কিভাবে একটি ল্যাপটপ পার্ট-বাই-পার্ট খুলে ফেলবেন? (Advance Level)

আমি এই লেখায় দেখাবো কিভাবে একটি ল্যাপটপের বডি ও সমস্ত পার্টস এক এক করে খুলে ফেলবেন। এটি প্রয়োজন হতে পারে ল্যাপটপের সমস্যার ক্ষেত্রে সার্ভিসিং করা প্রয়োজন হলে।

এখানে মডেল হিসেবে HP dv-সিরিজ ব্যবহার করা হয়েছে। এইচপি-র dv6000 সহ অন্যান্য বেশ কিছু মডেল রয়েছে যেগুলোতে nVidia Graphics চিপ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মডেলে nVidia Graphics এর কারণে প্রোডাক্টের ফ্যাক্টরী ডিফেক্ট রয়েছে। সাধারণত ৬ মাস পর থেকে বা ভাগ্য ভাল থাকলে আরো পরে এইসব মডেলের মধ্যে একটি কমন সমস্যা দেখা দেয়- তা হলো প্রথমে ডিসপ্লে ফাটা আসা পরে স্ক্রীণ কালো হয়ে থাকা। এক্সটার্নাল মনিটরেও কাজ করা যায় না। এই সমস্যাটি নতুন তৈরী হলে কম্পিউটারটি আধঘন্টার মতো চালালে দেখা যায় ঠিক হয়ে গেছে কিন্তু খুব শীঘ্রই ডিসপ্লে সম্পূর্ণ চলে যায়। এক্ষেত্রে আপনি যদি এটি নিয়ে সার্ভিস সেন্টারে যান- ভাল টেকনিশিয়ান না হলে ল্যাপটপটি Dead ঘোষণা করে দিতে পারে। কিন্তু সামান্যও হলে স্বস্তির বিষয় হলো এটি অস্থায়ীভাবে ঠিক করা যায়। এই বিষয়ে পরে আলোচনা করা যাবে। এই মডেল নিয়ে লেখার কারণ মূলত এটিই।

নতুন ব্যক্তিরা ল্যাপটপ খোলা ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন। কারণ একটু ভূল বা অতিরিক্ত বল প্রয়োগে যেকোন রিবন-লক-কানেকশন ছিঁড়ে/ভেঙ্গে যেতে পারে ও তৈরী হতে পারে নতুন বিপদ।

একটি মাঝারি সাইজের ও একটি ছোট সাইজের স্টার স্ক্রু ড্রাইভার প্রয়েজন হবে, হাতের কাছে একটি মার্কার পেন রাখতে পারেন এটি কোন অংশবিশেষ মনে রাখার ক্ষেত্রে সাহায্যকারী হতে পারে। কাজটি শুরু করার আগে চার্জার বা ইউএসবি / ডিভাইস বা অন্যান্য বাহ্যিক সংযোগ বিচ্ছিন্ন করুন। ব্যাটারী সংযোগ বিচ্ছিন্ন করুন।

চিত্রে প্রদর্শিত স্ক্রুগুলো খুলে মেমোরী আর হার্ড ড্রাইভের কভার খুলুন। হার্ডডিস্কটি খুলতে চিত্রমতো স্থানে ধরে উপরের দিকে সামান্য টান দিন-খুলে আসবে।

Ram এর ২ পাশে ২টি লক আছে- বাহিরের দিকে সামান্য ঠেলে দিন- Ram টি খুলে আসবে। এবার ওয়্যারলেস এন্টেনার সাদা ও ছাই বর্ণের তার দুটি খুলে ওয়্যারলেস কার্ডটি খুলে ফেলুন।

ডিভিডি রাইটারটি খুলতে নিম্নে চিহ্নিত স্ক্রুটি খুলে ড্রাইভটির সম্মুখভাগে ধরে টান দিন- খুলে আসবে। এখন চিত্রে প্রদর্শিত সমস্ত স্ক্রু গুলো খুলে ফেলুন। খেয়াল করুন ডিভিডি ড্রাইভের সম্মুখ অংশে স্ক্রু রয়েছে।

এবার সাবধানে কী-বোর্ডের উপরের দিকে থাকা কভারটি উঁচু করুন কিন্তু খুলবেন না। খুব সতর্ক থাকুন কারণ অপর প্রান্তে দুটি রিবন রয়েছে যা জোরে টান দিলে ছিড়ে যেতে পারে। তাই আগে কীবোর্ডটি খুলতে হবে।

