ইপসন (Epson) প্রিন্টার ব্যবহারের বুলেট টিউন!

বাজারে প্রিন্টারের দাপটে এখন ইপসন এগিয়ে। থাকবেনা কেন? কার্টিজ কিনতে কিনতে আর রিফিল করতে করতে মানুষ এখন ক্লান্ত। চাই কালির ড্রাম মানে CISS. (CISS সম্পর্কীত বিস্তারিত পাবেন নিওফাইটের টিউনে)

সবার চাহিদা কালি একবার ভরবো। 5-10 পয়সায় প্রিন্ট খরচ নামিয়ে আনবো! খরচের বিবেচনায় CISS এর কোন বিকল্প নেই । তবে CISS গুলোতে কিছু কমন সমস্যা সবাই ফেইস করেন, আজ এগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো।

চিত্রঃ CISS সিস্টেম (প্রচলিত ভাষায়ঃ কালির ড্রাম)

সমস্য ১: Ink cartridges cannot be recognized!

CISS ব্যবহারকারীদের নিত্য সমস্যা। কার্টিজ চিনতে পারছেনা প্রিন্টার। সমাধান হতে পারে দুটি-

১. প্রথমে কার্টিজ গুলো প্রিন্টার থেকে খুলে চেক করুন এর টার্মিনালগুলোতে কোন কালি লেগে আছে নাকি। বেশীরভাগ সময় এই সমস্যা হয় কার্টিজে বা প্রিন্টারের জ্যাকগুলোতে কালি লেগে থাকার কারণে। কালি লেগে থাকলে স্যাভলন বা থিনার দিয়ে পরিষ্কার করে নিন। (ছবির তীর চিহ্নিত জায়গাগুলো)

২. এতেও সমস্যার সমাধান না হলে কার্টিজ রিসেট দিন। (প্রক্রিয়া নিচে জানানো হয়েছে)

সমস্য ২: কালির লেভেল ফুরিয়ে গেছে

একটি প্রিন্টারের কালো কালি শেষ হয়ে গেলে নিচের মত ছবি পাবেন (কালোর পাশে ক্রস)

এছাড়া নিচের ছবিতে আমরা একটি Epson R2880 প্রিন্টারের কালির বিভিন্ন লেভেল দেখছি-

কালির লেভেল যাইহোক, একে ফুল করতে গেলে আপনাকে CISS ্এর কার্টিজ রিসেট দিতে হবে।

যেভাবে কাটিজ রিসেট দেবেনঃ

আপনি হয়তো লক্ষ্য করছেন প্রতিটি CISS  এর কার্টিজে একটি রিসেট বাটন দেয়া থাকে।

প্রথমে আপনাকে প্রিন্টারের মেইনটেইনেন্স বাটনটি চাপতে হবে। তাহলে কার্টিজটি মাঝখানে চলে আসবে।

এরপর রিসেট বাটনটি 4-5 সেকেন্ড চেপে ধরে থাকলে কার্টিজ রিসেট হয়ে যায়। রিসেট করে আপনি কালির লেভেল আর Ink cartridge cannot be recognized! এই ‍দুই সমস্যারই সমাধান পাবেন। সহজে রোঝার জন্য ভিডিওটি দেখুন-  http://goo.gl/DSHv9

সমস্য ৩: কালির টিউবে বাতাস ঢুকে গেছে

CISS প্রিন্টারের কালির টিউবে বাতাস জমে। বেশী বাতাস জমলে কার্টিজ ঠিকমত কালি পায়না। বাতাস বের করে স্বাভাবিক ফ্লো বজায় রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথমে কার্টিজটিকে প্রিন্টার থেকে বের করে নরম কোন কাপড়/পেপারের উপর রাখুন।

প্রত্যেক রঙ্গের কার্টিজের উপর রাবারের খাপ থাকে। নজেল প্লাস বা শক্ত টিমটা দিয়ে টেনে তা খুলে ফেলুন।

এবার একটি সিরিঞ্জ নিয়ে এর মুখে শক্ত করে লাগিয়ে সিরিঞ্জের পিস্টনে টান দিন। বাতাস বেরিয়ে আসবে। কালি সিরিঞ্জে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।

ভিডিও দেখুন এখানেঃ http://goo.gl/LjI3z

সমস্য ৪: সার্ভিস লাইফ শেষ হয়ে গেছে

কিছু কিছু ইপসন প্রিন্টারে সার্ভিস লাইফ দেয়া থাকে। নির্দিষ্ট সংখ্যক প্রিন্ট শেষে প্রিন্টার অটোমেটিক বণ্ধ হয়ে যায়, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়। ওরা 300-500 টাকার বিনিময়ে প্রিন্টারকে রিসেট করে দেয়। এই টাকা খরচ না করে বাসায় বসেও আপনি নিজেই রিসেট দিতে পারেন SSC টুল ব্যবহার করে। যারা Epson T13 ব্যবহার করেন, তাদের জন্য এই টুল খুব একটা লাগবেনা, কারণ 32,000 (বত্রিশ হাজার) পেজ প্রিন্ট দেবার পর এর লাইফ শেষ হয়, এত পেজ প্রিন্ট দেয়া সহজ কথা নয়।

