ইপসন (Epson) প্রিন্টার ব্যবহারের বুলেট টিউন!

বাজারে প্রিন্টারের দাপটে এখন ইপসন এগিয়ে। থাকবেনা কেন? কার্টিজ কিনতে কিনতে আর রিফিল করতে করতে মানুষ এখন ক্লান্ত। চাই কালির ড্রাম মানে CISS. (CISS সম্পর্কীত বিস্তারিত পাবেন নিওফাইটের টিউনে)

সবার চাহিদা কালি একবার ভরবো। 5-10 পয়সায় প্রিন্ট খরচ নামিয়ে আনবো! খরচের বিবেচনায় CISS এর কোন বিকল্প নেই । তবে CISS গুলোতে কিছু কমন সমস্যা সবাই ফেইস করেন, আজ এগুলোর সমাধান নিয়ে আলোচনা করবো।

চিত্রঃ CISS সিস্টেম (প্রচলিত ভাষায়ঃ কালির ড্রাম)

সমস্য ১: Ink cartridges cannot be recognized!

CISS ব্যবহারকারীদের নিত্য সমস্যা। কার্টিজ চিনতে পারছেনা প্রিন্টার। সমাধান হতে পারে দুটি-

১. প্রথমে কার্টিজ গুলো প্রিন্টার থেকে খুলে চেক করুন এর টার্মিনালগুলোতে কোন কালি লেগে আছে নাকি। বেশীরভাগ সময় এই সমস্যা হয় কার্টিজে বা প্রিন্টারের জ্যাকগুলোতে কালি লেগে থাকার কারণে। কালি লেগে থাকলে স্যাভলন বা থিনার দিয়ে পরিষ্কার করে নিন। (ছবির তীর চিহ্নিত জায়গাগুলো)

২. এতেও সমস্যার সমাধান না হলে কার্টিজ রিসেট দিন। (প্রক্রিয়া নিচে জানানো হয়েছে)

সমস্য ২: কালির লেভেল ফুরিয়ে গেছে

একটি প্রিন্টারের কালো কালি শেষ হয়ে গেলে নিচের মত ছবি পাবেন (কালোর পাশে ক্রস)

এছাড়া নিচের ছবিতে আমরা একটি Epson R2880 প্রিন্টারের কালির বিভিন্ন লেভেল দেখছি-

কালির লেভেল যাইহোক, একে ফুল করতে গেলে আপনাকে CISS ্এর কার্টিজ রিসেট দিতে হবে।

যেভাবে কাটিজ রিসেট দেবেনঃ

আপনি হয়তো লক্ষ্য করছেন প্রতিটি CISS  এর কার্টিজে একটি রিসেট বাটন দেয়া থাকে।

প্রথমে আপনাকে প্রিন্টারের মেইনটেইনেন্স বাটনটি চাপতে হবে। তাহলে কার্টিজটি মাঝখানে চলে আসবে।

এরপর রিসেট বাটনটি 4-5 সেকেন্ড চেপে ধরে থাকলে কার্টিজ রিসেট হয়ে যায়। রিসেট করে আপনি কালির লেভেল আর Ink cartridge cannot be recognized! এই ‍দুই সমস্যারই সমাধান পাবেন। সহজে রোঝার জন্য ভিডিওটি দেখুন-  http://goo.gl/DSHv9

সমস্য ৩: কালির টিউবে বাতাস ঢুকে গেছে

CISS প্রিন্টারের কালির টিউবে বাতাস জমে। বেশী বাতাস জমলে কার্টিজ ঠিকমত কালি পায়না। বাতাস বের করে স্বাভাবিক ফ্লো বজায় রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথমে কার্টিজটিকে প্রিন্টার থেকে বের করে নরম কোন কাপড়/পেপারের উপর রাখুন।

প্রত্যেক রঙ্গের কার্টিজের উপর রাবারের খাপ থাকে। নজেল প্লাস বা শক্ত টিমটা দিয়ে টেনে তা খুলে ফেলুন।

