ব্লুটুথ ব্যবহারকারীদের জন্য তোসিবা স্ট্যাক বিনামূল্যে!

প্রফেশনালেরা আগে ব্যবহার করত  BlueSoleilউইনডোজ 7 আসার পরে শুরু হয় যত যন্ত্রণা। X86 ব্যবহারকারীরা তাও জোড়াতালি দিয়ে BlueSoleil ব্যবহার করতে পারলেও বিপাকে পড়েন X64 ইউজাররা। অগত্য মাইক্রোসফটের  বিল্ট ইন ব্লুটুথ সফটওয়্যারটিকেই বেছে নিতে হল তাদের।অন্যদিকে আমজনতা ব্যবহারকারীদের বেশীরভাগই আবার কোন সফটওয়্যারই ব্যবহার করেননা। শুধু ব্লুটুথ ডিভাইস পিসিতে লাগিয়ে কোন মতে ফাইল সেন্ড করেন আর দরকার হলে রিসিভ করেন।

তবে, পিসিতে থাকা ছোট্ট ব্লুটুথ ডোঙ্গলটি দিয়ে কিন্তু ফাইল আদান প্রদান ছাড়াও বহু কাজ চলে। বিশেষত, একটু অ্যাডভান্স ইউজার , পকেটে থাকা স্মার্ট ফোনের জন্য (সিমবিয়ান, এনড্রয়েড, উইনডোজ) জুতসই ব্লুটুথ স্যুট খুজে বেড়ান নেট জুড়ে। সেসব ইউজারদের জন্যই নেট মাস্টারের এই আয়োজন।

আজ আপনাদের পরিচয় করিয়ে দেব  তোসিবার বিখ্যাত ব্লুটুথ স্ট্যাক সফটওয়্যারটির সাথে যেটি না থাকলে আপনার পিসির ব্লুটুথ নেটওয়্যার্কিং পুরোটাই বৃথা হয়ে যায় অনেক ক্ষেত্রে।

তোসিবা ব্লুটুথ স্ট্যাক ব্যবহারের সুবিধা কি?

ফাইল আদান প্রদানের পাশাপাশি ব্লুটুথ রিলেটেড সব সার্ভিসগুলো একসাথে পেয়ে যাবেন এই সফটওয়্যার থেকে। আপনার ব্লুটুথ সমর্থিত মাউস, হেডফোন, মডেম বা প্রিন্টার সবকিছুর  নিয়ন্ত্রণ বেশ সুচারুভাবে করে দেবে এই সফটওয়্যারটি।

কোন কোন  ডিভাইস সমর্থন করে এটি?

‍মূলত  Fujitsu SiemensASUSDell  Sony ল্যাপটপের  ব্লুটুথ নেটওয়াকিং এর মাথায় রেখে সফটটি বানিয়েছিল তোসিবা। এখন প্রায় সকল ব্লুটুথ  ডিভাইসকে সমর্থন করে এটি, হোক তা USB তে লাগানো ডোঙ্গল বা ল্যাপটপের মাদারবোর্ডে থাকা  আলাদা চিপস।

কি কি কাজে ব্যবহার করা যাবে এই সফটওয়্যার?

ব্লুটুথ হেডফোনদিয়ে  পিসি থেকে গান শুনতে।

ব্লুটুথ প্রিন্টিং এর কাজে

মডেম এর সাথে সম্পর্ক স্থাপনে

ব্লুটুথ  PAN সার্ভার বানাতে

ব্লুটুথ LAN APN বানতে

ব্লুটুথ কিবোর্ড চালাতে

ব্লুটুথ মাউস চালাতে

ফাইল শেয়ার করতে

চ্যাটের জন্য ব্লুটুথ হ্যান্ডস ফ্রি ব্যবহার করতে

 ব্লুটুথ মেডিকেল ডিভাইস সহ আরো নানা কাজে ব্যবহার করা যাবে।

একনজরে টাস্কবার থেকে যেসব অপশন পাওয়া যাবে।

ইন্সটল পদ্ধতিঃ

পিসিতে ব্লুটুথ ডিভাইসটি লাগান, এরপর ইন্সটল শুরু করুন । ইন্সটলের পরে পিসি রিস্টার্ট দেবেন। এরপর সিস্টিম ট্রে থেকে সফটওয়ারটি Exit করে দেবেন। এবার ডাউনলোড কৃত  ফাইলের ক্রা ক ফোল্ডারে থাকা TosBtChk.dll ফাইলটি C:\Program Files\Toshiba তে পেষ্ট করুন। রিপ্লেস নোটিফিকেশন আসবে। ইয়েস করুন।

