নিজে হাতে রোবট বানাই – বই

সবাইকে সালাম। রোবট নির্মান বিষয়ক বাংলা একটি বইয়ের তথ্য সবার সাথে শেয়ার করছি।

বর্তমান বিশ্বের প্রযুক্তিগত উৎকর্ষতার অন্যতম উপাদান হচ্ছে কম্পিউটার। আর এই কম্পিউটার বিজ্ঞানের পরবর্তী ধাপ হচ্ছে রোবট বিজ্ঞান। এই রোবট বিজ্ঞানকে ব্যবহার করে বিশ্ব সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের দেশে কম্পিউটার বিজ্ঞানের প্রসার ঘটলেও, রোবট বিজ্ঞান অনেক পিছিয়ে আছে। যদিও রোবটের প্রতি আগ্রহ, আমাদের দেশের বিজ্ঞান মনষ্ক প্রজন্মের সবসময় আছে। নিজে হাতে রোবট বানাই, বইতে প্রকৌশলী মীর জাকির হোসেন, নবীন (অথবা প্রফেশনাল) হবিষ্টদের দেখিয়েছেন, রোবট বানানো কোন অলৌকিক বিষয় নয় এবং রোবট বানাবার জন্য একাধিক মাথা থাকার প্রয়োজন নেই। কিভাবে হাতের কাছে পাওয়া সহজলভ্য উপকরন দিয়ে, কমখরচে প্রফেশনাল সব রোবট বানানো সম্ভব, লেখক তা বিস্তারিত বর্ননা করেছেন। এ ছাড়াও, রোবট বানাবার জন্য প্রয়োজনীয় সবকিছুই সন্নিবেশিত আছে এই বইতে। বইয়ের বিষয়াবলী শুরু করা হয়েছে একেবারে প্রা-থ-মি-ক থেকে এবং পর্যায়ক্রমে তা এডভান্স বিষয়ে নিয়ে যাওয়া হয়েছে। অত্যন্ত সহজ ও মজার ভাষায় লেখা বইটি পড়ে যে কেউ আনন্দ পাবেন।

  • রোবট বানান, যেটি পানির নিচে মাছের মতো চলবে এবং সাথে থাকা ক্যামেরার সাহায্যে পুকুর বা লেকের তলার চিত্র পাঠাবে, যা কম্পিউটার বা টিভির মনিটরে দেখা যাবে।
  • উড়ন্ত রোবট, যেটি আকাশে উড়বে, নিজে নিজে সব বাধা এড়িয়ে চলবে (Auto Pilot) ও সার্ভাইলেন্স ক্যামেরা থেকে প্রাপ্ত চিত্রে দেখতে পারবেন, যা অনেকটা আকাশ থেকে পাওয়া নিজের গুগল ম্যাপের মতো।
  • পোকা রোবট, যেটি দেখতে পোকার মতো, চারপায়ে হাটে ও ঘরের ভিতর লুকিয়ে থেকে ঘরের ভিতরের সব শব্দ প্রেরন করবে, যা আপনি দূর থেকে রেডিওতে শুনতে পারবেন।
  • রোবট গাড়ী, যেটি নিজে নিজে চলবে, ঘরের ভিতরের সব বাধা এড়িয়ে চলবে, আলো অন্ধকারের পার্থক্য বুঝতে পারবে।
বইটির ডাউনলোড লিঙ্ক

Level 2

আমি hanif254। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

যেই লিংক দিলেন-ওটাতে তো জাস্ট একটা রিভিও দেয়া আছে বইটার উপর। পুরো বইটা টাকা দিয়ে কিনতে হবে। যাহোক, তাতে সমস্যা নাই। ভাল বই হলে কেনা যায়। আপনি যদি পুরা বইটা পড়ে থাকেন-তাহলে একটা কথা বলেন তো, ঐখানে প্রয়োজনীয় ইলেক্ট্রনিক্সএর যেই অংশ দেয়া আছে-ঐটা কি সবাই ভালভাবে প্র্যক্টিকালি শিখতে পারবে(কেননা, ইলেক্ট্রনিক্স এর কিছু কিছু থিউরি মোটামুটি ভালভাবে বুঝতে পারলেও প্র্যক্টিকালি কাজগুলো একটুও করতে পারিনা আমি, এজন্য আমার জন্যই মুলত কথাটা জিজ্ঞেস করলাম)?

    Level 2

    @dolar: ভাই বইয়ের ইলেকট্রনিক্স অংশে থিওরী তেমন নাই। বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্ট কিভাবে কাজ করে, কিভাবে কিনতে হবে বা লাগাতে হবে এগুলা শুধু বলা আছে। সমস্যা হলে মেইল করলে ওরা লেখকের ইমেইল দিয়ে দেয়।

Level 0

ভাই, কষ্ট পেলাম যে বই টার পুরো টা নাই। পুরো বই দেয়া জায় না ? পুরো না দিতে পারলে, কি করে অথবা কথায় গেলে পুরোটা পাবো বলবেন please……

    Level 2

    @umjonota: পুরো বইটা অনলাইনে পাইলে টিউন করবো ফর শিওর

যেই লিংক দিলেন-ওটাতে বই পুরো টা নাই।পুরোটা পাবো কথায়?

    Level 2

    @Rasel Ahmed2012: ভাইয়া, পুরা বইটা আমার কাছে নাই।

Level New

Kubi baje tune.
Sudu sudu manuske hoyrani kora.

    Level 2

    @nightflower33: আপনাকে হয়রানী করার জন্য লজ্জিত ভাইয়া। মাফ করবেন

Level New

আমি computer engineering e ডিপ্লোমা করছি।আমি কি রোবট বানাতে পারবো?বাংলাদেশ এ কোন Robot engineering পড়ার বা শিখার ব্যাবস্থা আছে কি?জানাবেন প্লিজ।facebook email id ta den plz?

Puro boita peley kaaj hoto…..tnks 4 ur tune….

Level 0

ভাই আমিও রোবট তইরি করতে ছাই নিজের হাতে কিন্তু আমাদের দেশের জা অবস্থা তাতে বুজতএই পারসেন।
আমি techtune এডমিন ভাই কে request করতাসি যে robotics নামে আলাদা আক্টি section tairi korte.

Level 0

i have bought this book.if anyone want to buy just contact to 01716318276