এবার একটি সিরিঞ্জ নিয়ে এর মুখে শক্ত করে লাগিয়ে সিরিঞ্জের পিস্টনে টান দিন। বাতাস বেরিয়ে আসবে। কালি সিরিঞ্জে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।

ভিডিও দেখুন এখানেঃ http://goo.gl/LjI3z

সমস্য ৪: সার্ভিস লাইফ শেষ হয়ে গেছে

কিছু কিছু ইপসন প্রিন্টারে সার্ভিস লাইফ দেয়া থাকে। নির্দিষ্ট সংখ্যক প্রিন্ট শেষে প্রিন্টার অটোমেটিক বণ্ধ হয়ে যায়, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয়। ওরা 300-500 টাকার বিনিময়ে প্রিন্টারকে রিসেট করে দেয়। এই টাকা খরচ না করে বাসায় বসেও আপনি নিজেই রিসেট দিতে পারেন SSC টুল ব্যবহার করে। যারা Epson T13 ব্যবহার করেন, তাদের জন্য এই টুল খুব একটা লাগবেনা, কারণ 32,000 (বত্রিশ হাজার) পেজ প্রিন্ট দেবার পর এর লাইফ শেষ হয়, এত পেজ প্রিন্ট দেয়া সহজ কথা নয়।

ডাউনলোড লিংক  SSC Tool (967 KB মাত্র)

তবে এই টুলটি সব মডেল সাপোর্ট করেনা। কোন কোন মডেল সাপোর্ট করে তা দেখে নিন এখান থেকে

বাংলাদেশে সবাই মূলত Epson T13 প্রিন্টারটি ব্যবহার করেন কারণ এর দাম CISS সহ 5,000 টাকার মধ্যে পুষিয়ে যায়।  এই প্রিন্টারের সার্ভিস লাইফ রিপেয়ারের জন্য আলাদা টুল ব্যবহার করতে হয়। ডাউনলোড লিংক এখানে-

ডাউনলোড Epson T13 রিসেটার 402 KB মাত্র

কালি পেপার ব্যবহার

সাধারণ প্রিন্টার দিয়েও আপনি অসাধারণ প্রিন্ট করতে পারেন ভাল মানের কালি আর পেপার ব্যবহার করে। আপনি যদি ইপসন T13 ব্যবহার করেন তো অনায়াসেই ভাল মানের ছবি প্রিন্ট করতে পারবেন এই প্রিন্টার দিয়ে। কাগজ কেনার সময় 230 গ্রামের উপরের ভাল ফটোপেপার যেমনঃ ”ফাইনপিক্সেল” বা ”ফুল কালার” ব্রান্ডের কিনুন। আর ডকুমেন্ট প্রিন্টের জন্য ডাবল এ সবচেয়ে ভাল। তবে ডাবল এ এর দাম অনেক বেশী হওয়ায় বসুন্ধরা ৮০ গ্রাম ব্যবহার করতে পারেন।

কালো কালি হিসাবে সবসময় Ep-Dye কালি ব্যবহার করবেন। অন্যন্য রঙ্গের জন্য ইপসনের ফটোকালি কোন ছবির কাচামাল বিক্রেতার দোকান থেকে কিনে নেবেন (যেমনঃ কোডাক, ফুজি কালার)।

Ep-Dye কালি সম্পর্কে কিস্তারিত তথ্য পাবেন এখানে।

ভাল থাকুন, সুস্থ থাকুন,

--- নেট মাস্টার।
Author: Dr Tanzil

এই টিউনের .pdf ভার্সন E-Book আকারেও বানানো হয়েছে ডাউনলোড করুন PDF Ebook (955 কিলোবাইট মাত্র)

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Many many thanks………………………Awesome ……………..

