আমাদের প্রায়ই কম্পিউটারের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়... দেখা যায় মাঝে আপনার কম্পিউটারের C drive এর ফাইল Error দেখাচ্ছে। অস্বাভিক আচরন করছে আপনার কম্পিউটার, এক সময় পরাজয় মেনে নিয়ে আবার সেটআপ দিতে হয় নতুন করে তখন অনেক কিছুই হারাতে হয়। 🙁 আপনারা যারা উন্ডোজ এক্সপি ব্যবহার করেন তাদের জন্য চমৎকার একটি সফটয়্যার হলো XP Repair Pro। এই সফটয়্যার দিয়ে আপনি কম্পিউটারের Error ফাইলগুলো দেখতে পাবেন এবং তা সহজেই রিপায়ার করতে পারবেন। রেজিষ্টি সমস্যা দূর করতে পারবেন।
সফটয়্যারটি মাএ ৮ মেগাবাইট। নিচের লিঙ্ক থেকে আরো বিস্তারিত জেনে নিন এবং ডাউনলোড করে নিন দারুন কার্যকরী এই সফটয়্যারটি...
ডাউনলোড করুন অনর্ব এন্ড ফেন্ডস্ মিউজিক ভিডিও এলব্যাম (হাই কোয়ালিটি )
Arnob & friends-Music video album
ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন
সেই কামনায় - না বি ল
আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ নাবিল ভাই। Soft টি শেয়ার করার জন্য। আমার উপকারে লাগবে। সেই সাথে পারলে কম্পিউটার হার্ডওয়ার এর উপর ধারাবাহিক টিউন করবেন তাতে উপকার হবে কম্পিউটার নতুন ব্যবহার করিদের।