কীবোর্ড খুলতে আগে উপরের অংশ থেকে উঁচু করতে থাকুন এবং পরে ডিসপ্লের দিকে টান দিন। দেখবে নিচের দিকে কীবোর্ডের রিবন দেখা যাচ্ছে। রিবনটি খুলুন।

কীবোর্ডের উপরের পাওয়ার বাটনের প্যানেলের রিবন দুটি এবার বিচ্ছিন্ন করুন এবং প্যানেলটি উল্টো করলে আরেকটি সংযোগ দেখা যাবে, এটিও বিচ্ছিন্ন করুন।

এবার পাওয়ার বাটনের প্যানেলটি খুলে বের করে আনুন।

ডিসপ্লেটি খুলতে এর সাথে সংযুক্ত ক্যাবলটি খুলে ফেলুন এবং দেখুন ডিসপ্লের নিচের দিকে দুই পাশে দুটি স্ক্রু আছে যা ডিসপ্লেটি ধরে রেখেছে। স্ক্রু দুটি খুলুন। সেই সাথে লক্ষ্য করুন ওয়্যারলেস এন্টেনার তার দুটি কিভাবে ঘুরিয়ে আনা হয়েছে। প্রয়োজনে মার্কার পেন দিয়ে চিহ্নিত করে ডিসপ্লে খোলার জন্য তার দুটি খুলে ফেলুন। এবার ডিসপ্লেটি আলাদা করুন।

চিহ্নিত স্ক্রু গুলো খুলুন এবং টাচ প্যানেলের রিবন সংযোগ বিচ্ছিন্ন করুন।

 

নিচের প্রক্রিয়াগুলোর বর্ণনা দেয়ার প্রয়োজন নেই। আশা করছি ছবি দেখেই তা সহজভাবে করা সম্ভব হবে।

 

কম্পিউটারের খুটিনাটি- সহজ বা জটিল বিষয়সমূহ নিয়ে বিস্তারিত লেখার চেষ্টার করছি আমার সাইট / ব্লগে। টেকনিক্যাল সহযোগিতার জন্য ঘুরে আসতে পারেন- এক্সপার্ট কম্পিউটার্স

 

-ধন্যবাদ সবাইকে

Level 0

আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন।

Level 0

ভাই কোন কাজে ভুল হইলে তো একে বারে বাশ হইয়া যাবে

ভালভাবে খেয়াল রাখলে ভূল হবার সম্ভাবনা খুব কম। কোন রকম জোর খাটানো যাবেনা।

Level 0

very nice post.. thanksk for share……..……

চমৎকার টিউন আপনাকে অসংখ্য ধন্যবাদ

অসংখ্যা …..ধন্যবাদ। ভাই আমার একটি এসার ল্যাপটপের সবই ঠিক আছে শুধু এল ই ডি জলে না (ডিসপ্লের বাতি জ্বলে না।) । এক্সট্রানাল লাইট দিয়ে বাহির থেকে দেখা যায় এখন শুধু এলইডি লাগানো সম্ভব? বা কিভাবে রিপিয়ার করা যায়?

    এলইডি ডিসপ্লের লাইট পরিবর্তন করা একটু ঝামেলার কাজ… সব ক্ষেত্রে সম্ভব নয় কারণ-প্রকৃতপক্ষে লাইটের অংশটুকু খুললে ফিটিংস নষ্ট হয় । অনেকক্ষেত্রে লাইটের রিবন কাজ করেনা সার্কিটে সমস্যা থাকার কারণে। আর এলইডিতে লাইটের পরিমাণ অনেক এবং ক্ষুদ্র যেখানে এলসিডিতে থাকে মাত্র একটি টিউব আর একটি ইনভার্টার। ডিসপ্লের সাথে থাকা লাইটের রিবন চেক করে দেখুন-না হলে ডিসপ্লে পরিবর্তন করতে হবে। দাম- নতুন ৪৫০০-৫৫০০ টাকা, পুরাতন- ৩৫০০-৪০০০ টাকা।

      রুহুল আমি ভাইকে বলছি- যদি কোথায় একই মডেলের ভাঙ্গা ডিসপ্লে পান সেক্ষেত্রেও এলইডি-র অংশটুকু রিপ্লেস করে নিতে পারেন।

প্রসেসর এর কুলার (ল্যাপটপ) কি কিনতে পাওয়া যায় । পাওয়া গেলে দাম কত হবে । আমারটা ডুয়েল কোর ল্যাপটপ ।
ধন্যবাদ

    প্রসেসরের কুলার নতুন পাবেন বলে মনে হয় না। একই মডেলের পুরনো ল্যাপটপ পেলে কুলার পাওয়া যেতে পারে। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে পাওয়া যেতে পারে। আগে দেখুন কুলারটি কেরোসিন দিয়ে ভাল করে ধুয়ে- শুকিয়ে শুধুমাত্র কয়েলের অংশে সামান্য গ্রিজ দিলে ঘোরে কিনা।

Excellent post keep it up. suggestion to all don’t try to open any laptop without any problem if u want to know about laptop equipments or parts read & see the post properly.