অসংখ ধন্যবাদ, এত সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

VAI AMAR EPSON R230X PRINTER AR KALI DRAM THEKE PICONE BAD KALI JAWAR JONNO J LINE TA ACE OI LINE DIA SOB KALI COLE JAY PROTHOM KALI JAWAR POR DRAM CHANGE KORI TOVOW KALI COLE GECE AR POR AVAR DRAM CHANGE KORLA BUT KICODIN CLLO VALO GOTO KAL ABAR SOB KALI COLE GECE KI KORVO PLZ HELP ME

    @ফয়জুল হক: @ফয়জুল হক: ভাই আপনার বাংলিশ ভালো বুঝতে পারলাম না। কালি চলে গেছে মানে কি? কোথায় গেছে? দয়া করে গুছিয়ে, পরিষ্কারভাবে সময় নিয়ে, সমস্যার বৃত্তান্ত লিখুন। 🙂

Great Post.Thanks

সুন্দর গুছিয়ে করা পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

ভাইয়া ইপসন t60 প্রিন্টার এর রিসেটার Adprog.exe ver 1.0.1 প্রয়োজন।

মাস্টারবাবু, আমার সালাম নিবেন
পুরাই উরাধুরা পোস্ট। পিরিওতে নিলাম।
পরবর্তী পোস্টে কাগজ এর খরচ কীভাবে বাঁচানো যায় সেটা নিয়া করলে বেশি ভাল হয়। :mrgreen:
অসংখ্য ধন্যবাদ 🙂

৥নিওফাইটের রাজ্যে……….. সহমত….

nice

SUPERRRRRRR….
amar T13 er jonno oneeeeek kaje lagbe.

আমি ট্যাবলেটে এক্সপি ইন্সটল করতে চাই

Thanks for your tunes with PDF

Bhai, amar ek ta choto computer ar dokan acha, akon printer kinte chacce ki printer kinbo?
acca Epson T13 a ki CISS Lagano jai? Floora bolcha Lagano jai na. r lagano gale shob CISS ki hoba? amar a beshoi ta jana kob-e proyojon.

amar E-Mail:[email protected]

    @Ibrahim Parvaz:
    ভাই Epson T13 ই তো মনেহয় দেশের মানুষ কে CISS ব্যবহার করতে শেখালো, এটাতে CISS ব্যবহার করা যাবেনা এটা কেবল কোন মূর্খ দোকানদারের পক্ষেই বলা সম্ভব। ইপসন T13 এর CISS খুবই স্টাবল। নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, বিশেষত ব্যবসার ক্ষেত্রে।

    @Ibrahim Parvaz: হা হা, ফ্লোরা তো এটা বলবেই! তারা তো চায়না আপনি প্রিন্টার দিয়ে আরামসে প্রিন্ট করুন। এটা তাদের বিজনেজ পলিসি। তারা চায় ১০-১২ পেজ প্রিন্ট করার পর ১২০০-২০০০ টাকা দিয়ে বার বার তাদের দোকান থেকে কার্ট্রিজ কিনুন।
    বেশিরভাগ ইঙ্কজেট CISS সাপোর্ট করে। আর নেট মাস্টার ভাইয়ের কথা একদম ঠিক, দোকানগুলোতে CISS সহ প্রিন্টার থাকলে Epson t13 ই দেখি। এটা অনেক স্ট্যাবল, সহজে সমস্যা করে না। 😀

R amar kaj asha Passport Print, Document Print, Photo Print

    @Ibrahim Parvaz:
    ইপসন T13 দিয়ে আমি ল্যাব কোয়ালিটির প্রিন্ট দেই বাসায়। সব টাইপের ছবি। কোয়ালিটি বেশ ভাল। তবে ছবি প্রিন্টের জন্য আপনাকে দক্ষহস্ত হতে হবে। CMYK মুভে প্রিন্ট আর CISS এর কালির কোয়ালিটি সাথে ফটোশপ, মনিটরের কালার সিনক্রোনাইজ সহ বেশ কিছু ব্যাপারে যথেষ্ট দক্ষতা থাকলে আপনি শতভাগ ল্যাব কোয়ালিটির প্রিন্ট দিতে পারবেন T13 দিয়ে।

Bhai prothome thanks answare daoya jonno
arekta prosno ciss ki shob printer-a ek ki na?

