উইন্ডোজে ইউজার বা administrator লগইন পাসওয়ার্ড থাকা সত্তেও প্রবেশ করুন অন্যের কম্পিউটার (পাসওয়ার্ড এর কোন রকম পরিবর্তন বা ক্ষতি না করে )

আসসালামু আলাইকুম

আমরা সবাই হ্যাকিং করতে পচ্ছন্দ করি ,তাও যদি হয় আবার উইন্ডোজ লগইন পাসওয়ার্ড তাহলে তো কথাই নেই । ইন্টারনেটে এরকম অনেক সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা অনেকেই পেনড্রাইভ অথবা সিডি দিয়ে অনায়সে উইন্ডোজ লগইন পাসওয়ার্ড ভেঙ্গে উইন্ডোজ এ প্রবেস করতে পারি । কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো ব্যাবহারকারি সহজেই বুঝতে পারে যে তার কম্পিউটার হ্যাক করা হয়েছে কারন পাসওয়ার্ড ভেঙ্গে ফেলার ফলে উইন্ডোজে কোন পাসওয়ার্ড থাকে না । তবে আজকে আমরা এমন এক পদ্ধতি দেখব যার মাধ্যমে উইন্ডোজ পাসওয়ার্ড না ভেঙ্গেই  উইন্ডোজে প্রবেস করবো ।

পূর্বপ্রস্তুতিঃ

# আপনি যে কম্পিউটার হ্যাক করতে চান সে কম্পিউটারের BIOS এ অবশ্যই পেনড্রাইভ দিয়ে বুট করার অপশন থাকতে হবে ( আমার দেখা মতে বাংলাদেশে বহুল ব্যাবহৃত মাদারবোর্ড হলো G31 chipset মাদারবোর্ড যা পেনড্রাইভ দিয়ে বুট করা সাপোর্ট করে । এছাড়া G31 chipset এর পরে যে সকল মাদারবোর্ড আসছে বা আসতেছে তা সবগুলোতেই পেনড্রাইভ দিয়ে  বুট করার অপশন আছে ) ।
# আপনি যে কম্পিউটার হ্যাক করতে চান তা অবশ্যই এক্সপি ব্যাবহারকারি হতে হবে (পরবর্তীতে   উইন্ডোজ ৭ এর পদ্ধতি দেখাব ) ।

# একটি পেনড্রাইভ ( কম্পিউটার আছে কিন্তু পেনড্রাইভ নাই এরকম পাবলিক গুগল দিয়েও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে ) ।

#   এবার পেনড্রাইভ ইউএসবি পোর্ট এ লাগাই এবং ফরম্যাট করি । ফরম্যাট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে file system অবশ্যই fat32 থাকতে হবে ।

#  এবার এখান থেকে unetbootin নামক সফটওয়্যারটি এবং এখান থেকে .img ফাইলটি ডাউনলোড করে নেই ।

#এবার unetbootin সফটওয়্যারটি ওপেন করি এবং চিত্র অনুসারে  কাজ করি  .....................


# এবার Exit বাটন এ ক্লিক করুন , আপনার পেনড্রাইভ প্রস্তুত হয়ে গেছে হ্যাকিং এর জন্য ।

এবার চলুন মিসনে.....................

# যার কম্পিউটার হ্যাকিং করতে চাচ্ছেন তার কম্পিউটার ওপেন করুন এবং BIOS এ প্রবেশ করুন ( বেশীরভাগ কম্পিউটার এ F12 ,F8 ,DEL বাটন এর মাধ্যমে  BIOS এ প্রবেশ করা যায়  )  ।

# এবার first boot device বা boot priority  ইউএসবি  সিলেক্ট করে দেই ।  চিত্রের মাধ্যমে দেখানো হলো

# boot  এ সিলেক্ট করুন

# আবার award bios  এর ক্ষেত্রে অন্যরকম পদ্ধতি  , চিত্রে তা  দেখানো হল

# এবার advance bios  feature এ ক্লিক করুন এবং first boot device  usb hdd সিলেক্ট করে দিন । আধুনিক bios গুলোতে সরাসরি  পেনড্রাইভ এর নাম এসে পরে ।

