” CMOS BATTERY ” Failure এখন আপনার কাছে কিছুই না

টেক টিউনস  এর সাথে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেছা ও সালামবাদ শুরু করছি , আমি টেক টিউনস এর সাথে পূর্বে পরিচিত হলেও কখনও টিউন করার সাহশ করিনি। আজ প্রথম এই বিশাল বাংলা কমইউনিটিতে যুক্ত হয়ে একটি সাধারন পোষ্ট দিলাম ,জানিনা আপনাদের কত টুকু  ভাল লাগবে। এটি আমার টেক টিউনস  এ সর্বপ্রথম পোষ্ট ।

আমাদেরকে প্রতিনিয়ত নানাবিধ কম্পিউটার সমস্যা মকাবেলা করতে হয় ,তার মধ্যে   '' CMOS BATTERY '' Failure  একটি অন্যতম বড় সমস্যা ।

কি কি ধরনের সমস্যা হতে পারে

১.  কম্পিউটার  এর ঘরির টাইম এলোমেলো হয়ে যেতে পারে , যার ফলে আপনার ইন্টারনেট মডেম টি লগ অন হবে না, অথবা  আপনার কাজের সফটওয়্যার গুলোর লাইসেন্স এক্সপায়ারড দেখাতে পারে।

২.আপনার বায়স সেটিংস সেভ না থাকতে পারে , যার ফলে আপনাকে বার বার  F1  কি চেপে বুট করতে হতে পারে , অথবা আপনার কম্পিউটার  এর  হার্ডডিস্ক মিসিং বা  ডিভিডি  রম  মিসিং দেখাতে পারে, অথবা দীর্ঘদিন এভাবে চালানোর ফলে আপনার বায়স ক্রেশ করতে পারে।

আমি বেশ কয়েকটি সমস্যার কথা বললাম ,আপনারা হয়তো আরও বেতিক্রম কিছু সমস্যায় পরে থাকতে পারেন।

আমি খুব সহজ দুটি  সমাধান দেবার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাজে লাগবে।

আপনারা যখন এই ধরনের সমস্যার মুখমুখি হবেন তখন প্রথমে ব্যাটারিটি খুলে পুনরায় লাগিয়ে দেখতে পারেন , এতে কাজ না হলে ব্যাটারির নিচে যে সংযুক্তকারি  স্টিলের পাতটি রয়েছে তা চিমটা বা চ্যাপ্টা কোন ধতব পাত দিয়ে একটু আলগা অর্থাৎ উচু করে দিয়ে পুনরায় ব্যাটারিটি লাগিয়ে দেখতে পারেন। আশা করি এতে কাজ হবে ,আর না হলে  লক্ষ করুন  ব্যাটারিটির যে প্রান্তে  BAT লেখা আছে সেই প্রান্তের বাঁকানো ধাতব অংশটি ভালোভাবে

ব্যাটারিটির পার্শ্ব স্পর্শ করেছে কিনা , আর না করলে চিমটা বা চ্যাপ্টা কোন ধতব পাত দিয়ে স্পর্শ করিয়ে ডীটে হবে।

অথবা  লক্ষ করুন  ব্যাটারিটির একেবারে কাছাকাছি  তিনটি পিন এর একটি কানেক্টর পাবেণ ,যার দুটি প্রান্ত নীল ,কালো,লাল অথবা সবুজ রঙের একটি জ্যাকেট পড়ানো থাকে ,আপনি কম্পিউটার  এর পাওয়ার অফ করে জ্যাকেটটি সাবধানে খুলুন অতঃপর তিন পিনের মাঝের পিনটি ঠিক রেখে ওপর পিনটিতে জ্যাকেটটি পড়ান এবার কম্পিউটার স্টার্ট বাটনে চাপ দিন ,এতে কম্পিউটার স্টার্ট নিবে না ,আপনার কাজ হোয়ে গেছে  এবার আপনি কম্পিউটার  এর পাওয়ার অফ করে জ্যাকেটটি খুলুন এবং আগের মতো করে লাগান, এবার কম্পিউটার  এর পাওয়ার অণ করে বায়োসে প্রবেশ করে নতুন করে সেটিং করুণ আসা করি কাজ করবে , আপনি আমার দেখানো নির্দেশনা অনুযায়ী ২ য়  পন্থাটিকে জাম্পার শর্ট বোল্টে পারেন।