ভাই আমারে একটা সাজেশন দেন |

আমার বাসায় দুইটা প্রিন্টার
Lexmark X3690
HP Deskjet F4280

দুইটা প্রিন্টারেই এক সমস্যা | কার্টিজ রিফিল করার চেষ্টা ব্যর্থ হইছে | যতই রিফিল করি এক মেসেজ দেখায় যে প্রিন্টারে কালি নাই | নতুন কার্টিজ কিনতে বলে |

এখন আমি কি করব ?

    @মশিউর রহমান:
    আপনার কার্টিজ কি রিফিল এবল? কার্টিজের গায়ে মডেলটা খেয়াল করুন। নামে যদি 28A 13A #13 ধরণের হয় তবে এটা রিফিল এবল। আর # বা A লেখা না থাকলে রিফিল করা যাবে না। কালি ঢুকিয়ে লাভ নেই।

Net Master Bhai, Apnar poramorsho motho Epson Stylus T13 printer neaci Price nisa 5,500/= (Flora Agrabad ctg take) are CISS neasi 1500/= dea (Ander killa ctg take) akon shomossa hossa Printer ar shata jai Cartige golo cilo shagolo dea valo print hoisa tapor jokon apnar poramorsho motho CISS lagaici ekto Color-a shomossa hoisa (Black Color ekto Red Ashsa) doiya kora bolban ki korbo? kob shomossai assi. E-mail:[email protected].

Apnake oshas donnobad ottor daoyar jonno. CISS kanar shomoi ja kali golo cilo ogolo dea print deaci abong pora ‘Legend Ink’ name kali deasi okane ek shate (CISS ar kali and Legend Ink) tarporao eki obostha. ek jon bollo head cline kora dektha. ki babe kortha hoi na ki EP-Dye ink dea hoba doya kora janaben. babsha kob karaf jacca printer ar jonno.

    @Ibrahim Parvaz:
    হেড ক্লিন করবেন নিয়মিত। এটা তো সোজা কাজ। কয়েকটা ক্লিকেই করা যায় 😀
    আর কাল কালি হিসাবে Ep-Dye ব্যবহার করুন। আপনার ব্যবসার জন্য ভাল মানের প্রিন্টে এর জুড়ি নেই। 😀

Level 0

আমি প্রায় ৮ মাস আগে একটি EPSON T13 কিনি IDB এর FLORA LIMITED থেকে পরে বাহিরের অন্য দোকান থেকে CISS লাগিয়ে নেই। গতকাল থেকে প্রিন্টারটি চালু হচ্চে না। এখন ফ্লোরা তে নিয়ে গেলে কি ওরা দেখবে??? নাকি বাহিরে দেখাব……।

    @blue_hill:
    ওয়ারেন্টি থাকলে ফ্লোরাতে দেখান। চালু হচ্ছেনা মানে কি? কোন লাইট জ্বলছে বা কোন ম্যাসেজ কি পাচ্ছেন প্রিন্টার থেকে?

      Level 0

      @নেট মাস্টার: কোনো পাওয়ার আসে না। আই ডি বি তে নিএ গেছিলাম… ওরা ফকিরাপুল শাখায় দেখাতে বলল… ফকিরাপুলের ওরা বলল যদি নকল কারটিজ ব্যাবহার করে থাকেন তাহলে মাদারবোর্ড রিপ্লেস করতে ২৫০০টাকা এবং সার্ভিসিং চা্জ ৫০০টাকা লাগবে……।। 🙁

        Level 0

        লেজার প্রিন্টারের টোনার রিফিল ,চিপ রিসেট এর টিউন চাই!!!!!! Samsung ml 1688 কিনলাম একটা……………………!!!! সাহায্য করুন!!!!

