আসুন গ্রাফিক্স কার্ড কেনার সময় সাধারণ ভূলসমূহ জেনে নিই ও সতর্ক হই[পার্ট ২]::নিজে জানুন ও সবাইকে জানতে সাহায্য করুন

একটু দেরি হয়ে গেল পার্ট ২ লিখতে।সবার কাছে এই অনিচ্ছাকৃত দেরীর জন্য ক্ষমা চাচ্ছি।আসলে,
"ব্যস্ততা আমাকে দেয় না অবসর,
তাই বলে ভেব না আমায় স্বার্থপর।"-সোলস

আমি জানি আপনারা আমাকে স্বার্থপর ভাবেন নি।
যা হোক,ফিরে এলাম আবার গ্রাফিক্স কার্ড কেনার সময় কৃত সমূহ ভুলসমূহ সম্পর্কে অবহিত করতে।
আগের পর্বে আমি বেশি মেমোরী বিবেচনা করে কেনা গত ও নতুন দুর্বল কার্ড কেনা গত ভূল নিয়ে আলোচনা করেছিলাম।
আজকে আরো প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করা হবে।যা হোক,ফিরে আসি আলোচনায়।

৩.গ্রাফিক্স কার্ড কেনার ক্ষেত্রে কেসিং স্পেস ও পাওয়ার রিকোয়ারমেন্ট বিবেচনা না করাঃ

তো আপনি প্রথম দুটো ভুল এভোয়েড করলেন ও কিনে আনলেন Nvidia GTX 280,নতুন সব গেম খেলার জন্য আপনি অতি আগ্রহী,কেসিং স্পেস ও পাওয়ার রিকোয়ারমেন্ট বিবেচনা না করে।ভাল করেছেন...........:P

একটু খেয়াল করুনঃ

গ্রাফিক্স কার্ডের জন্য কেসিং এর কতটুকু স্পেস বাকি আছে তা মাপুন(কেসিং এর পেছনের প্রান্ত থেকে হার্ডডিস্ক কেইজ পর্যন্ত)এবং দু দু বার আপনার গ্রাফিক্স কার্ডের সাইজ মাপবেন কেনার সময়।
বিভিন্ন ওয়েবসাইট ব্লগ/ফোরামে গ্রাফিক্স কার্ডের রিভিউ দেখুন অথবা শোরুমে যোগাযোগ করুন যদি নিজে নিজে কোন ঝুকি (!) না নিতে পারেন/চান।দরকার পড়লে নতুন একটা ATX কেসিং কিনতে কিপটামো করবেন না।
---------------------------------------------
আশাকরি শেষপর্যন্ত যাচাই বাছাই করে গ্রাফিক্স কার্ড কিনলেন।কেসিং এ ও ফিট হল।

কিন্তু আবার নতুন সমস্যা ফেস করা শুরু করলেনঃ

১.আপনার পিসি বুট হচ্ছে না,
২.পিসি বুট হলেও গেম অন করতে না করতেই পিসি হ্যাং হচ্ছে(কি যন্ত্রনা!)
আমার মনে হয় পর্যাপ্ত পাওয়ার সাপ্লাই আপনার পিসিতে নেই।আপনি
শোরুমে গিয়ে আপনার পিসি কনফিগারেশন বলেন তারাই সঠিক পরিমাণ পাওয়ার সাপ্লাই সাজেস্ট করবেন।এ নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই!

৪.গ্রাফিক্স কার্ড ফাস্ট কিন্তু প্রসেসর স্লোঃ

শিরোনাম দেখে অবাক হয়ে গেলেন!ভাবছেন গ্রাফিক্স কার্ড এর সাথে প্রসেসর এর কি সম্পর্ক?
হুম,আমি ঠিকই লিখেছি আর আপনি ঠিকই পরেছেন।
আসলে ব্যাপারটা হচ্ছে কি,যতই গ্রাফিক্স কার্ড শক্তিশালী হোক না কেন,স্লো প্রসেসর এর কারণে গেমে ভাল ফ্রেমরেট পাবেন না।
ফ্রেমরেট সম্পর্কে জেনে নিন-

