আমি টিটিতে আসছি আজ প্রায় এক বছর হতে চলছে। কিন্তু কোন টিউন করার সাহস হয়নি। আজকে অনেক সাহস
করেই টিউন করতে বসলাম। অনেকটা চর্চার জন্য লেখা ।কোন ভুল হলে বা এই রকম টিউন আগে কেউ করলে আমি
মাফ চেয়ে নিচ্ছি।
অনেক সময় আমরা নতুন করে xp সেটাপ করলে নতুন দেয়া পাসওয়ার্ড ভুলে যায়।
এক্ষেত্রে অনেকের কাছে নতুন করে সেটাপ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না। যদি আপনি এরকম অবস্থায়
পরেন তাহলে ctrl এবং Alt বাটন এক সাথে চেপে ধরে Delete বাটনটি দুইবার চাপুন ।
তারপর যেটি আসবে সেখানে ইউচারে administrator লিখে ok তে কিল্ক করুন ।
ব্যস কাজ শেষ, এবার আপনি administrator হিসেবে লগইন করেছেন। আপনার আগের ইউজারের
পাচওয়ার্ড পরিবর্তন করতে পারেন।
আমি hamidul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১ম টিউনে স্বাগতম
দারুন টিউন করেছেন
@};- @};- @};-