# এবার কীবোর্ড এর f10 বাটন  চাপুন  অর্থাৎ Save & Exit Setup করুন ।

# এবার দেখবেন কম্পিউটার আবার নতুন করে চালু হয়েছে এবং নিচের চিত্রের মতন   একটি স্ক্রীন আসবে .........

# এবার একবার কীবোর্ড এর  Enter বাটন চাপুন এবং দেখুন মজা ................................. উইন্ডোজ আপনার কাছে লগইন  পাসওয়ার্ড  চাবেনা ।

এবার যখন মূল ব্যাবহারকারি কম্পিউটার এ প্রবেশ করবে তখন তার পাসওয়ার্ড দিয়েই প্রবেশ করতে হবে এক্ষেত্রে যদি কোন প্রত্যক্ষদর্শী আপনার আকাম না
দেখে তাহলে সে কখনোই জানতে পারবেনা যে আপনি তার কম্পিউটারে প্রবেশ করেছেন ।

কষ্ট করে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ ....................................

Level 0

আমি faruq100। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।জটিল একটা জিনিস Share করার জন্য।

    আপনাকেও অনেক ধন্যবাদ পুরো টিউনটি পড়ার জন্য ………………

Level 0

জটিল………।

Level 0

কিন্তু বস windows lock থাকলো এবঙ পেনড্রাইভ কিভাবে ইউজ করলেন বুঝে আরলো না । আপনাকে ধন্যবাদ টিউন ভালো হয়ছে।

    আপনার কম্পিউটারে পেনড্রাইভটি বুটেবল (bootable) বানাবেন
    এবং পেনড্রাইভটি অন্যের কম্পিউটারে হ্যাক করার জন্য ব্যাবহার করবেন ……আসা করি বিষয়টি বুঝতে পেরেছেন ।

    আর আপনাকে ধন্যবাদ কমেন্টস এর জন্য ……………….

বোকা ছেলে কয় কি!!! ধন্যবাদ।

    ভাইয়া কওয়াতো এখনো শেষ হয়নাই ,
    সামনে পরীক্ষা তাই আজ টিউনটির অর্ধেক করলাম !!!!!!!!!!
    যাইহোক ধন্যবাদ কমেন্টস এর জন্য ………………

Jotil hoyse mama

Level New

Unlimited thanks. প্রিয়তে রেখে দিলাম।

    ভাইয়া আপনাকেও ইনফিনিট থ্যাংকস ……………

ঐ পেনড্রাইভে কি অন্য কোন ডাটা রাখা যাবে?

Level 0

বোকা ছেলে ভাই হচ্ছে না তো!!! আমি তো আমার কম্পিউটারে করে দেখলাম, আগের মতোই পাসওয়ার্ড চাচ্ছে। আচ্ছা UNetbooIN & .img ফাইল দুইটা ডাউনলোড করে কি আমার পেনড্রাইভে সেভ করবো? যদি কাজ হয় তাহলে সত্যি চমৎকার একটা টিউন। ধন্যবাদ আপনাকে।

    ভাইয়া বুট করার সময় কি kryptos logic স্ক্রীনটি আসে ???????

    Level 0

    না ভাইয়া ঐ স্ক্রীনটির অপেক্ষাই তো করছি। কিন্তু আসে না। আমার পিসি আগে যেভাবে open হতো এখনো তেমনই হয়। bios এ গিয়ে first boot দিয়েছি pen drive। কেন যে হচ্ছে না!!! 🙁 ফাইল দুইটা ডাউনলোড করে কোথায় সেভ করবো? পেন ড্রাইভে নাকি হার্ডডিস্কে? .img টা আমার পিসিতে মনে হয় সাপোর্ট করে না। তাই এই অবস্থা। উল্লেখ্য আমার পিসিতে JAVA install করা নাই। এখন আমি কি করতে পারি জানালে খুশী হবো । ধন্যবাদ

