Branded PC, কেনার সময়ে Motherboard দেখে নেবেন

আকর্ষনীয় ছাড় দিচ্ছে কোম্পানী, পিসি কনফিগারেশানও বেশ পছন্দ হলো ইমরানের। কিনতে খুব ইচ্ছে হলো, ইমরান এখন যে পিসি ব্যবহার করছে সেটির বয়স হয়েছে ৪ বছর। ৪ বছরে অনেক কিছু উন্নত হয়ে গিয়েছে, এমনিতেও নতুন একটা পিসি'র কথা ভাবছিলো ইমরান। কিছুদিন পরে কিনতেই হবে, তাহলে এখন আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে এই ভেবে ইমরান কিনতে চলে গেল কমপ্যাক কোম্পানীর একটি ব্র্যান্ডেড পিসি। অল্প দামে কিছুটা RAM আপগ্রেড সেরে ফেললো সে শোরুমেই। এই পিসি'তে গ্রাফিক্স কার্ড নেই, এখন অতোখানি টাকাও আর নেই, তাই পরে ওটা কিনে নেবে এই ভেবে শোরুমে এডভান্স টাকা দিয়ে সে চলে এলো, বিকেলে সে ডেলিভারী পাবে তার নতুন পিসি। পিসি সে পেয়েও গেল, সুন্দর ব্যবহার চললো ৬ মাস, তার পরে সে ঠিক করলো যে আকর্ষনীয় গেমস খেলার জন্য এবং আধুনিক ব্ল্যু-রে মুভি দেখার জন্য সে আরো RAM নেবে এবং গ্রাফিক্স কার্ড কিনবে।

বিপত্তি দেখা দিলো এখানেই। ইমরান একদিন অফিসে যাওয়ার আগে পিসি'র ক্যাবিনেট/কেসিং খুলেছে, তার গ্রাফিক্স কার্ডের কনফিগারেশান জানার জন্য। রীতিমতো অবাক হয়ে সে দেখলো মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ডের স্লট নেই! কিছুক্ষণের জন্য সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারেনি। কমপ্যাকের মতো কোম্পানী, তারা ASUS মাদারবোর্ড দিয়েছে তাদের পিসি'তে, প্রথমে নাহয় গ্রাফিক্স কার্ড দেয়নি, কিন্তু কার্ড বসানোর স্লট'টাই নেই এই মাদারবোর্ডে! ৬ মাস হয়ে গিয়েছে, এখন সে আর এই পিসি বদল করতে পারবেনা। প্রচণ্ড দুঃখিত হল ইমরান। দুইদিন ঠিকমতো অফিসে কথাই বললো না কারো সাথে, এক কোনায় চুপচাপ মন খারাপ করে বসে থাকলো। অনেক চেষ্টা করে অবশেষে জানা গেল তার দুঃখিত হওয়ার এই কারন।

hardware

স্বাভাবিকভাবে অনেক ব্র্যান্ডেড পিসি'তেই গ্রাফিক্স কার্ড প্রথমে দেওয়া হয়না। Onboard graphics থাকে বেশিরভাগ পিসি'তেই। এর পরে যাদের যেমন প্রয়োজন তারা সেইমতো কিনে নেয়। শোরুমে ইমরান জিজ্ঞেসও করেছিল এই ব্যাপারে, শোরুম জানিয়েছিল এতে গ্রাফিক্স কার্ড নেই। ইমরান একটি বারের জন্যও ভাবতে পারেনি যে স্লট'টাই থাকবেনা! তাই সে আলাদা করে আর এইটা জিজ্ঞেস করেনি যে গ্রাফিক্স কার্ড লাগানোর স্লট আছে কিনা! সত্যিই তো, কেই বা ভাবতে পারবে যে ASUS মাদারবোর্ডে গ্রাফিক্স কার্ডের স্লট'ই থাকবেনা, তাও কমপ্যাকের মতো কোম্পানীর পিসি'তে? নামী কোম্পানী এমন একটি পিসি বানাচ্ছে যাতে পরে গ্রাহক এই প্রয়োজনীয় আপগ্রেড করতেই পারবেনা!

