আসেন আমরা কিছু টেকনিক নিয়ে আলোচনা করি। অনেক সময় আমাদের পিসি তে BLUE SCREEN মেসেজ দেখা দেয়। এটি বিভিন্ন কারনে দেখা যায়। তার মধ্যে একটি হল হার্ডডিস্ক এর কারনে। হার্ডডিস্ক এর কারনে যদি BLUE SCREEN মেসেজ আসে তখন এ হার্ডডিস্ক এ উইন্ডোজ ইন্সটল দেয়া যায় না এবং যে উইন্ডোজ ইন্সটল দেয়া আছে সে উইন্ডোজ ও কাজ করে না। তখন আমরা আমাদের পিসি কে সাভির্স কেয়ার এ নিয়ে যাই এবং তারা বলে যে হার্ডডিস্ক corrupt or bad sector or crash হয়ে গেছে। এখন কথা হল তারা এই হার্ডডিস্ক থেকে কিভাবে ডাটা রিকভার করে। এক্ষেএে একটি কথা বলে রাখা ভাল আপনার হার্ডডিস্ক সমস্যা হয়েছে কিন্ত CD ROM ও USB PORT তো ঠিক আছে। তারা CD ROM অথবা USB PORT এ LIVE WINDOWS প্রবেশ করিয়ে কম্পিউটার স্টার্ট দেয় এবং আপনার পিসি থেকে ডাটা উদ্বার করে।
আমি রহিম উদ্দিন বাবু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
USB PORT এ LIVE WINDOWS প্রবেশ করিয়ে কম্পিউটার স্টার্ট দেয়ার কথা বলেছেন । আমার কাছে LIVE WINDOWS এর ISO ফাইল আছে এটি কোন সফটওয়্যার দিয়ে USB তে বুটেবুল করা যাবে কারও জানা থাকলে সফটওয়্যারটির লিংক দিলে ভাল হয়।