Framerate

স্লো প্রসেসর ফাস্ট গ্রাফিক্স কার্ডের পারফর্মেন্স বটলনেক(Bottleneck) করবে[মানে হল গ্রাফিক্স কার্ড এর সাথে প্রসেসর এর পারফর্মেন্সগত অসমতা,গ্রাফিক্স কার্ড দ্রুত কমান্ড করলেও স্লো প্রসেসর কুলিয়ে ওঠতে পারবে না]
তাই সর্বদা গ্রাফিক্স কার্ডের সাথে প্রসেসর এর সামন্জস্য রাখার চেষ্টা রাখুন।বুঝতে পারছেন না কিভাবে সমতা রাখবেন?
আচ্ছা মিনিমাল সাজেস্ট করলাম।[আমি এএমডি প্রসেসর সাজেস্ট করলাম না কারণ আমি এটা সম্পর্কে জানি না]
Medium Range card-Core 2 quad core 2.66,Core i3 3.00
High Range card-Core i5 3.10,Core i7 3.20
-------------------------------------------SLI/Crossfireএর ক্ষেত্রে একটু বেশি নিড পড়তে পারে।ঐ ক্ষেত্রে কোর আই সেভেন লাগবে সুপার এক্সট্রিম সাপোর্ট এর জন্য।

৫.একজনের কথা শোনে বিবেচনা করাঃ

কখনো যেকোনো একজনের পরামর্শ বিবেচনা করবেন না।কারণ দেখা গেল যে সে এনভিডিয়া এর ফ্যান বর।তাকে বললে সে নির্দিষ্ট বাজেটের ক্ষেত্রে কেবল এনভিডিয়া কার্ড সাজেস্ট করবে কিন্তু এক্ষেত্রে এএমডির সেই দামের কার্ড আরো ভালো হতে পারত।

তাই সব ধরনের গেমিং কার্ড রিভিউ সাইটে যেতে পারেন রিভিউ ও পরামর্শের জন্য
যেমনঃ


Techpowerup


Hwcompare


Tomshard share


Bangla gamer

চাইলে এই গেমিং গ্রুপে জয়েন করতে পারেন,এখানকার মেম্বাররা বেশ হেল্পফুল

ব্লাকহ্যাস গেমিং চ্যাম্পিয়ন

--------------------------------------------
জানি না কেমন লিখলাম।কমেন্ট করে ভুল-ত্রুটি ধরিয়ে দিতে বা পরামর্শ দিতে পারেন।
আমার এক পছন্দের টিউনার মিনহাজুল হক শাওন কে উত্‍সর্গ করলাম,ওনার করা গ্রাফিক্স কার্ডের উপর করা টিউন আমাকে অনেক হেল্প করেছে।
এইতো আর কি,ভাল থাকুন,সুস্থ থাকুন ও সর্বোপরি প্রযুক্তির সাথে থাকুন।
------------------------------------------
ধন্যবাদ সবাইকে।
[পোষ্ট কপি-পেষ্ট করলে সোর্সটা উল্লেখ করবেন প্লিজ]

Level 3

আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই গত বছরের নভেম্বেরে ইয়া বড় সাইজের একটা জিপিউ নিলাম nvidia gtx 560ti . সাইজ দেখেই পুরা তাস্কি খাই গেছি , তার উপর আছে ২ টা ফ্যান । গেম এ ডুক্লেই যা শব্দ হয়না আর অতিরিক্ত গরম হয় যাই , এখন কম্পানী গুলা যদি ছোট সাইযের জিপিউ না বানাই তাহলে কই যাই ?