    ভাইয়া .img ফাইল টি কম্পিউটারে সাপোর্ট না করলেও হবে ,
    প্রথমে ফাইল দুটি ডাউনলোড করে হার্ডডিস্ক এ সেভ করুন ,
    আপনার পেনড্রাইভ টি system 32 তে ফরম্যাট করুন
    এবার unetbootin টি ওপেন করে .img file টি locate করে দিন (টিউনে দেখেন )
    এবার সব কাজ শেষ হয়ে গেলে পেনড্রাইভ ওপেন করে দেখুন এই চারটি ফাইল দেখাবে
    syslinux.cfg
    ldlinux.sys
    ubninit
    ubnkern

    এই চারটি ফাইল যদি দেখায় তাহলে reboot করুন ………
    আর যদি এখনো কাজ না করে তাহলে আরেকটি পেনড্রাইভ ব্যাবহার করে দেখতে পারেন

    Level 0

    ধন্যবাদ ভাইয়া reply করার জন্য। ldlinux.sys এই ফাইল ছাড়া বাকি ৩টা ফাইল দেখায়। 🙁 🙁 আর কি কিছু করার আছে?

    ভাইয়া My Computer >> Tools >> Folder Options >> View
    এ যান show hidden files and folder এ টিক দিন
    এবং hide protected operating system file এর টিক চিহ্ন উঠিয়ে দিন (টিক চিহ্ন উঠানোর সময় একটি মেসেজ আসবে
    তখন yes বাটনে ক্লিক করবেন ) । এখন দেখেন চারটি ফাইল দেখাবে , আর যদি না দেখায় তাহলে বুঝবেন virus মামার কারসাজি !!!!!
    ধন্যবাদ ……

Mojar jinis, tobe ektu koster. R ekhon motamuti sobai win7 use kore.

    ভাইয়া উইন্ডোজ ৭ ও করা যায় তবে তা আরেকটু কঠিন পদ্ধতি , সামনে পরীক্ষা তাই
    আজকে আর লেখলাম না …………

মজার জিনিস । ধন্যবাদ বোকা ছেলে ।

ধন্যবাদ ভাইয়া….Vaia please please please win7 এর টা দরকার….যখন দিবেন তখন link টা ([email protected]) এই addrs send করবেন ভাইয়া… আপনার পায়ে ধরি…আর আপনার number টা দেন যদি কিছু মনে না করেন…

    ভাইয়া মন খারাপ করলাম ,
    আপনাদের সাহায্য করার জন্যই তো আমার টিউন করা !!!!!!!!!!!!!
    এভাবে request না করলেও পারতেন ।
    যাইহোক আপনার আবদার মনে রাখলাম …… …………

    না ভাইয়া আমার খুব দরকার তো তাই বলেছি…ধন্নবাদ ভাইয়া মনে রাখার জন্য

Level 0

Josh jinis,vaiya..Thnx for it….

    আপনাকেও থ্যাংকস টিউনটি পড়ার জন্য …………

Level 0

vaia onek valo hoaca >>>>>>>>>>>

Good Job.

"কম্পিউটার আছে কিন্তু পেনড্রাইভ নেই এরকম পাবলিক গুগল দিয়েও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে"–কথাটা মজা লাগছে।টিউন মারাত্মক হইছে!

বোকা ছেলে দেখি জটিল টিউন করেছে একথায় আসাধারন আমি আছি তোমার প্রতি টিউনে তুমি করে বল্লাম রাগ কোরানা লোক্ষি ছেলে।

    দূর মিয়া বাংলা ছবির ডাইলগ মাইরেননা তো ,আর মাইন্ড করার কি আছে আমিতো আপনার ছোট ভাইয়ের মতন …………
    আর সাথে থাকার জন্য ধন্যবাদ ……………

Level 0

ভাই আমি কি তার Password দেয়া user account এ ঢুকতে পারব নাকি live mini Xp এর মত বুট হবে

Level 0

Kintu Vai Ato Jhamela Na Kore Ame Jode PC Safe Mode A Run Kore Tahole To Amne Tae Password Chai Na Ontoto XP Te 🙂

    Vaia amra safe mode e sadaronoto administrator e probesh kori , ekhon jodi administrator e age theke password deoa thakle apni r probesh korte parbenna………thanks

Level 0

Awesome vai. Plz win7 r jonno o liken broooooooooooooo!!!!!!!!!!!!!!!