        @blue_hill:

        প্রিন্টারের মাদার বোর্ড নষ্ট হয়!! :-s

        যাহোক 3,000 টাকা দিয়ে প্রিন্টার সারানোর টাকা দিয়ে নতুন একটা কেনাই যাবে!
        অবশ্য আপনার জায়গায় আমি থাকলে প্রচুর ঘুতাঘুতি করতাম প্রিন্টার খুলে। লাইন, পাওয়ার কনভার্টার, চিপ সব চেকআপ করতাম। অবশ্য ইলেকট্রনিক্স এর উপর আপনার দক্ষতা ও আগ্রহটাও বিবেচনার বিষয়।

Level 0

আমি প্রিন্টারটি খোলার অপচেষ্টা চালিয়ে ছিলাম……কিন্তু দুইটা স্ক্রু খোলার পর আর তো কিছু পাইলাম না খোলার মত…।। 😀 :D… যাই হোক, অবশেষে বেটারা ১৬০০টাকায় রাজি হইছে… ওদের ভাষ্যমতে মাদারবোর্ড ফ্রি রিপ্লেস করবে …এটা নাকি হেড রিপ্লেসের চার্জ!!!!! আমি ১০০% শিউর যে হেড নষ্ট হয় নাই!!!! ভাই দুনিয়াটা বাটপারিতে ভইরা গেছে!!!!!

Level 0

নেট মাস্টার ভাই, আফনেরে খুজতাসি, আমি t13 কিনতে চাই। এখন কাহিনি হইল। আমি কিনার পর ciss লাগানর পর একটা লাইন দিয়া এক্সট্রা কালি বের ক্রে দিতে হয়, এটা কেমনে করব। আর এক ফ্রেন্ডের lexmark আছে মডেল জানি না। তবে সাদা কালার। ওটা কি ciss করা যাবে?

Level 0

ভাই আমার ইঙ্ক লেভেল যখন নিচে নেমে গেল তখন আমি কার্টিজ রিসেট করার জন্য মেন্টেনান্স বাটনে চেপে চেপেতো সব কালি ওয়েস্ট পাইপ দিয়ে চালান করে দিচ্ছি কিন্তু কার্টিজতো মাঝখানে আসে না আর আমার রিসেট ও দেওয়া হচ্ছে না। আমি আজই প্রিন্টার খানা ঘরে আনলাম ভাব্লাম অনেক প্রিন্ট দিব কিন্তু কালো কালির লেভেল নিচে যাওয়ায় আমি ভাব্লাম রিসেট করে নেই তাও কিন্তু আপনার সব টিওটরিয়াল ভাল করে পড়েছি। প্লীজ ভাই, আমাকে হেল্পান। আমার প্রিন্টার t13 Epson. CISS আন্দরকিল্লা থেকে করে দিছে। আমার address: [email protected]

খুবই কাজের পোস্ট।

Level 0

খুবই কাজের পোস্ট।

Level 0

@নেট মাস্টার
vie plz help me…
apner sathe kotha bola kub kub need…
amr email: [email protected]
plaze vie apner number ta email a pathan….i wait

ভাই T13 এর original কাটিজ কি রিফিল করা যায় ?

t 13 এর চায়না কাটিজ কোথায় কিনতে পাব । মানে যে কাটিজ টা আমি রিফিল করতে পারব।

Level 0

ভাই কম দামি ১তা ভাল প্রিন্টার এর নাম বলেন মদেল সহ…জেতাতে প্রিন্ট খরস খুব কম…।

ভাই আমার ইপসন স্টাইলাস ফটো 1390 এর প্রিন্ট দেয়ার মাঝখানে হঠাৎ করে অর্ধেক প্রিন্ট হওয়ার পর পেপার আউট করে দেয়।
তখন প্রিন্টার ইজ নট রেডি দেখায় আর বলে যে সকল কানেকশন চেক করুন….. যদিও সব ঠিক আছে….এর পর আবার নিজে নিজে ওই পেজ প্রিন্ট হয়….. সমস্যা টা কি ধরতে পারছি না…. ড্রাইভার আনইন্সটল করে আবার দিলাম….(হেড চেঞ্জ করা 3 মাস আগে) কাজ হচ্ছে না…. জানা থাকলে একটু জানাবেন.,… প্রচুর কাগজ নষ্ট হচ্ছে …

ধন্যবাদ