ডাউনলোড লিংক

লিংকঃ 1 (4shared)

লিংক 2 (Torrent)

ভাল থাকুন, সুস্থ থাকুন।

--- নেট মাস্টার
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তোসিবার তো অনেক লস হয়ে গেল 😛
যাহোক অনেক আগেথেকেই এটা আমার কাছে আছে 🙂

ধন্যবাদ । আশা করি আপনার আয়োজন সফল হবে । অনেক প্রয়োজনীয় জিনিস । কিন্তু তোসিবার বিরাট লস 😀

ভাইরে ভাই মনের মত জিনিস দিসেন!!!! Bluesoleil এর ক্র্যাক খুজতে খুজতে পাগল হয়ে গেসিলাম!!!!!

মিডিয়াফায়ার এর লিঙ্ক ছাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মিডিয়াফায়ার এর লিঙ্ক চাই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

চরম!! 😀
ভবিষ্যতের জন্য টিউন প্রিয়তে তুলে রাখলাম! :mrgreen: :mrgreen:

টরেন্ট লিংক এ দুক্তে পারলাম না। টরেন্ট এর এই লিঙ্ক টা দেক্তে পারেন
http://www.torrents.net/torrent/1346802/TOSHIBA-Bluetooth-Stack-8.00.03-32bit-and-64bit-Multilanguage-patch.zip/

    @হাসান: এটায় সিড কম মাত্র 3 টা। পাইরেট বে রাতের বেলায় একটু সমস্যা করে মাঝে মাঝে লোডরে কারণে। লিংকটা ঠিক আছে।

একখান খাসা জিনিস দিছেন মিয়া ভাই !! এই লন কাঁচা লংকা – বিয়ান বেলা পান্তা খাইয়েন ……. 😀 😀 😀

Torrent Link কাজ করছে না।

তশিবা ল্যাপটপ এ ইন্টারনেট কানেক্ট করে,ব্লুতুথ দিয়ে একাদিক পিসি তে কিভাবে নেট কানেক্ট করতে পারব।জানালে খুব উপকৃত হব।

    @jobayer ahammed:
    তোসিবার এই সফটওয়্যারটি ডাউনলোড করার পর এর Help এ ক্লিক করবেন। এখান থেকে Building a personal area network [PAN] খুজে বার করুন। এখানে চিত্রসহ বর্ননা দেয়া আছে কিভাবে করতে হবে। এটি বর্ণনা করতে হলে নতুন টিউন করতে হবে, কমেন্টর ছোট পরিসরে বোঝানো সম্ভব হলনা।

mediafire link den.

    @বিপাশা: মিডিয়া ফায়ারে আপডেট ভার্সনটি নেই। পুরোনো একটা ভার্সন পেয়েছি যার লিংক http://www.mediafire.com/?0crx02ym4mh92cu. এটা 7 ভার্সনের। আমার টিউন ভার্সন ৮ নিয়ে। টরেন্ট দিয়ে ডাউনলোড করুন (নতুন টরেন্ট লিংক দিয়েছি)। সিড ভাল আছে। সময় কম লাগবে।

দারুন পোস্ট … আর নেট মাস্টার ভাই কিছু জিনিস জানা দরকার আমার লেক্সমারক এক্স২৬৫০ মডেলের প্রিণ্টার টি তে কার্টিজ রিপ্লেস করতে বলছে আর এসাইন্মেন্ট পেজ প্রিন্ট হচ্ছে অন্য কালার লাইক বেগুনী কালার…আর আমি একটু কাহিনী করতে গেসিলাম ঘটনা হইল আমার ব্লাক কার্টিজ হারাইয়া ফেলসি তো কালার কার্টিজ এ কালার খুব একটা দরকার হয় না 😀 তাই করসি কি কালার কার্টিজ এ ব্লাক ইঙ্ক দিয়ে রিফিল কইরা ফালাইসি :O এখন এই সমস্যা কি করতে পারি একটু বলেন…আসলেই কি কার্টিজ রিপ্লেস করতে হবে ?

