আমি জানি আপনারা আমাকে স্বার্থপর ভাবেন নি।
যা হোক,ফিরে এলাম আবার গ্রাফিক্স কার্ড কেনার সময় কৃত সমূহ ভুলসমূহ সম্পর্কে অবহিত করতে।
আগের পর্বে আমি বেশি মেমোরী বিবেচনা করে কেনা গত ও নতুন দুর্বল কার্ড কেনা গত ভূল নিয়ে আলোচনা করেছিলাম।
আজকে আরো প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করা হবে।যা হোক,ফিরে আসি আলোচনায়।
তো আপনি প্রথম দুটো ভুল এভোয়েড করলেন ও কিনে আনলেন Nvidia GTX 280,নতুন সব গেম খেলার জন্য আপনি অতি আগ্রহী,কেসিং স্পেস ও পাওয়ার রিকোয়ারমেন্ট বিবেচনা না করে।ভাল করেছেন...........:P
গ্রাফিক্স কার্ডের জন্য কেসিং এর কতটুকু স্পেস বাকি আছে তা মাপুন(কেসিং এর পেছনের প্রান্ত থেকে হার্ডডিস্ক কেইজ পর্যন্ত)এবং দু দু বার আপনার গ্রাফিক্স কার্ডের সাইজ মাপবেন কেনার সময়।
বিভিন্ন ওয়েবসাইট ব্লগ/ফোরামে গ্রাফিক্স কার্ডের রিভিউ দেখুন অথবা শোরুমে যোগাযোগ করুন যদি নিজে নিজে কোন ঝুকি (!) না নিতে পারেন/চান।দরকার পড়লে নতুন একটা ATX কেসিং কিনতে কিপটামো করবেন না।
---------------------------------------------
আশাকরি শেষপর্যন্ত যাচাই বাছাই করে গ্রাফিক্স কার্ড কিনলেন।কেসিং এ ও ফিট হল।
১.আপনার পিসি বুট হচ্ছে না,
২.পিসি বুট হলেও গেম অন করতে না করতেই পিসি হ্যাং হচ্ছে(কি যন্ত্রনা!)
আমার মনে হয় পর্যাপ্ত পাওয়ার সাপ্লাই আপনার পিসিতে নেই।আপনি
শোরুমে গিয়ে আপনার পিসি কনফিগারেশন বলেন তারাই সঠিক পরিমাণ পাওয়ার সাপ্লাই সাজেস্ট করবেন।এ নিয়ে আসলে চিন্তা করার দরকার নেই!
শিরোনাম দেখে অবাক হয়ে গেলেন!ভাবছেন গ্রাফিক্স কার্ড এর সাথে প্রসেসর এর কি সম্পর্ক?
হুম,আমি ঠিকই লিখেছি আর আপনি ঠিকই পরেছেন।
আসলে ব্যাপারটা হচ্ছে কি,যতই গ্রাফিক্স কার্ড শক্তিশালী হোক না কেন,স্লো প্রসেসর এর কারণে গেমে ভাল ফ্রেমরেট পাবেন না।
ফ্রেমরেট সম্পর্কে জেনে নিন-
Framerate
স্লো প্রসেসর ফাস্ট গ্রাফিক্স কার্ডের পারফর্মেন্স বটলনেক(Bottleneck) করবে[মানে হল গ্রাফিক্স কার্ড এর সাথে প্রসেসর এর পারফর্মেন্সগত অসমতা,গ্রাফিক্স কার্ড দ্রুত কমান্ড করলেও স্লো প্রসেসর কুলিয়ে ওঠতে পারবে না]
তাই সর্বদা গ্রাফিক্স কার্ডের সাথে প্রসেসর এর সামন্জস্য রাখার চেষ্টা রাখুন।বুঝতে পারছেন না কিভাবে সমতা রাখবেন?
আচ্ছা মিনিমাল সাজেস্ট করলাম।[আমি এএমডি প্রসেসর সাজেস্ট করলাম না কারণ আমি এটা সম্পর্কে জানি না]
Medium Range card-Core 2 quad core 2.66,Core i3 3.00
High Range card-Core i5 3.10,Core i7 3.20
-------------------------------------------SLI/Crossfireএর ক্ষেত্রে একটু বেশি নিড পড়তে পারে।ঐ ক্ষেত্রে কোর আই সেভেন লাগবে সুপার এক্সট্রিম সাপোর্ট এর জন্য।
কখনো যেকোনো একজনের পরামর্শ বিবেচনা করবেন না।কারণ দেখা গেল যে সে এনভিডিয়া এর ফ্যান বর।তাকে বললে সে নির্দিষ্ট বাজেটের ক্ষেত্রে কেবল এনভিডিয়া কার্ড সাজেস্ট করবে কিন্তু এক্ষেত্রে এএমডির সেই দামের কার্ড আরো ভালো হতে পারত।
Techpowerup
Hwcompare
Tomshard share
Bangla gamer
চাইলে এই গেমিং গ্রুপে জয়েন করতে পারেন,এখানকার মেম্বাররা বেশ হেল্পফুল
ব্লাকহ্যাস গেমিং চ্যাম্পিয়ন
--------------------------------------------
জানি না কেমন লিখলাম।কমেন্ট করে ভুল-ত্রুটি ধরিয়ে দিতে বা পরামর্শ দিতে পারেন।
আমার এক পছন্দের টিউনার মিনহাজুল হক শাওন কে উত্সর্গ করলাম,ওনার করা গ্রাফিক্স কার্ডের উপর করা টিউন আমাকে অনেক হেল্প করেছে।
এইতো আর কি,ভাল থাকুন,সুস্থ থাকুন ও সর্বোপরি প্রযুক্তির সাথে থাকুন।
------------------------------------------
ধন্যবাদ সবাইকে।
[পোষ্ট কপি-পেষ্ট করলে সোর্সটা উল্লেখ করবেন প্লিজ]
আমি রন্জন বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই গত বছরের নভেম্বেরে ইয়া বড় সাইজের একটা জিপিউ নিলাম nvidia gtx 560ti . সাইজ দেখেই পুরা তাস্কি খাই গেছি , তার উপর আছে ২ টা ফ্যান । গেম এ ডুক্লেই যা শব্দ হয়না আর অতিরিক্ত গরম হয় যাই , এখন কম্পানী গুলা যদি ছোট সাইযের জিপিউ না বানাই তাহলে কই যাই ?