কেমন আছেন টিটি কমিউনিটি বন্ধুরা । আমার ২য় টিউনে আপনাকে সাগতম । আজ আমি আপনাদের এমন একটি টিপস শেয়ার করতেছি যা অনেকের জানা আছে , হতে পারে অনেকের জানা ও নেই ।এবার মুল কথায় আসি ,
যারা কম্পিউটার ব্যবহার করে তাদের অনেক সময় কম্পিউটার ফরম্যাট দিতে হয় ।একটা কম্পিউটার ফরম্যাট দেওয়ার পরে আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় ৩ টি ড্রাইবার ১) সাউন্ড ড্রাইবার ২) নেটউর্ক ড্রাইবার ৩) গ্রাফিক্স ড্রাইবার। এই তিনটি ড্রাইবার অত্যন্ত জরুরি একটা কম্পিউটার অপারেটিং এর জন্য । তাই যাদের মাদারবোর্ড এর সিডি আছে তারা সিডি থেকে সরাসরি ড্রাইবার গুলি ইন্সটাল করে নেই । আর যাদের মাদারবোর্ড এর সিডি নেই তারা গুগল মামার কাছে গিয়ে অনেক ভাবে সার্চ করে । গুগল মামা আপনাকে অনেক রেসাল্ট দেখায় সেখানে আপনি কোনটা ডাউনলোড করবেন তা নিয়ে হতাশ হয়ে যান । এখন আপনার আর হতাশ হতে হবে না । আপনি এক সার্চ এ কাংকিত ডাউনলোড লিঙ্কটা পেয়ে যাবেন । তবে সার্চ টা একটু ভিন্ন ভাবে করতে হবে । যেভাবে সার্চ করবেন । আমি আপনাকে সাউন্ড ড্রাইবার টা ডাউনলোড করার নিয়ম টা দেখাচ্ছি ।
প্রথমে আপনার My Computer এ রাইট ক্লিক করে Manage অপশনে যান এখানে Device Manager ক্লিক করুন রাইট সাইড এ সাউন্ড ড্রাইবার এর Properties যান (স্ক্রিনশট এ দেখুন)
এবার Details এ ক্লিক করে নিচের ড্রপডাউন মেনু থেকে hardware Ids সিলেক্ট করে প্রথম সারির কোড গুলি কপি করুন ( দুই লাইন এর মধ্য যেকোন ১ লাইন কপি করলে হবে তবে প্রথমটাই ভাল)
HDAUDIO\FUNC_01&VEN_10EC&DEV_0888&SUBSYS_80860036&REV_1002
(বিঃ দ্রঃ উপরের কোড টি আমার কম্পিউটারের সুতারাং এই কোড দিয়ে আপনি সার্চ করবেন না )
এই কোড গুলি কপি করে গুগলে পেস্ট করুন সর্বপ্রথম রেসাল্টটিতে ক্লিক করে আপনার কাঙ্কিত ড্রাইবার টি ডাউনলোড করে নিন। সর্ব প্রথম রেজাল্টটি অবশ্যই http://www.driveridentifier.com/থেকে আসবে । (ক্রিনশট এ দেখুন)
এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন অডিও ড্রাইবার/নেটওর্ক ড্রাইবার /গ্রাফিক্স ড্রাইবার/ এবং অন্যান্য ড্রাইবার ইত্যাদি , Hardware Ids এর কোড ব্যবহার করে । আর আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট থাকে ,আপনি যদি চান ড্রাইবার গুলি সংরক্ষন করে রাখতে তাহলে নিচের সফটয়্যার টি ডাউনলোড করুন তারপর স্কানিং করে ড্রাইবার গুলি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ডাউনলোড করে নিন ।
এই পোষ্টটা পিডিএফ ফাইলে পড়তে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন
বিঃ দ্রঃ টিউনটি ভাল ভাবে চেক করি নাই কোন ভুল হলে দেখিয়ে দিবেন । ধন্যাবাদ সবাইকে
আমি Jahangir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পরে লিখব :)
আপনাকে ও অনেক ধন্যবাদ 🙂 http://www.allbangladeshi.com/ সাইটি কি আপনার ? অনেক্ষন ঘুরলাম আপনার সাইটে………। অসাধারন 🙂