    @সিনবাদ: হা হা হা! সমস্যা নাই, আপনাকে যা করতে হবে তা হল কালার কার্টিজের কালিগুলো ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। মানে সিরিন্জ দিয়ে টেনে টেনে কালো কালি বের করে ফেলে দিন। আবার নতুন কালি কালি ঢোকান আবার বের করুন। এভাবে এবসময় সব কালি কালো দিয়ে রিপ্লেস হয়ে যাবে।

    বেগুনী হয়েছে দুটো রং মিক্সড হবার কারণে। কার্টিজ পরিষ্কার না করেই কালো দিয়ে ভরিয়েছেন তো তাই কালোর সাথে অন্যগুলো মিশে বেগুনী হয়ে গেছে। 😀

@নেট মাস্টার ভাই তার মানে হইসে আমাকে আগে কালার কার্টিজ এর সব কালি বের করে কার্টিজ পরিস্কার করতে হবে ? তারপর আবার কালো কালি রিফিল করে সেটা দিয়ে কি প্রিন্ট করা যাবে ? আসলে আমি নতুন কার্টিজ কিনতে চাইছি না কিন্তু যেহেতু প্রিন্টার টা সুধু প্রিণ্টার না প্রিন্টার প্লাস স্ক্যানার তাই কাজ করতে চাইছি… আর এখন যে কার্টিজ রিপ্লেস করতে বলছে এর কি সমাধান করব ? কার্টিজ কি আবার কিনতে হবে নাকি ? আর প্রিন্টার কি ধরে ফেলবে নাকি আমি যে কালার কার্টিজ এ কাল কালি রিফিল করেছি ?

    @সিনবাদ: আপনার কার্টিজের মডেল যদি A হয় যেমন 29A, 28A তবে এগুলো রিফিলএবল। কিন্তু আপনার কার্টিজ যদি রিটার্ণ প্রোগ্রামের হয় (A ব্যাতীত) তবে এগুলোতে হাজার চেষ্ঠা করেও লাভ নেই। কালি ঢুকাইলেও কাজ হবেনা। কালি শেষ হয়ে গেলে সবসময়ই রিপ্লেসম্যাসেজ দেবে। কালি ভরালেও এই ম্যাসেজ দেবে কিন্তু প্রিন্ট করতে পারবেন। লেক্সমার্ক প্রিন্টারে ইন্ক লেভেল রিসেট দেয়া যায়না, এভাবে ঝামেলা করেই চালাতে হয়। টানা ৩ বছর লেক্সমার্কে থেকে এখন আমি ইপসনে শিফট হয়েছি শুধু ঝামেলা থেকে বাচতে। শখের প্রিন্টিং এর জন্য লেক্সমার্ক ঠিকাছে, প্রফেশনাল কাজে নয়।

এক দম কাজের এক খানা সফট০০০০০..
এত বড় ডানলোড ফাইল ডানলোড করতে বাংলার বুকে শত করা ২০ % লোকের সাহসে যোগ্যতা রাখে। তবে আমি ভাই আর ৮০ % লোকের সাথে বসবাস।
] হাই সিস্পরিড মাই মডাম ৫ কেবি সেকেন্ড ডানলোড। তা আবার চায়না বুটুথ মোবাইলে সফটওয়ার চারা ব্যবহার করছি। ইন্টারনেট আমি এত সাহস করে
কখনো এত বড় ফাইল ডানলোড করি না। তার চেয়ে ২৫ টাকা দিয়া বাজার হতে সিডি কালেকশন করে বুহুত পুরানা মাল ফাই । ইতি তারেক চট্রগ্রাম
+৮৮০১৮৩৯০০৭৭৪৪

    @তারেক ডিজিটাল: ভালই। তবে সিডিতে মনেহয়না এসব পাওয়া যায়। ওরা ক্লাসিক জিনিষ বেচে। এক্সক্লুসিভ না। বাংলা লায়নের যুগে ৭৭ মেগা কি আর ব্যাপার ভাই? হিসাব চলে গিগাতে। রাতে লোড দিলে সকাল হইতেই ৩-৪ গিগা লোড হইত আগে। ফেয়ার ইউজেসের কারণে এখন একটু প্রব্লেম হয় আর কি।

আমি নামাইতেছি, চট্রগ্রাম এর পাহাড়তলী, অলংকার, টাইগারপাস, জিইসি, যে কোন জায়গা থেকে এসে নিতে পারেন, যেহেতু আমার ল্যাপটপ নাই তাই কে কিভাবে নিবেন বলেন। যদি সিডিতে নিতে চান তবে সিডির দাম 12/15 টাকা দিলে দিতে পারেন।

http://www.facebook.com/iamimtiaz

    @ইমতিয়াজ উদ্দিন পারভেজ: 😀 সিডির চাইতে পেনড্রাইভ কি সহজ হোত না?? 😀

      @নেট মাস্টার: ভাই আমি বলাম কে কিভাবে নিবেন যারা পেন ড্রাইভে নিবেন তারা টাইগার পাস বাদ দিয়ে জিইসি, পাহাড়তলী, অলংকার, মেহেদীবাগ থেকে নিতে পারেন, যেহেতু আমার কাছে লেপ-কম্বল(ল্যাপটপ) নাই। তাই অন্যর পিসি ব্যবহার করে দিতে হবে, যা বিদ্যুত, যার পিসি তার পিসি খালি থাকার উপর সম্পূর্ণ নির্ভরশীল। এখন যে নিবে তার উপর নির্ভর করবে।

