কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
কিভাবে techtunes এ tune করবেন? এই tune টি নতুন, পুরাতন সবার জন্য। শিখে নিন টিউন করা আর হয়ে উঠুন চরম টেকটিউনার!
***প্রথমে techtunes এর homepage open করুন।তারপর “আমি টেকটিউনার” এ click করুন।
তারপর,এরকম একটি page আসবে।পেইজ এর নিচে রেজিষ্টার এ click করুন।
এই page এর সবকিছু যথাযথ পুরন করে রেজিষ্টার এ click করুন।
তারপর,আপনার e-mail address এ গিয়ে দেখুন আপনাকে techtunes হতে একটি email পাঠানো হয়েছে।আপনার username,password যত্ন করে রাখুন।email এ একটা link দেওয়া থাকবে।সেখানে ক্লিক করুন।তারপর,আপনার কাছে username,password চাবে।সবকিছু দিয়ে log in করুন।তারপর নিচের মত page আসবে।page এ “স্বাগতম …………” এই লেখায় click করুন।
তারপর,যে page আসবে তাতে “add new” তে click korun.
তারপর,চিত্রে দেখানো উপায়ে title,তারপর,tune টি লিখুন।
তারপর,catagories হতে category select করুন।category means আপনি যে বিষয়ে লিখতে চান তাতে ক্লিক করুন।post tags মানে যেমন আপনি আজকে মোবাইল এর কিছু গেম নিয়ে tune করছেন তাহলে আপনার tag হবে download,mobile,game.আশা করি বুজতে পেরেছেন।
এবার,আসুন tune এর আরেকটা দিক দেখি।tune করার ক্ষেত্রে নানাসময় image add করার প্রয়োজন হয়।তখন,add media files from computer এর নিচে browse এ ক্লিক করুন।তারপর,computer হতে image select করুন।তারপর,upload click করুন।upload হয়ে গেলে “insert into post” এ ক্লিক করুন।দেখবেন,আপ্নার tune এ image add হয়ে গেছে।
এবার,আরেকটি কথা।অনেকে বিভিন্ন screen shot নিতে অসুবিধায় পরেন।তারা এভাবে,screen shot নিতে পারেন।
আপনারা যেই page এর screen shot নিতে চান,সেই page open করে, keyboard এর printscreen button টি চেপে, তারপর start menu তে গিয়ে all program এ গিয়ে accessories এ গিয়ে paint এ click করুন।
Paint টুল টি open হলে paste এ ক্লিক করুন।তারপর,save as এ ক্লিক করে “jprg image” এ select করুন।তারপর,computer এর যেকোন জায়গায় save করুন।
আগের system এ যে screen shot হবে তা পুরো screen এর হবে।যদি নিদিষ্ট স্থান এর screen shot নিতে হয় তাহলে এই software এর সাহাজ্জে তা করা যায়।আসুন,দেখি কিভাবে তা করা যায়।
প্রথমে,software টি open করুন।তারপর, area তে ক্লিক করুন।তারপর,দেখিয়ে দিন কতটুকু যায়গার image দরকার।তারপর,save এ ক্লিক করে save করুন। এই সফটওয়্যার দিয়ে image তোলা ছাড়া video,audio capture করা যায়।
ডাউনলোড লিঙ্ক
http://www.mediafire.com/?41l48ljsj849pto
এবার,আরেকটি বিষয়ে আসা যাক।tachtunes এর প্রথম page এ headline এর পাশে যে ছবি থাকে তা কিভাবে দেওয়া যায়,তা দেখি।
প্রথমে, add media files from computer এর নিচে browse এ ক্লিক করুন।তারপর,computer হতে image select করুন।তারপর,upload click করুন।upload হয়ে গেলে “use as featured image” এ ক্লিক করুন।কাজ শেষ।এবার,tune publish করলে দেখবেন আপনার image select হয়ে গেছে।
আসা করি সবার ভাল লেগেছে।ভাল লাগলে জানাবেন।
শুভ বিদায়।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
খুভ ভালো লেগেসে সবাইরি কাজে আসবে