    ধন্যবাদ- সতর্কতা উল্লেখ করছি- তবে আপনার কথামতো আরো জোরালো করা উচিত।

সবচেয়ে মঝার বেপার হল আমি আমার লাইফে যতগুলো ল্যাপটপ খুলার পর সবগুল স্ক্র লাগাতে পারি নাই। খুলার সময় স্ক্রু যতগুলো হয়েছে, কিন্তু লাগানোর সময় কিছু না কিছু বেশি হয়েছেই।

ওহ আরে আজ একটি ল্যাপটপ খুলে দেখি একই ল্যাপটপে দুটি HHD. কখন দেখেছেন কি?

    @মোঃ আল মামুন: হুম আবার পরেরবার খোলার সময় বেশী করে স্ক্রু লাগাতে গিয়ে কম পড়েছে এমনও হয়। 😀

    হুম রেইড করা দুটা হার্ডডিস্ক দেখেছিলাম। 😛

    আপনি একটি জলজ্যান্ত সত্য বলেছেন- এই বিপাকে পড়েনি কে বলেন? আজকে ১২ বছর হয় তাও মাঝে মধ্যে এটি ঘটে। আসলে অন্যমনস্কতা বা স্মরণশক্তি বা টেনশন হলে এটা হয়। তবে প্র্যাকটিস থাকলে ঠিক হয়ে যায়।

    সাধারণত একটি থাকে হার্ডডিস্ক আর অন্যটি এসএসডি (Solid-state drive)। মডেল উল্লেখ করেননি।

    ধন্যবাদ

nari bhuri sob ber kore pellen

Level 0

সবাই কে ধন্যবাদ কমান্ড করার জন্য

আবারো চুরি! পারেনও বটে আপনারা!

How to disassemble HP Pavilion dv6500, dv6600, dv6700, dv6800 notebooks >> Inside my laptop

    আরেকজনের আবিষ্কার করা কেমিস্ট্রি শিখে ওষুধ কোম্পানীতে তো ভালই বেতন পাওয়া যায়। আমরা আবারও পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো শিখব- আপনাকে ধন্যবাদ।

      @স্যামথীসিস্ট: কৃতজ্ঞতা স্বীকারের মাঝে যে আনন্দ আছে সেইটা আপনি হয়ত জানেন না। একটা কথা মানতেই হয় যে এসব টেকনিকাল নিউজ বেশীরভাগই বাইরের সাইট থেকে নেওয়া হয়। কোন কিছু সাইট থেকে নিলে সেটার সোর্স উল্লেখ করতে হয়। এইযে আপনি টেকটিউনসে লিখছেন, এটার স্বত্ত আপনার, কেও কপি করলে আপনি পদক্ষেপ নিতে পারবেন।

      পোস্ট সম্পর্কে: শুধু কপি পেস্ট করে আপনি নিজের সাইট/প্রতিষ্ঠানের সুনাম ছড়াতে চাচ্ছেন। বাস্তবে যদি নিজেদের কাজের ছবি দিতেন সেটা অনেক বেশী কার্যকরী এবং ভাল হত। আর আপনি দেখলাম শেষের দিকে ছবি দিয়েই খালাস হয়ে গেলেন। কারণ ওই স্টেপ গুলা কি এবং কোনটা কিভাবে করা উচিত তার ধারণা নাই আপনার। নতুন মডেলের ল্যাপটপগুলায় ব্লুটুথ চিনবেন কিনা সন্দেহ।

      আরেকজনের আবিষ্কার করা কেমিস্ট্রি শিখে ওষুধ কোম্পানীতে তো ভালই বেতন পাওয়া যায়।

      কথা সত্য, তবে আবিষ্কারকের নাম সাথে নেওয়া হয় বলেই তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকে,আপনার মত মানুষ যারা অন্যের ক্রেডিট নিজের বলে চালাতে চায় তারা সাময়িক, চিরস্থায়ী নয়। 😛