তারাই ভাল জানেন।প্রশ্ন করার জন্য থ্যান্কস…….:)

Level 0

Ami borto mane Nvidia 280 GTX card ti use korche…amr card ti LA Noire game te kelar time teke display driver has stopped working error show kore ar screen black hoi dea abar ase..ami operating system, driver shob kisu change kore dekche..kaj hoi ne…ami vista te mota muti valo moto use korte pari..7 dele error ta onk beshi bar ase. ami Hit man Absolution bad a shob game a kelte parche windows vista te.apni ke kono solution dete parben..jate ami display driver has stopped working error msg black hoi dea abar ase ata ami bondo korte parbo…

    @dark_sid3r:আপনার সমস্যাটা আমার কাছে ক্লিয়ার হল না,একটু বুঝিয়ে বলুন প্লিজ :-“

    Level 0

    @dark_sid3r: display driver has stopped working error show kore ar screen black hoi dea abar tik hoa jai…ami Driver update kore dekche kaj hoi na..ar jodi kono solution deten…

      আপনি গেমটা Iobit uninstaller দিয়ে uninstall করে রেজিষ্ট্রি ক্লিনার সফট দিয়ে রেজিষ্ট্রি ক্লিন করে সকল ধরনের অপ্রয়োজনীয় ফাইল ক্লিন করে ড্রাইভার আনইন্সটল করে আবার ইন্সটল দিয়ে গেমটা ইন্সটল দিয়ে দেখুন।কাজ না হলে কমেন্ট করবেন। 😐

        Level 0

        @Iron maiden: bhai Hit man absolution game ta windows vista te run korar somoy ai error ta show kore – The application failed to initialize properly (0xc0000005). Click OK to terminate the application. kono solution…

          উইন্ডোজ চেন্জ করে দেখুন ও আমার উপরের কমেন্টটা দেখুন।

Level 0

Problem tar kono solution na hole bhai ami akta card kinte chai…amr present config holo –

CPU – Core 2 Duo E8400

Ram – 6 GB DDR 2

PSU – Termaltake power supply 700 W

GPU – Nvidia 280 GTX

ami 660 GTX or Ati 7850 GPU kinte chai ate ke kono bottleneck create hobe…jodi kore tahole ami kon GPU kinbo..akto advise korben….

    @dark_sid3r:প্রসেসর চেন্জ করা লাগবে।কোর আই ৫ নিন।মাদারবোর্ড কি?

      Level 0

      ASUS p5q EM..bhai ami sudhu GPU ta kinte chai…CPU upgrade dele pura new system kinte hobe..ami akhon ata korte chai na..amr present config a ami GPU kinte chai…

তাহলে তো এত ভাল গ্রাফিক্স কার্ড কিনতে পারবেন না।এটিআই রেডেয়ন এইচডি ৬৮৭০ কিনতে পারেন,কিন্তু প্রসেসর চেন্জ না করলে বেশি ভাল মানের গেম খেলতে প্রবলেম হতে পারে,নাও হতে পারে।অবশ্য হবার সম্ভাবনা কম 🙂

Level 0

6870 Or 560 GTX er moddhe konta valo…ami ke 6850 card ti use korte parbo amr present config a…ai card gula ke market a Available..UCC er website a to shob out of stock show kore…

AMD Radeon hd 6870 ভাল।এভেইলেবল হবার কথা,অন্য কোথাও দেখুন।

যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ 😀

সবার শেষে যেই ফেসগ্রুপ গ্রুপের লিন্ক দিলাম সেই গ্রুপে জয়েন করুন।গ্রুপের মেম্বাররা আপনাকে সাহায্য করতে পারে। 😎

সরি আমি সাহায্য করতে পারলাম না 🙁

আমার পিসির কনফিগারেশন :
intel dual core 2.70 ghz processor
gigabyte G31 motherboard
ram-2GB DDR2

আমি একটা গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছি ৫ হাজার টাকার মধ্যে! প্লিজ প্লিজ প্লিজ আমাকে এই বাজেট+কনফিগারেশনের জন্য সুইটেবল ভালো কোন কার্ড সাজেস্ট করুন,
মূলত গেইম খেলার জন্যই আমি কার্ড কিনতে আগ্রহি

আর একটা কথা…..আমার মনিটর 16″ LCD,তাই বেশি রেজ্যুলেশন ওয়ালা কার্ড না হলেও চলবে বলে আমার মনে হয়, 🙂

Level 0

32 inch মনিটরে হাই রেজ্যুলেশন এর গেমস খেলার জন্য কোন মডেল এত graphic card লাগবে pls bolen