হার্ডওয়্যার এর যত্ন এবং পরিচ্ছন্নতা (১): ‘ key bord ‘

key bord এর পরিচয় নিয়ে আমার কিছু বলার নেই । কিন্তু এর যত্ন নিয়ে আমার বলার । প্রথমেই বলে নেই " একটি কী বোডে যে পরিমান জীবানু থাকে তা একটি টয়লেটের জীবানুর পরিমানের সমান ।" এই কথা শুনে সবারই মাঝে একটি প্রশ্ন জাগে এটা সত্য কী না । আমরা নিজেরাই চিন্তা তা করি আমরা যেভাবে কী বোড ধরি তাতে কী বোডে আমাদের হাতের সকল ময়লা বা জীবানু লেগে যায যার ফলে একজনের হাতের জীবানু অন্যের হাতে চলে যায় । আমরা একটু খেয়াল করি আমাদের কী বোডের উপর ,দেখা যাবে কী এর মাঝে আসংখ্য ময়লা জমে আছে ।

classic_keybord_1_br

এই ময়লার কারনে একদিকে যেমন আমাদের অসুখ হচ্ছে অন্যদিকে আমাদের কী বোড ও দূবল হয়ে যাচ্ছে তাই কী বোড পরিস্কার ও জীবানু মুক্ত রাখার পদ্ধতি বননা করা হল।

পরিচ্ছন্নতা : প্রথমে আপনার কী বোড টি কে বাহিরে নিয়ে জান । তারপর এটিকে উপর বা উলটা করে একটি রং এর ব্রাশ দিয়ে পরিস্কার করে থাকুন । একপযায় আপনার কী বোড পরোপুরি পরিস্কার হবে ।

জীবানু : এবার আপনার কী বোড টিকে একটি ডেটল ভিজানে কপড় দিয়ে হালকা করে মুছে দিন । লক্ষ্য রাখবেন কাপড়টি যেন হালকা ভেজা থাকে ।

যত্ন : কী বোড পরিচ্ছন এবং জীবানু মুক্ত রাখার জন্য তোয়ালে ব্যবহার করুন ।

হার্ডওয়্যার নিয়ে এটাই আমার প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমা করবেন । ধন্যবাদ.......

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই পন্ত আমার কীবোর্ড পরিস্কার করছি না৷ তো ভাই আফনের কতা হুইন্না পরিস্কার করবো একটু ফরে…

    Level 2

    হা হা হা তারাতারি করেন …………………………..

    খাইসে!
    আমি আমারটা পরিস্কার করেছি কয়েকবার। ্কবার তো কিবোর্ডে পিপড়া বাসা বেথেঁছিল। নিধন করতে হয়েছে!

আমি একবার পরিস্কার করেছিলাম।কিন্তু করার পরে আর ঝামেলা।প্রতিদিন ময়লা জমে বেশি বেশি।কি বিপদ

    Level 2

    তোয়ালে ব্যবহার করুন । 🙂

বস !!
আমার ল্যাপটপের কিবোর্ড কিভাবে পরিস্কার করব ???
আমার প্রত্যেকটি বাটন আলাদা আলাদা মানে বাটনের মাঝে যথেষ্ট ফাকা জায়গা রইয়েছে যাতে ধুলা জমে কাল কিবোর্ড সাদা হয়ে গেছে।
আমার কি উপায়…!!!???

    Level 2

    ল্যাপটপ উপর বা উলটা করে একটি রং এর ব্রাশ দিয়ে পরিস্কার করে ….ভাল ফলাফল পাবেন ।

    Level 2

    হা হা হা……… 🙂

Level 2

🙂

ধন+no+বাদ

সুন্দর টিউন।

আপনি না চাইলে আপনার টিউনে মন্তব্য করবো না। (আগের মন্তব্য গায়েব হয়ে যাওয়ার প্রেক্ষিতে বলা হল)

    Level 2

    ধন্যবাদ শামীম ভাই । 🙂 🙂 🙂

আমার কিবোর্ড তো প্লাষ্টিক দিয়ে মোড়ানো
এটা কি পরিস্কার করার দরকার আছে?

    Level 2

    না ভাই ।