আজ একটি অতি সাধারণ টিপস নিয়ে লিখছি। কম্পিউটারে ব্যবহৃত হার্ড ডিস্ক, র্যাম, মাদারবোর্ড, সহ বিভিন্ন যন্ত্রাংশের ভিড়ে প্রায় অন্তরালে থেকে যায় “ পাওয়ার সাপ্লাই “ নামক জিনিষটির। আমাদের দেশে প্রায় বৈদ্যুতিক ভোল্টেজের ওঠা-নামার কারণে ইলেকট্রনিক্স সামগ্রী থেকে শুরু করে ব্যবহার্য অনেক বৈদ্যুতিক সামগ্রী নষ্ট হয়ে যায়, এর প্রধান কারণ বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থা। যে বিষয়টি বলতে চাই, তা হলো কম্পিউটারের প্রধান অংশ “ পাওয়ার সাপ্লাই “ নিয়ে। আপনার কম্পিউটার হটাৎ হটাৎ বন্ধ হয়ে যাওয়া, আবার চালু হওয়া, এরকম বিষয়ে আমরা প্রধানত সকলেই মাদারবোর্ড, লুজ কানেকশন, র্যাম সহ বিভিন্ন সংযোগ পরীক্ষা করে দেখি। কিন্তু পাওয়ার সাপ্লাই নিয়ে ভাবিনা। যদি আপনার কম্পিউটার এরকম করে, তবে সাধারণত যেগুলি কাজ আমরা করি তার পাশাপাশি কম্পিউটার মেরামতকারী/পরিচর্যাকারী প্রতিষ্ঠান কিংবা কোন দক্ষ মেরামতকারী দ্বারা, পাওয়ার সাপ্লাই যথাযথ ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেয়া ভাল, প্রয়োজনে নতুন ভাল ব্রান্ডের পাওয়ার সাপ্লাই প্রতিস্থাপন করা উচিত।
কেন বলছি এ কথা, আমার এরকম হয়েছিল।একটি হার্ড ডিস্ক,একটি মাদারবোর্ড খুইয়ে আর একটি মাদারবোর্ড প্রায় যায় যায় অবস্থা, তখন ঘাতক ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পুরাতন পাওয়ার সাপ্লাইটি বদলে দিলাম, সব ঠিক। “ পাওয়ার সাপ্লাই “ এর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভোল্টেজ বের হয়ে কম্পিউটারকে সচল রাখে, এতে ট্রান্সফরমার সহ ইলেকট্রনিক্স যন্ত্রাংশ রয়েছে। মাত্রারিক্ত ভোল্টেজের ওঠা-নামার কারণে যন্ত্রাংশগুলি যথাযথ কাজ না করার কারণে, যে পয়েন্ট দিয়ে যত ভোল্টেজ প্রয়োজন তা না দিয়ে হয় বেশি, না হয় কম দেয়ে, যার ফলে কম্পিউটারের অন্যান্য যন্ত্রাংশে এর প্রভাব পড়ে।
তাই বন্ধুরা যদি এরকম সমস্যা হয় প্রথমেই সন্দেহ করুন “ পাওয়ার সাপ্লাই “ কে।
আমি Johir Patowary। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai. amar power supply er fan ta jam hoye gese. jar karone fan ta ghurche na. vai. jodi bolten fan na ghurle amar power supply er kono khoti hobe ki na?