    ভাইয়া exam এর জন্য টিউনটি করতে পারছিনা , ৩০ তারিখের আগে টিউনটি করার জন্য সময় পাবোনা ………
    যাইহোক ধন্যবাদ কমেন্টস এর জন্য ।

কে বলে ভাই আপনি বোকা আপনিতো অনেক বুদ্ধিমান,
অসাধারন একটা ট্রিক্স এবং টিউনটাও অনেক সুন্দর হইছে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

    ভাইয়া দোয়া করেন যেন এরকম আরো সুন্দর সুন্দর টিউন আপনাদেরকে উপহার দিতে পারি ……………

Waiting 4 windows 7 Bcoz amar asepase win xp user nai bolle chole…….Tanks 4 your nice tune…

Level 0

Vai windows 7 kivabe hack kora jay bolben?

Level 0

ভাই আমার তো এ ৩ টা ফাইল হয়
syslinux.cfg
ubninit
ubnkern
আর এ ১ টা হয় না।
ldlinux.sys
এ ভাবে ও দেখছি দেখায় না। My Computer >> Tools >> Folder Options >> View
এ যান show hidden files and folder এ টিক দিন
এবং hide protected operating system file এর টিক চিহ্ন উঠিয়ে দিন (টিক চিহ্ন উঠানোর সময় একটি মেসেজ আসবে
তখন yes বাটনে ক্লিক করবেন )

দয়া করে আকটু সাহায্য করবেন কি?

    আপনার কম্পিউটারে ভাইরাস আছে । আপনাকে প্রথমে ভাইরাস রিমুভ করতে হবে ……………
    ধন্যবাদ …………………………

    Level 0

    ২ টা কম্পিউটার এ দেখলাম আর আমি অ্যান্টিভাইরাস ব্যবহার করি আমার কম্পিউটার এ ।কি সমস্যা তাও পাচ্ছি না।আর কেও যদি এটাতে সফল হয়ে থাকেন এখানে রেপ্লায় দিবেন।

    Level 0

    ভাই boot হবার পর এ পর্যন্ত হয় আর কিছু আসে না।দেখেন ছবিটা http://img180.imageshack.us/img180/7550/konboot.png
    তাহলে সমস্যা কি???????????

    My Computer >> Tools >> Folder Options >> View
    এ যান show hidden files and folder এ টিক দিন
    এবং hide protected operating system file এর টিক চিহ্ন উঠিয়ে দিন (টিক চিহ্ন উঠানোর সময় একটি মেসেজ আসবে
    তখন yes বাটনে ক্লিক করবেন )
    উপরের কাজটুকু করুন ।
    এবার my computer >> local disk c(আপনি যেখানে এক্সপি setup দিয়েছেন ) যান
    এবার দেখুন এই দুটি ফাইল দেখায় কিনা
    hiberfil.sys
    pagefile.sys
    তাড়াতাড়ি রেপ্লায় করুন …………

apnake onek boka mone korechilam . akhon mone hocche ta vul

Level 0

ধন্যবাদ ভাই, আমােক একটু েহল্প করেবন প্লীজ? unetbootin থেকে এ ৩ টা ফাইল হয়
syslinux.cfg
ubninit
ubnkern

আর এ ১ টা হয় না।
ldlinux.sys (আমি ফাইলি নেট থেকে ডাউন করে ও কোন লাভ হয়নি। শুধু boot disk error দেখায় )