      আপনার পরর্তী চুরি পোস্ট দেখার অপেক্ষায় …

        রেগে যাচ্ছেন কেন ভাই-

        প্রথম প্যারা: ঠিকই বলেছেন, আমি কৃতজ্ঞ Alexander Wolcott সাহেবের নিকট যিনি ক্যামেরা আবিষ্কার করেছিলেন। পোস্ট নিয়ে পুলিশের কাছে যাবার ইচ্ছা আমার নেই।

        দ্বিতীয় প্যারা: আমার কোন ইচ্ছা নেই সাইটের মাধ্যমে টাকা আর্ন করার বা এটাকে কমার্শিয়ালি ইউজ করার। আর ছবি দিয়ে খালাস হলাম কারণ ওই অংশটি লিখতে গিয়ে যখন ভাবছিলাম তখন আমার ২ বছরের ভাগনে জিজ্ঞেস করলো-মামা এইভাবেই খুলতে হয়? আর ভাই আপনার টেকনিক্যাল বিষয়ে জটিল কিছু জানার থাকলে মেইল দিয়েন। খুশি হব।

          Level 0

          @স্যামথীসিস্ট: অন্যের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি নিজের নামে চালাই দেয়াও একটা বড় ধরনের অপরাধ।

Level 0

ভাই আপনে যে অন্য সাইট থেকে আনতেছেন সেইটা বলতেছেন না কেন ?

আপনাকে অসংখ্য ধন্যবাদ।একটাই অনুরোধ করব পারলে একটা আপনার নিজের এক্সপেরিমেন্টের ভিডিও দেন তাহলে ব্যাপারটা আরো অনেক ভাল হবে

    @অর্ণব মুখার্জি: ওইটা কোন বিদেশী সাইটে পাওয়া যায়নি, তার ওপর ইউটিউব বন্ধ। ভিডিও থেকে ওয়াটারমার্ক মোছা কঠিন। সেরকম ভিডিও পেলে দেওয়া হবে। ধন্যবাদ।

    চিন্তাটা মাথায় এসেছিল। কিন্তু ভাই এই ব্যবসার সাড়ে চৌদ্দ ঘন্টা কঠিন ডিউটির মাঝে এটা আসলে দু:সাধ্য ব্যপারের মতো। আগে নিজের বাঁচতে হবে পরে অন্যের সেবা। ভিডিওর প্রসেসটা অনেক সময়সাপেক্ষে, তবুও ইচ্ছা আছে। তাছাড়া আমার কাছে ভালো মানের হ্যান্ডিক্যাম বর্তমানে নেই।

অসাধারন এবং সাথে প্লাস

মিনহাজুল হক:: ভাইতো কঠিন ক্ষ্যাপেছেন দেখা যায়। ভাই বিশ্বাস করেন আপনাকে উস্কানোর জন্য আমি লিখি না। আর বেশী সময় পাবো না- আবার হারাবো- আমার সাইটটা তৈরী করেছিলাম অনেক সময় আর উৎসাহ নিয়ে কিন্তু মেইনটেন করতে পারিনা সময়ের অভাবে। একমাসেরও বেশী সময় পর লিখছিলাম। আবারো লিখব। তখন আপনাদের পাবো কিনা জানিনা- সম্পূর্ণ বিষয়টা ইন্টারেস্টিং ছিল আর ভাল ব্যতিক্রম কিছু সময় গেলো। এই সেক্টরে বহু পরিশ্রম করেছি-অর্জন করেছি, তাই শেয়ার করতে চাইছিলাম। মনে কষ্ট নিবেন না।

এবার আসি লেখা প্রসংঙ্গে: কে বলেছে বিদেশী সাইটে মার্কছাড়া ভিডিও নেই? খুজে দেখেন পাগল হয়ে যাবেন। আর প্রক্সি সাইটের কি অভাব আছে- ইউটিউবের কি দেখতে চান?

ভই আমার Acer (Aspire 5736z Model) Laptop Esc Key তে কাজ করছে না। সমাধান দিন ভই। Thank you for Tune.

