেই আশা করি আপনার ভুল ভাঙবে ।
    AMD FX-8350 3.6 GHZ Processor এ Turbo তে 4.2 GHZ পর্যন্ত পাওয়া যায় ।

    আর Graphics ? Graphics কে কখন মেমোরি দিয়ে যাচাই করলে হবেনা AMD A10-5800K তে DirectX 11 Supportable Graphic AMD Radeon HD 7660D আছে , যা কিনা intel HD 4000 এর আব্বা

      Level New

      @tanvir222: intel hd 2500 nd intel hd 4000 directx 11 supported. ar gaming er jonno amd valo. built in theke extra gpu onek valo

ভাই আপনারা অনেক কিছুই বলসেন এবার আমিও বলি। ইন্টেল এর সিপিউ গুলা এত দাম দিয়ে কেনা থেকে এ এম ডির গুলা কেনাই ভাল কেননা আপনি ২টা তেই একইরকম পারফরমেন্স পাবেন। আমাদের দেশের মানুষ ইন্টেল ছাড়া কিছুই বুঝে না তার মানে এই না যে এ এম ডি খারাপ প্রসেসর। আমরা উইন্ডোজ ছারাও কিছু বুঝি না অথচ লিনাক্স ইউন্ডোজ থেকে বেশ ভাল

intel er architecture onek unnoto, tai 30% beshi speed er bulldozer architecture er shoman performance dae. obossho amd er shob kharap na, fx ta onek valo, kintu i7 er sandy briedge shobcheye unnoto

Level 0

vai amd phenom 6core naki buldozer 6core valo aktu bolben ki.foreign site e deklam bul. naki valo na.plz help..

Level 0

আমি অনেক কিছু শিখলাম।amd আর intel এর অবস্থা যদি windows আর linux এর মত হয় তাহলে intel অনেক ভাল।

Linux নেট ছাড়া চালানো অসম্ভব।কিছু করতে হইলেই নেট লাগে। লিনাক্স কোনদিনই উইন্ডোজ থেকে ভালনা।

লিনাক্স দিয়া তো গেমই খেলা যায়না।:(

Intel is Intel. বেশি টাকা দিয়ে কিনতে হইলেও এটা ইন্টেল। এটা AMD না।
AMD প্রসেসরগুলো যথেষ্ট এবং যথেষ্ট লেভেলের ভালো কিন্তু Intel এর সামনে পুরাই দুধভাত। (যদিও কিছু টার্ম, ফ্যাক্টর এ AMD এগিয়ে) but overall Intel is Intel.