তাই, আমি ভাবলাম ইমরানের মতো আপনারাও এমন দুঃখিত যেন না হন, যেকোনো ব্র্যান্ডেড পিসি কিনতে হলে শুধু মৌখিক জিজ্ঞাসাবাদ করেই খুশী হয়ে যাবেন না। প্রয়োজনে অনুরোধ করে কেসিং খুলে ভিতরটাও দেখে নেবেন। যদিও এর নিয়ম নেই, আমি যতোদূর জানি, ব্র্যান্ডেড পিসি'র কেসিং খুলে দেখার নিয়ম নেই শোরুমে। কারন কোম্পানীর ওয়ারেন্টিতে থাকে, কেসিং খুললে ওয়ারেন্টির ইতি। তবুও, এইরকমের একটি ঘটনা হওয়ার থেকে নাহয় ওয়ারেন্টি নাই পেলেন, যা কিনছেন তা দেখেশুনে নেওয়াই ভালো। আপনারা তো দেখতেই পাচ্ছেন, গ্রাফিক্স কার্ড "নেই" কথার অর্থ কার্ড স্লট'টাই নেই এমনও হতে পারে! পিসি যখন প্যাক হয়ে ফ্যাক্টরী থেকে শোরুমে আসে, তখন শোরুমের ডেমো পার্সনও জানতে পারেনা পিসি'র ভিতরের কি অবস্থা। তাই, ডেমো পার্সনেরও দোষ দেওয়া যায়না। কিন্তু তাই বলে আপনার টাকার সঠিক মূল্য আপনি পাবেন না তাও তো হতে দেওয়া যায়না, তাইনা?

তাহলে উপায়? ইমরান এখন কি করবে? গেমস খেলার জন্য কি তাকে আবার নতুন পিসি কিনতে হবে?

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hmm বেচারা ইমরান ………………… 😉 অতি সস্তা খুজতে গেলে এমনই হয়… সুন্দর টিউনস্ .

Level 0

রিয়া আপু এত সুন্দর পরামশের্র জন্য আপনাকে অনেক ধন্যবাদ। 🙂

Level 0

ভাল বলছেন৷ 😀

আপু,
তোমার স্টাটাসের কথা গুলো কিছুতেই মানতে পারছি না। টেকটিউনসে প্রতিদিন অনেক নিম্নমানের টিউন পড়তে হয়। তারপরেও এখানে আসি তোমার বা টিনটিন ভাইদের কিছু ভাল টিউন পড়ার জন্য। কিন্তু তোমরাও যদি বাকি সবার মত বাজে টিউনের স্রোতে গা ভাসাও তাহলে আমরা টেকটিউনসে আসবো কেন….?? প্লিজ টিউনের কোয়ালিটির সাথে কোন আপোস কর না। টিউনের পরিমান কমাও আপত্তি নেই কিন্তু কোয়ালিটি কমিও না। এটা তোমার কাছে আমার একান্ত অনুরোধ।

Demo person ki?

    এটাও আমাকেই বলে দিতে হবে? চাকরীর বিজ্ঞপ্তি ওয়েবসাইটে কখনো এই নামটি দেখেননি? বিভিন্ন দোকানে/শোরুমে কোনো প্রোডাক্টের ডেমন্সট্রেশান দেন যিনি, আমি তার কথাই লিখেছি। এরা যদিও মূলত সেলসপার্সন/সেলসম্যান/সেলসগার্ল, কিন্তু কিছু ক্ষেত্রে কোম্পানী আলাদা করে শুধুই পণ্যের ডেমো দেওয়ার জন্য লোক নিয়োগ করে, তাদেরকেই ডেমো পার্সন বলা হয়।

Level 0

আসলে আমি দেখেছি ব্র্যান্ড পিসি একদমই ফালতু । এরা একবছরের ওয়ারেন্টি দেয়, দেখে শুনে পার্টস কিনে পিসি কনফিগারেশন করা উচিত।
আরো একটি ব্যাপার আশেপাশের দোকান থেকে না কিনে,সরাসরি কোম্পানি থেকে কিনলেই ভাল।
চট্টগ্রামের মধ্যে আমি যতদূর জানি সবচেয়ে ভাল কম্পিউটার সোর্স লিঃ,এদের সততা আমাকে মুগ্ধ করেছে,চট্টগ্রামে যাদের পিসি সম্পর্কে কোন ধারনা তারা সরাসরি ওই খানে চলে যেতে পারে……….

তবে ব্র্যান্ড পিসির জন্য DELL সেরা। আমি অফিসে সব পিসি DELL ব্যবহার করি। খুব ভালো।

Level 0

খুব খারাপ কথা …।।

রিয়া আপু, আপনার টিউনসগুলো সত্যিই আমার কাছে অনেক ভাল লাগে। বিশেষ করে আপনি সুন্দর করে গুছিয়ে লিখে থাকেন।মনে হয় যেন গল্পে গল্পে কম্পিউটার যানা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার উজ্জল ভবিষ্যত কামনায়—-।

ধন্যবাদ