    ভাইয়া না হওয়ার কোন কারন নেই , আমার দেখা মতে প্রায় সবাই সফল হয়েছে …
    My Computer >> Tools >> Folder Options >> View
    এ যান show hidden files and folder এ টিক দিন
    এবং hide protected operating system file এর টিক চিহ্ন উঠিয়ে দিন (টিক চিহ্ন উঠানোর সময় একটি মেসেজ আসবে
    তখন yes বাটনে ক্লিক করবেন )
    উপরের কাজটুকু করুন ।
    এবার my computer >> local disk c(আপনি যেখানে এক্সপি setup দিয়েছেন ) যান
    এবার দেখুন এই দুটি ফাইল দেখায় কিনা
    hiberfil.sys
    pagefile.sys………..

ভাইয়া সুপার হট টিউন। খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ

Level 2

vai ata diye ki bios password break kora jai ????

    নারে ভাই , bios পাসওয়ার্ড break করা যায়না ………

Level 0

মনে হয় আমিই বোকা ছেলে, ভাইয়া আমি ২৫৬এমবি/৮জিবি পেন ড্রাইভ দিয়ে করেছিলাম। ফরম্যাট ও করেছি ঠিকঠাক মতে করেছিলাম। তারপরও Disk Error দেখায়। Please Help Me.. Any more ease way…….

    ভাইয়া আপনার পেনড্রাইভে ভাইরাস থাকলে কাজ করবেনা ,
    ভাইরাস মুক্ত কম্পিউটার থেকে পেনড্রাইভ টি তৈরি করুন ইনশাল্লাহ ১০০% কাজ করবে ……
    ধন্যবাদ …………

bhaia…………nice tunes korchan..apnar kas thakay arokom tunes aro chai..plz….kintu bhaia.vista/ win 7 dilay balo hatho…please bhaia aktu diya diyan..apakai thaklam…

    ভাইয়া , পরবর্তী টিউনে উইন্ডোজ ৭ এর সমস্যার সমাধান দেওয়া হবে ,
    ধন্যবাদ কমেন্টস এর জন্য ………

Level 0

chorom hoicha vaiya,,kevabay thanks debo bujche na…
vaiya windows7 ta taratari koran,,r sojjo hocha na,,,,,,
waiting for Windows7…….
vaiya jodio possibal hoi Windows7 ar link ta [email protected] a kindly send korban,,,,,
onak onak onak onak vase valobasa roilo..

    আর ভাইয়া বেশিদিন অপেক্ষা করতে হবেনা
    দুই একদিনের মধ্যে টিউনটি করে ফেলব (ইনশাল্লাহ )
    ধন্যবাদ কমেন্টস এর জন্য ……………

ভাই আমার পিসি তে boot হল last er pic er age ta but amar ta আছে advance bios feature কিন্তু আমি এটাতে kono USB hdd pai nai

    ভাইয়া দেখেন usb fdd অপশন আছে কিনা ,
    আর আপনার মাদারবোর্ড এর মডেল টা বলেন ।
    ধন্যবাদ…………

Level 0

ভাই, kryptose পেজ আসলে এন্টার দিলে এই ছবিটা আসে, আবার এন্টার দিলেও এক_ই ঘটনা বার বার হচ্চে, কি করব?

Level 0

ছবি তো Upload korte parina ,
5 ta line ase,
Cheaking SSAP bios entries
Dummy Bios detected…….etc
Booting Up EOT

my mother board G43GT classic Intel….

    ভাইয়া আপনার মাদারবোর্ডের কোন সম্যসা নাই ।
    ভাইরাস মুক্ত কম্পিউটার থেকে পেনড্রাইভ টি তৈরি করুন ইনশাল্লাহ ১০০% কাজ করবে ……
    ধন্যবাদ …………

https://www.techtunes.io/hacking/tune-id/76487/image010-5/
ভাই আমার এই ছবি আসে কিন্তু কম্পিউটারে প্রবেশ করা যায়না?
সাহায্য করেন ভাই।

    ভাইয়া enter বাটন প্রেস করুন ………………
    তারপরো যদি না হয় তাহলে কমেন্ট এর মধ্যমে জানান ।
    ধন্যবাদ ………

Level 0

win 7 usurdr r koto opekkhai rakhben?

