আমি এই লেখায় দেখাবো কিভাবে একটি ল্যাপটপের বডি ও সমস্ত পার্টস এক এক করে খুলে ফেলবেন। এটি প্রয়োজন হতে পারে ল্যাপটপের সমস্যার ক্ষেত্রে সার্ভিসিং করা প্রয়োজন হলে।
এখানে মডেল হিসেবে HP dv-সিরিজ ব্যবহার করা হয়েছে। এইচপি-র dv6000 সহ অন্যান্য বেশ কিছু মডেল রয়েছে যেগুলোতে nVidia Graphics চিপ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মডেলে nVidia Graphics এর কারণে প্রোডাক্টের ফ্যাক্টরী ডিফেক্ট রয়েছে। সাধারণত ৬ মাস পর থেকে বা ভাগ্য ভাল থাকলে আরো পরে এইসব মডেলের মধ্যে একটি কমন সমস্যা দেখা দেয়- তা হলো প্রথমে ডিসপ্লে ফাটা আসা পরে স্ক্রীণ কালো হয়ে থাকা। এক্সটার্নাল মনিটরেও কাজ করা যায় না। এই সমস্যাটি নতুন তৈরী হলে কম্পিউটারটি আধঘন্টার মতো চালালে দেখা যায় ঠিক হয়ে গেছে কিন্তু খুব শীঘ্রই ডিসপ্লে সম্পূর্ণ চলে যায়। এক্ষেত্রে আপনি যদি এটি নিয়ে সার্ভিস সেন্টারে যান- ভাল টেকনিশিয়ান না হলে ল্যাপটপটি Dead ঘোষণা করে দিতে পারে। কিন্তু সামান্যও হলে স্বস্তির বিষয় হলো এটি অস্থায়ীভাবে ঠিক করা যায়। এই বিষয়ে পরে আলোচনা করা যাবে। এই মডেল নিয়ে লেখার কারণ মূলত এটিই।
নতুন ব্যক্তিরা ল্যাপটপ খোলা ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। কারণ একটু ভূল বা অতিরিক্ত বল প্রয়োগে যেকোন রিবন-লক-কানেকশন ছিঁড়ে/ভেঙ্গে যেতে পারে ও তৈরী হতে পারে নতুন বিপদ।
একটি মাঝারি সাইজের ও একটি ছোট সাইজের স্টার স্ক্রু ড্রাইভার প্রয়েজন হবে, হাতের কাছে একটি মার্কার পেন রাখতে পারেন এটি কোন অংশবিশেষ মনে রাখার ক্ষেত্রে সাহায্যকারী হতে পারে। কাজটি শুরু করার আগে চার্জার বা ইউএসবি / ডিভাইস বা অন্যান্য বাহ্যিক সংযোগ বিচ্ছিন্ন করুন। ব্যাটারী সংযোগ বিচ্ছিন্ন করুন।
চিত্রে প্রদর্শিত স্ক্রুগুলো খুলে মেমোরী আর হার্ড ড্রাইভের কভার খুলুন। হার্ডডিস্কটি খুলতে চিত্রমতো স্থানে ধরে উপরের দিকে সামান্য টান দিন-খুলে আসবে।
Ram এর ২ পাশে ২টি লক আছে- বাহিরের দিকে সামান্য ঠেলে দিন- Ram টি খুলে আসবে। এবার ওয়্যারলেস এন্টেনার সাদা ও ছাই বর্ণের তার দুটি খুলে ওয়্যারলেস কার্ডটি খুলে ফেলুন।
ডিভিডি রাইটারটি খুলতে নিম্নে চিহ্নিত স্ক্রুটি খুলে ড্রাইভটির সম্মুখভাগে ধরে টান দিন- খুলে আসবে। এখন চিত্রে প্রদর্শিত সমস্ত স্ক্রু গুলো খুলে ফেলুন। খেয়াল করুন ডিভিডি ড্রাইভের সম্মুখ অংশে স্ক্রু রয়েছে।
এবার সাবধানে কী-বোর্ডের উপরের দিকে থাকা কভারটি উঁচু করুন কিন্তু খুলবেন না। খুব সতর্ক থাকুন কারণ অপর প্রান্তে দুটি রিবন রয়েছে যা জোরে টান দিলে ছিড়ে যেতে পারে। তাই আগে কীবোর্ডটি খুলতে হবে।
কীবোর্ড খুলতে আগে উপরের অংশ থেকে উঁচু করতে থাকুন এবং পরে ডিসপ্লের দিকে টান দিন। দেখবে নিচের দিকে কীবোর্ডের রিবন দেখা যাচ্ছে। রিবনটি খুলুন।
কীবোর্ডের উপরের পাওয়ার বাটনের প্যানেলের রিবন দুটি এবার বিচ্ছিন্ন করুন এবং প্যানেলটি উল্টো করলে আরেকটি সংযোগ দেখা যাবে, এটিও বিচ্ছিন্ন করুন।
এবার পাওয়ার বাটনের প্যানেলটি খুলে বের করে আনুন।
ডিসপ্লেটি খুলতে এর সাথে সংযুক্ত ক্যাবলটি খুলে ফেলুন এবং দেখুন ডিসপ্লের নিচের দিকে দুই পাশে দুটি স্ক্রু আছে যা ডিসপ্লেটি ধরে রেখেছে। স্ক্রু দুটি খুলুন। সেই সাথে লক্ষ্য করুন ওয়্যারলেস এন্টেনার তার দুটি কিভাবে ঘুরিয়ে আনা হয়েছে। প্রয়োজনে মার্কার পেন দিয়ে চিহ্নিত করে ডিসপ্লে খোলার জন্য তার দুটি খুলে ফেলুন। এবার ডিসপ্লেটি আলাদা করুন।
চিহ্নিত স্ক্রু গুলো খুলুন এবং টাচ প্যানেলের রিবন সংযোগ বিচ্ছিন্ন করুন।
নিচের প্রক্রিয়াগুলোর বর্ণনা দেয়ার প্রয়োজন নেই। আশা করছি ছবি দেখেই তা সহজভাবে করা সম্ভব হবে।
কম্পিউটারের খুটিনাটি- সহজ বা জটিল বিষয়সমূহ নিয়ে বিস্তারিত লেখার চেষ্টার করছি আমার সাইট / ব্লগে। টেকনিক্যাল সহযোগিতার জন্য ঘুরে আসতে পারেন- এক্সপার্ট কম্পিউটার্স।
-ধন্যবাদ সবাইকে
আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর টিউন।