আগের টিউনে দুইটি হ্যকিং সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম যেটিতে হ্যাকার হ্যাক করতে যেয়ে নিজেই হ্যাকড্ হয়ে যায়। না দেখে থাকলে দেখতে পারেন।
আজ অবশ্য তেমন কিছু না। সাধারণ জিটক। তবে এটি দিয়ে শুধু নিজ পিসিতেই কাউকে হ্যাক করা সম্ভব। ব্যবহারের জন্য Microsoft.NetFramework কমপক্ষে ১.০ পিসিতে ইনস্টল করা থাকতে হবে।
ব্যাপার তেমন কিছুই না...
কেউ আপনার পিসিতে বসলে তাকে এই গুগল টকে লগ ইন করান। কেউ সন্দেহ করলে তাকে বলুন এটা নতুন ভার্সনের জিটক এবং পোর্টেবল :)। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর sign in-এ ক্লীক করলে এই ধরনের ইরর মেসেজ দেখাবে-
তাহলে পাসওয়ার্ড গেল কই ❓
আপনার C ড্রাইভে যান। দেখবেন, googletalk নামে একটা টেক্সট ফাইল তৈরী হয়েছে। ঐখনে সময় তারিখ সহ পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। 😉
আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok
Class Nine-e পড়; কিন্তু চিটিং করতে শেখালে?