      বিঃদ্রঃ – ডাউনলোড সম্পন্ন হয়েছে। সরাসরি মোবাইল নং দেয়া টিটির নীতি বিরুদ্ধ বলে দেয়া সম্বভ হচ্ছে না বলে দুঃখিত।
      ফেসবুকে আমাকে পাবেন : http://www.facebook.com/iamimtiaz

সব কিছুতে পাকা হলে কিন্তু ভাই একটি জিনিস তা হলো নিজের দুবলতা শুধু নিজে ধর তে পারে। আপনি মহা ফাইিল ডানলোড করে কি করবেন যদি মহামারি কোন কাজে
ন া ব্যবহার করেন । তা হলে একখানা টিপিস দেব । রাএে বাতরুম ব্যবহার করার টাইমে হিসার কষবেন কি কাজ না আপনি আজ ডানলোডে ভুল করলেন? বিশ্বাস না
হলে আজ রাএে টাই করে দেখন আমার অধম ভাই জানের কথা সে খানে ও মনে হবে। দুনিয়া ফ্রি বলতে কিছু নাই। আমার সোজা সাফ কথা।

    @তারেক ডিজিটাল: ভাই তারেক ডিজিটাল আপনি আপনার মন্তব্য দিয়ে কি বুঝাইলে তা ঠিক ভাবে বুঝতে পারি নাই বলে দুঃখিত। আশা করি বিষয়টা পরিষ্কার করে বুঝাই দিবেন। 77 এমবির ফাইল হয়তোবা আপনার কাছে বড় হতে পারে আমি টরেন্ট দিয়ে যে সাইজের ফাইল ডাউনলোড করি তাতে এটা কিছুই না। বাথরুমে গিয়ে হিসাব করতে হবে না কারন টরেন্ট দিয়ে ডাউনলোড দিয়ে আমি আমার নিজের কাজ করতে থাকি সেক্ষেত্রে আমার নিজের কাজের ও কোন সমস্যা হয়না, আর বাথরুমে গিয়ে হিসাব ও কষতে হয়না। আমার মনে হয় আপনি সিনেমা দেখে থাকেন, সেক্ষেত্রে আপনার সিনেমা দেখার পুরো সময়টাই বেকার কাজে লাগালেন। দুনিয়াতে ফ্রি বলতে অনেক কিছুই আছে। মায়ের ভালোবাসা, বন্ধুর বন্ধুত্ব, বাবার চোখ রাঙ্গানো, আর প্রযুক্তিতে ওপেন সোর্স এর সফটওয়্যার।

    আমি ডিসকভারির মেন অফ দ্যা ডিজিটাল বিষয়টা বুঝিয়ে বলবেন। আমি ফ্রি এসএমএস পারি। আমি ফ্রি কল করছি।
    আমি নাম্বার দিয়া নাম্বারের কল করে ভয় লাগাইছি। প্রযুক্তি আপনাকে কিছু ফ্রি ব্যবহার এর সুযোগ দিয়েছে আর আপনি তার অপ-ব্যবহার করেছেন, সবাই যদি আপনার মতো করতো তবে বিশ্ব আজ কোথায় যেত?
    আমি জানি এই কথাগুলো এভাবে বলা উচিত হয়েছে কিনা ?

আমি ডিসকভারির মেন অফ দ্যা ডিজিটাল । আমি ফি এসএমএস পারি। আামি ফি কল করছি। আমি নাম্বার দিয়া নাম্বারের কল করে ভয় লাগাইছি। তবে ’
সব শেষে একখানা তা হলে আমি বুজতে পারছি দুনিয়া ফি দিন খুব বেশী সুবিধা দেয় না। তবে আমি ফ্রি ভাই ফ্রি সব কিছু ব্যবহার করে আমি এখন ডিসকভারির ম্যান।
আমি গ্রামিন ফোনের এমএমএস আনলিটেড এখন ব্যবহার করছি। তবে টাকা চারা। তার পর আমার শান্তি নাই । মনে হয় দুনিয়া ফ্রি কিছু নাই।

ধন্যবাদ…

@লুলীয় ব্লগার: কমেন্টের জন্য ধন্যবাদ ভাই 😀