    প্রথমে কীবোর্ডের রিবন কানেকশন চেক করুন- এবং হলো কিনা দেখুন। না হলে এই বিষয়ে জানা থাকলে কী বোর্ডের রিবনের শেষ প্রান্তের কার্বন লাইনসহ অতি সামান্য অংশ (খুব সাবধান) ধারালো কাচি দিয়ে কেটে আবার সংযোগ দিন- কনফিউজড হলে চেষ্টা করবেন না। তাতে না হলে একমাত্র চিকিৎসা কীবোর্ড পরিবর্তন করা। দাম ১৫০০-১৮০০ টাকা।

হ ভাই- মানুষ হইয়া আপনার লগে বান্দরের প্রক্সি দিতাছি তো-না জানলে পারতাম না। দু:খ! দু:খ!! একটা বাচ্চা ছেলে কইরা দেখাইলো আর চাচা হইয়া আপনে পারলেন না।——— কী দূরদৃষ্টি অর্জন করলাম রে ভাই!! দেখলাম বান্দরের পাছা টকটকে লাল!!! হা হা- আপনাদের অঞ্চলে চুরির উপর ডিগ্রি দেয় নাকি?

দু:খিত সবার কাছে- একটু মজা করলাম।

আসল্ব ভাই, এভাবে দেখিয়ে খুব বেশি যে সবাই উপকার পাবে তা নয় । কেননা, আমি ব্যাবহার করছি Dell XPS L520X যা খোলার টেকনিক, হার্ড ডিস্ক ড্রাইভের অবস্থান এবং কীবোর্ড – এক কথায় মেমোরি অর্থাৎ র‍্যাম এর যায়গাটি ছাড়া সম্পুর্নটিই ভিন্ন । আপনি যে মডেলটি ব্যাবহার করেছেন তা ক জনের আছে ? আর আপনার টিউনের টাইটেলে আপনার ব্যাবহৃত মডেল এর নম্বর দেয়া উচিত । আর যদি আপনি সমগ্র ল্যাপটপ বিবেচনা করেই টিউন করতে চাম তাহলে এক-দুটি মডেলের ছবি দিয়ে অন্য মডেলগুলোর সম্ভাব্য পার্থক্য গুলো লিখে টিউন করউন ।

কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ …

    উল্লেখ করেছিলাম এইচপি-র ডিভি সিরিজ, এইগুলো মোটামুটি কাছাকাছি। আপনারটা সম্পূর্ণ ব্যতিক্রম মডেল/ব্র্যান্ড। এরকম হাজারো ব্যতিক্রম মডেল আছে। কিন্তু ভাই আমি প্রথমেই বলেছিলাম এই সিরিজের ফ্যাক্টরী ফল্টের কথা- তাই এই মডেল বেছে নেই। ধন্যবাদ।

কষ্ট করে টিউনটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্রিয়তে রেখে দিলাম

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। কাজের জিনিস একটা

vaia amar desktop motherboaed er pass word set hoye gace….ata remove korbo kivebe??? plz vaia

    উইন্ডোজের Password রিম্যুভ করতে সেটআপ দিতে হয় অথবা বুটেবল কোন Password রিসেট করার Software দিয়ে করা যায়। যাই হোক আপনি বলেছেন মাদারবোর্ডের Password। মাদারবোর্ড এর বায়োস পাসওয়ার্ড মুছে দিতে সিপিইউ-র সাইড কভার খুলুন এবং ভিতরে দেখবেন একটি ঘড়ির ব্যাটারী (3V এর) আছে, র‌্যামের নিচের দিকে । ব্যাটারীটি খুলে ২-৩ মিটিন অপেক্ষা করুন। ব্যস এবার ব্যাটারী লাগান। রিম্যুভ হয়ে যাবে।

Aponar tune ti korar jonno dhonnobad. But amar laptop ta holo [[[ Hp Pavilion g6 ]]] amar mone hoi, eta ei system a khular theke ektu binno. So please, Hp laptop kivave khula jai eta nia jodi ekta tune koren tahole amra jara Hp babohar kori tader khube upokar hoi.
Thank you.

    এইচপি-র এরকম আরো বহু মডেল আছে যেগুলোর খোলার পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। ২-৪-৫ টি মডেল খুললেও খুব বেশী জানা হবে না। তবে যদি ভালমতো পর্যবেক্ষণ করেন তাহলে যেকোন মডেল খোলাই অসম্ভব কোন কাজ নয়। নির্ভর করে প্রয়োজনের উপর। স্ক্রু ও কানেকশন গুলোর যথাস্থান (সাইজ-সহ) মনে রাখতে হবে আর খুব জোর করে কোন অংশ খোলা যাবেনা। এই হচ্ছে বেসিক থিওরী। আর সমস্ত কাজ নিজ তত্বাবধানে করুন। g6 মডেলের প্রয়োজনীয় ছবি আছে তবে লেখার জন্য সময় প্রয়োজন। অপেক্ষা করুন।

