সবাইকে সালাম। রোবট নির্মান বিষয়ক বাংলা একটি বইয়ের তথ্য সবার সাথে শেয়ার করছি।
বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উৎকর্ষতার অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার। আর এই কম্পিউটার বিজ্ঞানের পরবর্তী ধাপ হচ্ছে রোবট বিজ্ঞান। এই রোবট বিজ্ঞানকে ব্যবহার করে বিশ্ব সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের দেশে কম্পিউটার বিজ্ঞানের প্রসার ঘটলেও, রোবট বিজ্ঞান অনেক পিছিয়ে আছে। যদিও রোবটের প্রতি আগ্রহ, আমাদের দেশের বিজ্ঞান মনষ্ক প্রজন্মের সবসময় আছে। নিজে হাতে রোবট বানাই, বইতে প্রকৌশলী মীর জাকির হোসেন, নবীন (অথবা প্রফেশনাল) হবিষ্টদের দেখিয়েছেন, রোবট বানানো কোন অলৌকিক বিষয় নয় এবং রোবট বানাবার জন্য একাধিক মাথা থাকার প্রয়োজন নেই। কিভাবে হাতের কাছে পাওয়া সহজলভ্য উপকরন দিয়ে, কমখরচে প্রফেশনাল সব রোবট বানানো সম্ভব, লেখক তা বিস্তারিত বর্ননা করেছেন। এ ছাড়াও, রোবট বানাবার জন্য প্রয়োজনীয় সবকিছুই সন্নিবেশিত আছে এই বইতে। বইয়ের বিষয়াবলী শুরু করা হয়েছে একেবারে প্রা-থ-মি-ক থেকে এবং পর্যায়ক্রমে তা এডভান্স বিষয়ে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত সহজ ও মজার ভাষায় লেখা বইটি পড়ে যে কেউ আনন্দ পাবেন।
আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেই লিংক দিলেন-ওটাতে তো জাস্ট একটা রিভিও দেয়া আছে বইটার উপর। পুরো বইটা টাকা দিয়ে কিনতে হবে। যাহোক, তাতে সমস্যা নাই। ভাল বই হলে কেনা যায়। আপনি যদি পুরা বইটা পড়ে থাকেন-তাহলে একটা কথা বলেন তো, ঐখানে প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্সএর যেই অংশ দেয়া আছে-ঐটা কি সবাই ভালভাবে প্র্যক্টিকালি শিখতে পারবে(কেননা, ইলেক্ট্রনিক্স এর কিছু কিছু থিউরি মোটামুটি ভালভাবে বুঝতে পারলেও প্র্যক্টিকালি কাজগুলো একটুও করতে পারিনা আমি, এজন্য আমার জন্যই মুলত কথাটা জিজ্ঞেস করলাম)?