আপনার কম্পিউটার এর যে কোন ফাইল অথবা ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন তা ও আবার কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই।

অনেক সময় আমরা আমাদের বিভিন্য ব্যক্তিগত ফাইল অথবা ফোল্ডার অন্য দের কাছ থেকে লুকিয়ে রাখতে চাই,আর এ জন্য আমরা বিভিন্ন জটিল অপশন এর ফোল্ডার হাইড অথবা ফোল্ডার পাসওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করি যেগুলোতে ঝামেলা অনেক বেশি আর জটিল অপশন সমৃদ্ধ।আমরা চাইলে একটি ছোট্ট সাধারন ট্রিক্সের মাধ্যমে এ কাজ টি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই করতে পারি।এতে যেমন বাঁচবে আমাদের সময় ঠিক তেমনি বাঁচবে কম্পিউটার এর মুল্যবান RAM.চলুন দেখা যাক।

১.আপনি যে ফাইল অথবা ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চান সেটির উপর রাইট ক্লিক করুন এবং "Send to Compressed(ziped) Folder" ক্লিক করুন।

২.দেখবেন যে আপনার ফাইল অথবা ফোল্ডারটি zipped folder এ পরিনত হয়েছে।

৩.এবার আপনার কাংখিত ফাইল অথবা ফোল্ডারটির উপর রাইট ক্লিক করুন এবং open with,  compressed (zipped) Folder এর মাধ্যমে ওপেন করুন।

৪. এবার স্ক্রিনের ফাঁকা যায়গায় রাইট ক্লিক করুন এবং Add password সিলেক্ট করুন।

৫. আপনার পাসওয়ার্ড সেট করুন এবং বের হয়ে আসুন।

৬. এবার জিপ ফাইলটিকে Extract করুন,দেখবেন password চাইছে। Password দিয়ে Ok করুন।

৭. ব্যস পেয়ে গেলেন আপনার কাংখিত ফাইল অথবা ফোল্ডারটি। আপনার প্রয়োজনীয় কাজ শেষে পাসওয়ার্ড প্রটেক্টেড জিপ ফাইল অথবা ফোল্ডারটি রেখে আনজিপ ফাইল অথবা ফোল্ডারটি ডিলিট করে দিন।

বাড়তি নিরাপত্তার জন্য জিপ ফাইল অথবা ফোল্ডারটির এক্সটেনশন চেঞ্জ করে দিন।

তাহলে কেউ বুঝতে পারবে না যে এটি একটি জিপ ফাইল।আবার মেইন ফাইলটির দরকার হলে এক্সটেনশন .mp3 থেকে .zip করে নিন এবং আগের পদ্ধতি অনুসরন করুন.

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি   করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা একটা ভাল জিনিস। এটা শুধু উইন্ডোজ নয়, সব প্ল্যাটফরমেই কাজ করবে। আপনি আপনার টিউনের শিরোনাম পরিবর্তন করে দিতে পারেন।

————————————————–
Movie, Music, Ebooks, Software all is here.

সুন্দর টিউন হয়েছে। আশা করি সামনে আরো ভাল ভাল টিউন করবেন।

    অনেক ধন্যবাদ হাসান ভাই

খুব ভাল হয়েছে ।

    ধন্যবাদ রোমেল ভাই

কি বুদ্ধি! কি বুদ্ধি!!!!!!!!!!!!!!!

অ…নে…ক… ভালো হয় নাই। অনেক ভালো হয়ছে। ধন্য…যোগ।

    ভেরি ভেরি টেঙ্কু মাখন ভাই

খুভই ভালো টিউন । জটিল একটা trics । thanks…

    ধন্যবাদ নাজমুল ভাই

খুব সুন্দর টিউন এবং সহজ পদ্ধতি, ধন্যবাদ আকাশ ভাই

    অনেক ধন্যবাদ রাশেদ ভাই

Level 0

ধন্যবাদ আকাশ ভাই,,,,,,,,

    আপনাকেও অনেক ধন্যবাদ কমল ভাই

খুব সুন্দর টিউন। আপনাকে ধন্যবাদ।

    ধন্যবাদ তানভির ভাই

অনেক ভাল একটা ট্রিক্স শেয়ার করলেন,
অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ট্রিক্স উপহার দেয়ার জন্য।
আর টিউনও অনেক ভাল হইছে।
আপনার টিউন আমি আমার নিজস্ব ব্লগে প্রকাশ করতে চাই এবং আপনার নামেই যদি আপনি অনুমতি দেন।

    আপনাকেও অনেক ধন্যবাদ আতাউর ভাই। আমার টিউন আপনি আপনার ব্লগে প্রকাশ করবেন,এ তো আমার পরম সৌভাগ্য।তাই অনুমুতি চেয়ে আমাকে আর লজ্জা দেবেন না।

বাহ

    ধন্যবাদ ফয়সাল ভাই

পাংখা… তয় ঝামেলা এট্টু বেশী

    ধন্যবাদ, ভাই,আপনি কোন ঝামেলার কথা বলছেন, বুঝতে পারছি না।

Jantam… tarpor-o sundor tune korar jonno thanks…

    অনেক ধন্যবাদ নাজমুল ভাই

vai windows Xp ta ke avabe password deya jay.

apnar pc’r icon gula share koren vai..plzzz

Level 0

vi amar “OPEN WITH” a kono opstion ni. ke korbo?

এবার আপনার কাংখিত ফাইল অথবা ফোল্ডারটির উপর রাইট ক্লিক করুন এবং open with, compressed (zipped) Folder এর মাধ্যমে ওপেন করুন।

kinto windows 7 a ai oftion nai

akon ki korbo???????

Level 0

আকাশ ভাাই আমার পিছি ত open with a compress(Zipped) folder option আশে না

Level 0

আকাশ ভাই আমার ও PC তে open with a compress(Zipped) folder option আশে না।প্লিজ হেল্প একটু করেন ভাই ।

gamedownloadsbd.wordpress.com

Level 2

nice tips dada…thanx

Level 0

valo tobe only for XP. <<<< 7 & 8 e kaj kore na coz Add Password option ta nai. linux e ekhono dekhi nai 🙁

Level 0

Are u alive ? response quick
আকাশ ভাই আমার ও PC তে open with a compress(Zipped) folder option আশে না।প্লিজ হেল্প একটু করেন ভাই ।