ডাউনলোড লিংক  SSC Tool (967 KB মাত্র)

তবে এই টুলটি সব মডেল সাপোর্ট করেনা। কোন কোন মডেল সাপোর্ট করে তা দেখে নিন এখান থেকে

বাংলাদেশে সবাই মূলত Epson T13 প্রিন্টারটি ব্যবহার করেন কারণ এর দাম CISS সহ 5,000 টাকার মধ্যে পুষিয়ে যায়।  এই প্রিন্টারের সার্ভিস লাইফ রিপেয়ারের জন্য আলাদা টুল ব্যবহার করতে হয়। ডাউনলোড লিংক এখানে-

ডাউনলোড Epson T13 রিসেটার 402 KB মাত্র

কালি পেপার ব্যবহার

সাধারণ প্রিন্টার দিয়েও আপনি অসাধারণ প্রিন্ট করতে পারেন ভাল মানের কালি আর পেপার ব্যবহার করে। আপনি যদি ইপসন T13 ব্যবহার করেন তো অনায়াসেই ভাল মানের ছবি প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টার দিয়ে। কাগজ কেনার সময় 230 গ্রামের উপরের ভাল ফটোপেপার যেমনঃ ”ফাইনপিক্সেল” বা ”ফুল কালার” ব্রান্ডের কিনুন। আর ডকুমেন্ট প্রিন্টের জন্য ডাবল এ সবচেয়ে ভাল। তবে ডাবল এ এর দাম অনেক বেশী হওয়ায় বসুন্ধরা ৮০ গ্রাম ব্যবহার করতে পারেন।

কালো কালি হিসাবে সবসময় Ep-Dye কালি ব্যবহার করবেন। অন্যন্য রঙ্গের জন্য ইপসনের ফটোকালি কোন ছবির কাচামাল বিক্রেতার দোকান থেকে কিনে নেবেন (যেমনঃ কোডাক, ফুজি কালার)।

Ep-Dye কালি সম্পর্কে কিস্তারিত তথ্য পাবেন এখানে।

ভাল থাকুন, সুস্থ থাকুন,

--- নেট মাস্টার।

এই টিউনের .pdf ভার্সন E-Book আকারেও বানানো হয়েছে ডাউনলোড করুন PDF Ebook (955 কিলোবাইট মাত্র)

 

 

 

 

 

(এটি একটি রিপোষ্ট টিউন। সার্ভারে ত্রুটিজনিত সমস্যার কারণে টিউনটি অনেকে মিস করেছিল। তাই চাঙ্গা টিটিতে আবারো রিপোষ্ট করলাম সবার সুবিধার জন্য)
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আনেক কাজের টিউন……….ধন্যবাদ মাস্টার ভাই

সাজানো গোছানো টিউন আর কাজের টিউন, ধন্যবাদ ভাই

ভালা অইচে …… লগে আরও কিচু আপডেট দিলা আরও ভালা অইত ।

Level 0

খুব সুন্দর, কাজের টিউন-নেট মাষ্টার ভাই-তবে ক্যানন-৩৬৮০ মডেল বা এই টাইপের প্রিন্টার সম্পর্কে একটি টিউন আশা করছি-ভাল থাকবেন…

    @AS TUTUL:
    ক্যানন প্রিন্টার আমি ব্যবহার করিনা বলেই টিউন করা হয়না।

Level 0

boss apne je epydye colour er chobi disen tato akhon paoa jai na.khali black ta pai. But new ekta botol dekhlam matha ta lomba chikon epydye lekha ota ki new brand?

    @athalsten:
    কালো কালিটাই ব্যবহার করুন 🙂 Epson প্রিন্টারে অন্য কালি Ep-Dye ব্যবহার না করাই ভাল । রং এর হের ফের দেখা যায়। শুধু কাল কালিটা Ep-Dye ব্যবহার করুন 🙂

Level 0

ভাইয়া, আমি একটা প্রিন্টার কিনতে চাচ্ছি। এখন সাশ্রয়ে প্রিন্ট করার জন্য Epson এর লেটেস্ট কোন মডেলটা কিনতে পারি জানালে অনেক খুশি হব।

মোর Lexmark Z615 মডেলের Black 27 Cartidge এর Chamber ফাইট্টা গেছে গা, এহন কিতা খরমু ? দয়াকরি এডু হেল্পানছি ।