Level 0

win 7 user der r koto opekkhhai rkhben?

ভাই, আপনার মত বোকা হতে পারলেও নিজেকে ধন্য মনে করতাম।

bhai win 7 kakon dichan????

Level 0

Nice post……………..

Level 0

vai win 7 er ta dile upokrito hobo….!!!

vai win 7 er ta den

Oi vai win 7 ar ta den mia…naile apnare gulli kormu… 😛

Level 0

Vai tune ti korer jonno apnaka thanks. Vai amai 3 bar chasta kore o parlam na. Doya kory amake help korenna vai.– Faroque –vai er j problem ta hoyse thik amaro tai. Ona k deoa poramorso moto kaj korsi kinto vai amar (Local disk- c) te ( hiberfil.sys ;
pagefile.sys) fail pawa jai nai. Vai doya kory 24 june 2011 3:29 am er picture ta dekhe somadhan ta den vai please…..please…….please…….please vai.

vaia apner mediafire thake .img file ta delate hoye gace kindly file ta ki abr daowa jai. Thanks.

Level 0

ভাইজান আমার অনেক বেশি দরকার উইন্ডোজ ৭ এর টা। দয়া করে saiful_islam619@yahoo,com পাঠাইয়া দিবেন।অনেক খুশি হব।

img file ta khuje pelam na

img file koy…

ভাই আমি ইমেজ ফাইলটা ডাউনলোড করতে গেলে সে ফাইলটা ডিলেট দেখায়। এখন কি করব??? দয়া করে তারাতারি উত্তর পাঠাও।

Level 0

Bhai, apnar image file ta mediafire delete kore dise, kindly ektu share korben?

Level 0

ভাইয়া ঈমেজ ফাইল তো পাই না, দয়া করে ফাইল টা ———
vai khob joroji please please please
[email protected]
01726290760

Level 0

ভাইয়া দয়া করে ইমেজ ফাইলটা দিন, আমার খুব উপকারে আসবে

বোকা ছেলে ভাই, উক্ত ফাইল দুটি কোথা হতে ডাউনলোড করব একটু বলবেন।

unetbootin সফটওয়্যারটি কোন সাইটে পাওয়া যাবে ? দয়া করে একটু তারা তারি উত্তর দিলে ভাল হয়।

Level 0

ভাইয়া প্রথমে আপনাকে ধন্যবাদ এরকম জটিল একটা টিউন করার জন্য। তবে আপনার TIPS টি কাজে লাগালনোর জন্য image file file টি দরকার। আমাদের সকল বন্ধুরা image file এর LOCATION জানতে চাইছে। আশা করি ফাইল টি কিভাবে পাওয়া তা জানাবেন। অন্যথায় আপনার কস্ত করে পোস্ট করা tune টি আমাদের কার কাজে আসবেনা।
ধন্যবাদ

Level 0

Bhai Aapnar File 2ta Mediafire Fire Koera Desa, PLS Ektu Re Upload Kore Kosto Koera.

ভাইয়া প্রথমে আপনাকে ধন্যবাদ এরকম জটিল একটা টিউন করার জন্য। Image file টি দরকার। আমাদের সকল বন্ধুরা image file এর LOCATION জানতে চাইছে। আশা করি ফাইল টি কিভাবে পাওয়া তা জানাবেন। অন্যথায় আপনার কস্ত করে পোস্ট করা tune টি আমাদের কার কাজে আসবেনা।
ধন্যবাদ

01819876055

Level 0

vaia img file to nei .. mediafire link a show kore na .. jodi file tar link diten or mail kore diten khb khusi hotam .. unetbootin er web server theke soft ta pyci .. vaia img file ta pls mail kore din onek khushi hobo … ( [email protected] ) …

Level 2

vai, img file ta nai.. akhon ki korbo..? abar re upload kore othoba mail kore diben pls…??