MSI নিয়ে এলো মাল্টি-টাচ পিসি

MSI এনেছে একটি মাল্টি-টাচ পিসি। ইন্টেল পেন্টিয়াম T4300 প্রসেসর, 3GB RAM, ২০ ইঞ্চি ওয়াইডস্ক্রিন 16:9 মাল্টি-ইনপুট টাচস্ক্রিন মনিটর এবং nVidia ION গ্রাফিক্স প্রসেসর, সাথে 320GB হার্ড ড্রাইভ। এছাড়াও আছে 1.3MP ওয়েবক্যাম, ৬'টি ইউএসবি পোর্ট, 4-in-1 কার্ড রিডার এবং সাইড লোডিং ডিভিডি রাইটার ড্রাইভ। HDMI আর VGA পোর্ট আছে।

AE2020_Wind

MSI Wind Top AE2020 এই মাসেই বাজারে ছাড়া হয়েছে, দামের ট্যাগ ৯৭৫ থেকে ১২০০ ডলার (বিভিন্ন দেশের বাজারে)।

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপু, আজ কফি খাওয়াবেন না?
……:-)

    😀 আচ্ছা, আমি আগে আমার খরগোশ আর কুকুরকে খাবার দিয়ে নিই, তার পরে কফি বানাবো। [মন্তব্য এডিট করছি] খরগোশ আর কুকুরের কথায় কিছু মনে করবেন না ভাই, ওরা আমার অনেক প্রিয় পোষ্য, ভোর ৪’টায় খরগোশরা একটু খায়। কফি বানাবো, এক্ষুনি বানাবো।

আপু, কফি পেয়ে গেছি…:D
এখন ডেস্কে বসে সেটা খাচ্ছি আর লিখছি।