    @তরঙ্গ:
    কুন জায়গা ভাঙ্গছে? সার্কিটের কোন অংশ ভাঙ্গলে নতুন কেনা ছাড়া উপায় নাই। কার্টিজ মেরামত করা যায় না। তবে সাধারণ কিছু ভাঙ্গলে সমস্যা হবার কথা নয়।

আমার প্রিন্টারের কার্ট্রিজে বাতাস ঢুকছে। 🙁
মাঝে মাঝে নীল কালির (CYAN) নজল দিয়ে ফোঁটায় ফোঁটায় সব কালি পড়ে যায়। এখন কী করব? বাতাস
টেনে নেওয়ার জায়গা দিয়ে সিরিঞ্জ দিয়ে কালি ভরাটা কী উচিৎ হবে? নাহলে তো নীল রঙ টা প্রিন্টারে আসছে না। 🙁 😥

    @নিওফাইটের রাজ্যে:
    তুমি ”সমস্যা ৩” এর ধাপগুলো অনুসারণ কর। আলাদা করে কালি ঢুকানোর প্রয়োজন হবেনা। কার্টিজটি প্রিন্টার থেকে বের করে নেবে প্রথমে। এরপর CISS টি অনেক উচুতে রেখে দেবে। কার্টিজের নিচে রাখবে টিস্যু পেপার। তাহলেই সমাধান হয়ে যাবার কথা। নাহলে জানিয়।

Level 0

Vi Aponar Sata Amar Kotha Aca
Amaka Ke Aponar Con track number ta daban
email Id ([email protected])

ভাইয়া আমি Epson Stylus T13 ব্যবহার করি। প্রিন্ট খুবই ভাল হয়। কিন্তু পাসপোর্ট সাইজ ছবি বা যে কোন ছবি প্রিন্ট করলে কেমন ফাটা ফাটা দেখা যায়। এর সমাধান কি? আর Epson Easy Photo Print Software দিয়ে ছবি প্রিন্ট করলে A4 সইজের পেইজে চারিদিকে 3mm সাদা বর্ডার থাকে। এইটা রাখতে চাই না। সাহায্য করলে খুবই উপকার হয়।

    @ছোটভাই:
    আমারটাতে কোন ফাটা ফাটা আসেনা। ল্যাব কোয়ালিটির চকচকে নিখুত প্রিন্ট আসে। প্রিন্টের জন্য অবশ্যই Photoshop ব্যবহার করবেন আর ছবিকে CMYK মুডে নেবেন। ফটোশপ থেকে ছবির DPI বাড়িয়ে নেবেন। 150 বা 300 DPI এ প্রিন্ট বেশ ভাল আসে। DPI বাড়ানো থাকলে আর ফাটা আসবে না। কাগজ হিসাবে ফাইন পিক্সেল এর 230 গ্রাম বা তার উপরের কোন কাগজ ব্যবহার করুন। ফুল কালার ব্রান্ডের কাগজে প্রিন্ট করলে সাদাটে একটা ভাব আসে T13 এ, তাই ফুল কালার ব্যবহার না করাই ভাল।

আমি T13 ব্যবহার করি, আমার উপকারে আসবে, ধন্যবাদ আপনাকে……….

প্রিন্টার নাই তাই এখনি আমার কাজে লাগছে না তবে ভবিষ্যতে যে কাজে লাগবে তা স্পষ্ট বুঝতে পারছি। 😀

অনেক ধন্যবাদ মাস্টার ভাই। 😛

Bhaia commercial purpose (kom khorochh, beshi & bhalo print, refillable) er jonne kon laser printer kinbo?

    @mahmud ferdous:
    EPSON T13 কিনুন। আমি কিনেছিলাম ৪,৮০০ টাকায় CISS সহ। বর্তমান দাম জানিনা।
    CISS সাপোর্ট করে এমন যেকোন প্রিন্টার নিলেই চলে। বাজেট বেশী থাকলে আরো দামী ইপসনগুলো নিতে পারেন।

আমি epson stylus Photo P50 ব্যবহার করি, আমার প্রিন্টারে এক কালার এর জায়গায় অন্য কালার আসে যেমন, একটি ফটো প্রিন্ট দিলে লাল এর যায়গায় অরেঞ্জ, মেজেন্টার যায়গায় ডার্ক লাল চলে আসে, একটু ডার্ক জায়গায় তো কালো কালির যেন মিছিল শুরু হয়ে যায়। আমি সাধারণত photo মোড এ epson matte এ প্রিন্ট করে সিরামিকের মগ ডিজাইনের কাজ করি। এ কারণে মাস খানেক থেকে ছবি প্রিন্ট করতে পাচ্ছি না।