[color=’blue’][b]Amar email adress ta holo[/b][/color]………[email protected]

Level New

আমি একটি তোশিবা ল্যাপটপ নিয়ে দারুন সমস্যায় আছি। কেউ সমাধান দিলে উপকৃত হতাম। সমস্যাটি নিম্নরুপ- নরমাল মুডে চালালে কিছুক্ষন পর স্ক্রীন সাদা হয়ে যায় এবং কিবোর্ড মাউস কিছুই কাজ করেনা। উইন্ডোজ এক্সপি, সেভেন, লিনাক্স মিন্ট চালিয়ে দেখেছি কোন লাভ হয়নি আবার সেইফ মুডে ঠিকই চলে। আবার মাঝে মাঝে অটো রিস্টার্ট হয়।

আমি কিছু সূত্র উল্লেখ করছি:

– রেজ্যুলেশন অতিরিক্ত হাই করা আছে কিনা-নরমাল মুড সর্বোচ্চ রেজ্যুলেশন ব্যবহার করতে পারে যা সেফ মুড পারেনা।

-ডিসপ্লে প্যানেলের পিছনের রিবনটি লুজ কানেশন হয় কিনা। সেক্ষেত্রে স্ক্রীন সাদা হয়ে পিসি হ্যাং হয়ে যেতে পারে।

– ইন্টারনাল গ্রাফিক্স চিপে সমস্যা হয়েছে কিনা। এটি নিশ্চিত হতে ল্যাপটপের ডিসপ্লে খুলে রেখে এক্সটার্নাল ডিসপ্লে দিয়ে চালিয়ে দেখতে পারেন। হ্যাং বা সাদা হলে নিশ্চিত হতে পারবেন গ্রাফিক্স চিপের সমস্যা কিনা। চিপটি অতিরিক্ত গরম হলে রিস্টার্ট হতে পারে।

-নিজ তত্বাবধানে কাজগুলো করুন।

ধন্যবাদ

Level New

আলাদা মনিটর লাগিয়ে সেইফ মুডে কম্পউটার চলে কিন্তু নরমাল মুডে উইন্ডোজ চালুর সাথে সাথে এক্সটার্নাল মনিটর বন্ধ হয়ে যায়।
গ্রাফিক্স কার্ডের দাম কত হতে পারে কিংবা এটি কি পরিবর্তন যোগ্য?

Model: Toshiba Satellite L350-170
Processor: Intel® Pentium® dual-core processor T3200
Display Adapter: Mobile Intel® GMA 4500M

One INVENEO slim PC is not recognizing any kind of windows or image but the PC is restarting again and again Dhaka system net ware has tried to fixed the problem but not success they are suggested to change the Hard Disk, I think hard disk is ok so please help……

    Ram ঠিক আছে কিনা নিশ্চিত হোন। অনেক সময় বায়োসে সমস্যা হলে এরকম করে। এক্ষেত্রে বায়োসের ব্যাটারী ৫-১০ মিনিট খুলে রাখার পর বুট অর্ডার ঠিক করে (ফার্স্ট বুট সিডি/ডিভিডি/ইউএসবি মেমোরী) বুট করানোর চেষ্টা করা যেতে পারে। তবে নিজে দক্ষ না হলে চেষ্টা করবেন না।

      @স্যামথীসিস্ট: RAM cheek, BIOS setup It’s very simple & common suggestion we have tried beater then you, if any new method please share again thanks

      (After detecting problem it’s has sent to Dhaka from Cox’s Bazar they can’t solved it & resend to us with same condition that’s why I need your suggestion) .

Level 0

some motherboard issue may be

Level 0

আমার একটি টোশিবা লেপটপ আছে। কয়েক দিন ডিভিডি দিয়ে ছবি দেখতেছি। হঠাত ডিভিডি চলে না। এরপর দেখি অন্য কোন ডিভিডি আর কাজ করে না। গতকাল থেকে বড় ধরনের সমস্যা পরিলক্ষিত হচ্ছে, কে-বোর্ড কাজ করছে না এখন আমি কি করতে পারি দয়া করে আমাকে একটু পরামর্শ দিন।

Vai apni jei Laptopta khulsen sei laptota amaro ase.tobe vai akta problem hoye gese.ai laptoptate usb port 2ta ta o abar aksathe.usb er connector gulo chire gese.akhon usb sara ai laptope kaj korte khubi problem hocche.kivabe er somadan pabo ta bolle onek upokrito hotam.usb ki connector soho extra pawa jay?