এটি আমার ছোটো একটি পোষ্ট ভবিষ্যতে আরও ভালো কীছূ শেয়ার করবো আশা রাখি ।

আপনাদের সাফল্য কামনায়

আমি

শিফু সোহাগ।

Level 0

আমি master shohag। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Simply a performer


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল টেকনিকেল পোষ্ট।উপকারে আসবে। ধন্যবাদ

Level 2

Not to bad

Level 0

অথবা, আপনারা চাইলে ৩০ টাকা দিয়ে নতুন ১ টি ব্যাটারি কিনে নিয়ে লাগায়ে দিতে পারেন। আমি তাই করেছি। আমার কম্পিউটার এও এরকম সমস্যা হয়েছিল। ভাল টিউন।

Level 0

ভাই আমার ডেল পিসি আমার বায়োজ সমস্যা ব্যাটারী চেঞ্জ করেছি। পিন গুলো ঠিক করেছি । 1/2 দিন ঠিক থাকে আবার বায়োজ ফেলিওর দেখায়। ২য টেকনিকটি কি কাজে লাগবে। আমার এটা দীর্ঘদিনের সমস্যা। এফ-২ চেপে প্রকেকবার বায়োজ ঠিক করে পিসি ষ্টাট করতে হয়। একটু বিস্তারিত পরামর্শ দিবেন কি? ধন্যবাদ

Techtune BD তে আপনাকে স্বাগতম। আপনার পোস্টটিও ভাল। Thank you Sir.

    @wantedvirus: ভাই ওয়ান্টেড, আপনি কমেন্ট এর সাথে লিংক যোগ করেছেন এটা কিভাবে করতে হয় যদি জানাতেন উপকৃত হতাম।ধন্যবাদ।

ভাই আমার একটি ভায়া চিপস এর মাদারবোর্ড এ বায়স ব্যাটারী ফেলিওর দেখায় এবং এফ ১ চেপে ইউণ্ডজ এপ্রবেশ করতে হয়। এরপর আমি ব্যাটারী চেঞ্জ করেছি। পিন গুলো ঠিক করেছি 7/8 দিন ঠিক থাকে আবার বায়োজ ফেলিওর দেখায় আমি আবার ৩-৪বার ব্যাটারী চেঞ্জ করেছি কিন্তু 7/8 দিন ঠিক থাকে আবার বায়োজ ফেলিওর দেখায় আমার এটা দীর্ঘদিনের সমস্যা। একটু বিস্তারিত পরামর্শ দিবেন কি? ধন্যবাদ

    @মারুফ হাসান: ভায়া চিপসেটএর কিছু মাদারবোর্ড এর বায়স খোলা যায়, যদি আপনার বায়স খোলা সম্ভব হয় তাহলে খুলে পুনারায় লাগিয়ে দেখতে পারেন অথবা পুরাতন একি মডেল এর মাদারবোর্ড (এলিফেনট রোডে কিনতে পাবেন) থেকে খুলে লাগিয়ে দেখতে পারেন, আর বায়স আপডেট করতে পারলে সমস্যা ৯০ ভাগ ক্ষেত্রে চলে যায়।

amaro barbar F1 press korte hoy…try korbo, dekhi kaj hoy kinaa…thanks….

আব্দুল আহাদ ভাই আমি জানি কোন পধতিটি ঠিক, আপনি বলেছেন জাম্পার ২ও৩ নংএ লাগিয়ে পাওয়ার দিলে যেকোন সময় মাদারবোর্ড বাতিল হয়ে যেতে পারে, আপনার অবগতির জন্য জানাছিছ যে এর শম্ভবনা ১% হতে পারে, আমি এ যাবত শ দুয়েক মাদারবোর্ড এ এভাবে শট দিয়ে আসছি কোনদিন আপনার বলা সমস্যায় পরিনি আর বায়স রিসেট করার আরও কিছু পধতি নিয়ে সামনে লিখার ইছছা আছে, আপনাদের সমস্যা হল আপনারা বই পরে সব জানার চেষ্টা করেন ভাইরে একটু প্যাকটিকাল হন।

কমেন্টস করার জন্য ধন্যবাদ , তবে ভুল কিছু বা না জেনে কিছু বলবেন না এতে অন্যাদের ক্ষতি হতে পারে ।