অনেক দিন ধরেই টিটির সাথে আছি। নিয়মিত টিউনগুলো পড়ি কিন্তু আলসেমীর কারণে টিউনতো দুরের কথা কমেন্টও করিনা। যাইহোক এটা আমার ব্যক্তিগত দোষ, কাজের কথায় আসি।
গত মাসে আমার এক চাচাতো ভাই তার আই-পড নিয়ে আসে কিছু গান লোড করে দেয়ার জন্য। করে দিলাম।
উপকার করতে গিয়ে যে ছোট একটা বাঁশ খেলাম সেটা টের পেলাম মাই কম্পিউটার ওপেন করার পর।
আমার ডিভিডি ড্রাইভটা উধাও হয়ে গেছে। অনেক রকম মাতব্বরি করেও কোন কাজ হলনা। পরে আমার এক বড় ভাইকে ( কম্পিটার বিষয়ে মোটামুটি এক্সপার্ট) সমস্যা টা জানালাম কিন্তু সমাধান দিতে পারলোনা।
টিটির ফেইসবুক গ্রুপেও দুই-তিন বার সাহায্য চেয়ে কোন কার্যকর সমাধান পেলাম না। গুগল মামার কাছেও অনেক কাকুতি-মিনতি করছি কিন্তু মামুর মন কিছুতে-ই গলেনা।
এক মাস পর আজকে হঠাৎ মামুরে জিগাইতে-ই কইলো " ভাইগ্না, আর কান্দিস না, এই ল সমাধান। "
এই খুশিতেই আজকে টিউন করতে বসা।
১। Control Panel থেকে Device Manager এ যান।
২। সিডি/ডিভিডি ড্রাইভে যা আছে Uninstall দিন ( যদি Restart চায়, Restart করবেন না )
৩। সিডি/ডিভিডি বার্ন করার কোন সফটওয়্যার থাকলে Uninstall করুন।
৪। Run থেকে regedit লিখে ওকে করুন। ( Start > Run > regedit > ok)
৫। ঠিক ঠিকভাবে যেতে থাকুন
+ HKEY_LOCAL_MACHINE
+ SYSTEM
+ CurrentControlSet
+ Control
+ Class
৬। এবার 4D36E965-E325-11CE-BFC1-08002BE10318 এই কোডটা খুঁজে বের করুন।
৭। খুঁজে পেলেন? এবার সিলেক্ট করুন, ডান পাশের উইন্ডোতে UpperFilter বা LowerFilters নামে কিছু থাকলে
ডিলিট করুন।
৮। এইবার কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পালা, কিন্তু তার আগেএকটি শুনুন- রিস্টার্ট হবার পর সিডি/ডিভিডি
ড্রাইভার অটো ইন্সটল হবে, ইন্সটল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টিপাটিপি বন্ধ রেখে অপেক্ষা করুন।
৯। এইবার মাই কম্পিউটার ওপেন করে দেখুন, আপনার সিডি/ডিভিডি ড্রাইভ ফিরে এসেছে।
এই টিউনটি পড়ে কেউ উপকৃত হলে তার চেয়ে আমিই বেশী খুশি হব।
ধন্যবাদ।
আমি এস, আই, রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কারো জন্য কিছু করতে পারলে নিজের কাছে অনেক খুশি খুশি লাগে
Thanku mama 🙂
Nice akta jinish shikhlam aj sokal e. Din ta asha kori valoi katbe :p