    @মিজান:
    আপনার কলি ঢোকাতে সমস্যা হয়েছে। আপনার প্রিন্টারটি 6 কালারের। এখানে ম্যাজেন্ডা (হালকা লাল) আর গাঢ় লাল কালিটা আলাদা। হালকা নীল আর গাঢ় নীল কালিটাও আলাদা। হলুদ আর কাল তে একই।

    দোকান থেকে কালি কেনার সময় আপনাকে বলতে হবে হালকা লাল আর হালকা নীল কালির কথা, নয়তো ওরা সাধারণ লাল ও নীল কালি দিয়ে দেবে।

    বর্তমান সমস্যা সমাধানে আপনাকে সব কালি ফেলে নতুন করে কালি ঢোকাতে হবে। ঢোকানোর আগে ভাল করে খেয়াল রাখবেন কোন চেম্বারে কোন কালি ঢোকালেন।

      @নেট মাস্টার: আমি তো ডাইরেক্ট কোম্পানি থেকে রিফিল করে আনি, যাক, দেখি এভাবে সমাধান হয় নাকি, ধন্যবাদ।

    @মিজান:ভাইয়া সিরামিকের মগে ডিজাইনের কাজ কিভাবে করে একটু যদি বলতেন অনেক দিনের শখ। শুনছি Water decal paper দিয়ে করে। এই পেপার ঢাকার কোথায় কিনতে পওয়া যায়? দাম কত ?

      @ছোটভাই: আমি দেশের বাইরে থাকি ভাই, ইউ এ ই তে। ঢাকায় কোথায় পাওয়া যায় জানি না, আমি http://ashbimicro.com/ এই কোম্পানি তে অর্ডার দেই, এটি দুবাইর একটি কোঃ। এরা আমার দোকানে সব materials পাঠিয়ে দেয়,

Epson L100 e alada kalir drum deya ache, Botol theke khali kali dhalben kono jhamela nai, Tobe printer er dam onek besi pray 17500 er moto.

    @শান্তনু: কথা সত্য। CISS এর জনপ্রিয়তার কারণের প্রিন্টার কোম্পানীগুলো নতুন করে ভাবছে তাদের কালির ব্যবসা নিয়ে।

Level New

নেট মাস্টার ভাই , কম দামে Scanner+ Printer+photocopy CISS Support করে প্রিন্টার এর নাম আর দাম বলুন। যেন ল্যাব quality photo আসে।

    @ЯOBAYETH: Scanner+ Printer+photocopy এই রকম কিনতে গেলে কোয়ালিটি ভালো হয় না, আপনি শুধু প্রিন্টার বা শুধু স্ক্যানার কিনেন ভালো হয়, অবশ্য লেজার জেট কিনলে অন্য কথা।

Level New

আমি তো Canon MP 145 use করি। CISS লাগানো যাবে নাকি জানিনা। কেঊ জানেন???

    @ЯOBAYETH:
    CISS মোটামুটি সব প্রিন্টারেই লাগালো যায় তবে সমস্যা হল নির্দিষ্ট প্রিন্টারের জন্য CISS প্যাকগুলো আমাদের দেশে সহজলভ্য নয়। Canon এর উপযোগী CISS বাংলাদেশে আমদানী করা হয় কি না তা জানা নেই, দোকানদারেরা বলতে পারবে।

Level New

কম দামে Scanner+ Printer+photocopy CISS Support করে প্রিন্টার ???

    @ЯOBAYETH: CISS সাপোর্টেড All in 1 চোখে পড়েনাই কখনো।
    All in 1 সিরিজগুলা প্রফেশনালদের জন্য ভাল নয়।

ভাই আমার EPSON Aculaser C1100. আমার ভাই আমাকে উপহার দিসে ।
১. এই প্রিন্টার এর driver পাচ্ছিনা । Windows 7 এর জন্য ।
২. আগে চকচকা print হইতও , এখন ফ্যাকাসে হয়ে গেছে ।
৩. এবং print করা page এর ডান পাশের একটু ভিতরে কোন print হইনা । লম্বা সাদা দাগ পড়ে ।
মানে ঐ জাগাতে কোন কালী লাগেনা
ভাই কি করবো দয়া করে বলবেন ?

    @Tasnim Ahmed RiSAN: এই লিংকেঃ http://goo.gl/5evUh ইপসনের বক্তব্য অনুসারে Windows 7 এর জন্য Inbox ড্রাইভার দেয়া আছে C110 প্রিন্টারের জন্য। অর্থাৎ ডিভাইস ম্যানেজার থেকে Add A New Printer অপশন থেকে আপনি আপনার প্রিন্টারটি পিসিতে ব্যবহার করতে পারবেন।

@ net master, dhonnobad.

Level 0

আমার Epson R230 এ লাল দুটো বাতি এক সাথে জ্বলতে নিবতে থাকে ‍SSC Server tool ব্যবহার করি কোন কাজে আসে না একটু সাহায্য করেন।