সবাইকে স্বাগতম আমার আজকের টিউনের পাতায়। আসা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদেরকে কুলিং ফ্যানের একটি সমস্যার সমাধান দিব। কুলিং ফ্যান সমন্ধে আপনাদের বিশেষ কিছু বলার নেই। আমাদের পিসি ঠান্ডা রাখতে এর জুড়ী নেই কিন্তু একবার চিন্তা করে দেখুনতো যদি এই কুলিং ফ্যান এক মিনিট বন্দ থাকে তাহলে আমাদের পিসির অবস্থা কেমন হতো। আমাদের পিসির কুলিং ফ্যানের অন্যতম একটি সমস্যা হলো এটি ৪-৫ বছর চলার পর একটি বিরক্তিকর শব্দ সৃষ্টি করে,যা কিছুটা ঘ্যানর ঘ্যানর টাইপের। এক প্রধান করন হল ফ্যানের ভিতরের পিচ্ছিলতা কমে যাওযা। তবে এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব। নিম্নের পদ্ধত্তিটি অনুসরন করে সহজেই এ সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব।
১.প্রথমে কুলিং ফ্যানের পিছনের স্টিকারটি খুলে ফেলুন।
২. স্টিকারটি খুলে ফেলার পর চিএের ন্যায় একটি ক্লীপ দেখতে পারবেন এবং একটি চিমটার সাহায্যে এই ক্লীপটি খুলে ফেলুন।
৩. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিতে টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে।
৪. চিএের ন্যায় চিহ্নিত স্থানটিও টিসু পেপার দিয়ে ভালভাবে পরিষ্কার করে এবার হালকা তৈলাক্ত পদাথ যেমন মোবিল দিতে হবে। (মোবিলের পরিবতে গ্রীস যাতীয় পদাথ ব্যবহার করতে পারেন।)
এটা আমার হাডওয্যার বিষয়ক দ্বিতীয় টিউন। আসা করি আপনাদের উপকারে লাগবে। ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন………
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
tune ta ki valo hoica ! 😉