উইন্ডোজ এক্সপি ভিস্তা এবং সেভেন এর password রিমুভ করুন মাএ এক মিনিটে । কি বিশ্বাস হচ্ছে না……?


প্রথমে সবাইকে আমার সালাম। উইন্ডোজ এর ইউজার password আমরা অনেক সময় ভুলে যাই আর এর জন্য নতুন করে উইন্ডোজও Install করে ফেলি আবার অনেকে অনেক জটিল পদ্দতি অনুস্মরণ করতে গিয়ে উইন্ডোজ এর ১২ টা বাজিয়ে ছেরে দেই। কি দরকার এত কিছু করার...? আজ আমার টিউন এর শিরোনাম দেখে হইত অনেকে অবাক হবেন কারণ এক মিনিটে কি করে এর উইন্ডোজ password রিমুভ করা যাই ?
হ্যা সেটাই দেখাব আজ আপনাদের, তার জন্য যা করতে হবে তা হল ছোট্ট একটি Bootable (ISO) software (8.44 MB) সিডিতে কপি করতে হবে, কপি শেষ হলে যে কম্পিউটারের password রিমুভ করা ধরকার সেই কম্পিউটারের CD-ROM-এ password রিমুভ করার সিডিটি ঢোকান, তার পর কম্পিউটার Restart করে CD থেকে Boot করুন, তার পর দেখবেন উইন্ডোজ এক্সপির মত সেটাপ হচ্ছে, তা দেখে ভয় পাবেন না বা ভাববেন না যে উইন্ডোজ এক্সপি সেটাপ হচ্ছে। একটু অপেক্ষা করুন দেখবেন Dos mod চলে আসছে এবং সেখানে সব গুলো ড্রাইব স্কেন করে যে ড্রাইবে উইন্ডোজ আছে সেটা দেখাবে।
প্রথম ধাপে আপনাকে ড্রাইব সিলেক্ট করতে বলবে ( ড্রাইব এর পাশে যে নাম্বার দেওয়া থাকবে সেটা চেপে এন্টার দেন) তার পর দ্বিতীয় ধাপে সব গুলো ইউজার নিছে দেখাবে এখান থকে যে ইউজার এর password রিমুভ করবেন সেই ইউজার এর পাশের যে নাম্বার দেওয়া থাকবে সেটা চেপে এন্টার দেন। তার পর আপনাকে বলবে আপনি কি সত্যি-ই password টি রিমুভ করতে চান ? উওর Yes হলে (Y) আর No হলে (N) চেপে এন্টার দিয়ে সিডি টি বের করে কম্পিউটার Restart করে দেখেন আর password দেওয়ার জন্য বলছে না। ভাল লাগলে মন্তব্য করবেন আর Bootable software টি ডাউনলোড করুন নিছের লিংক থেকে। ****হোসাইন**** (সৌদি রিয়াদ)

ডাউনলোড করোন এখান থেকে

Level 0

আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

    বেকার খাঁন আপনাকেও ধন্যবাদ

জব্বর একটা টিউন মারলেন রে ভাই। যুগ যুগ বেচে থাকবেন, তবে বুড়া হবেন না। ধন্যবাদ

অমর হওয়ার ইচ্ছা নাই তবে যত দিন বাচব ভাল কিছু করে যাওয়ার চেস্টা করব। ধন্যবার মন্তব্যের জন্য

এক্সপির জন্য টেস্ট করলাম। কাজ করে 🙂
ধন্যবাদ

    অদ্ভুত ভাই এটা উইন্ডোজ ভিস্তা এবং সেভেনও কাজ করবে আমি টেস্ট করছি

দারুন হয়েছে

    সিমা আপু ধন্যবার মন্তব্যের জন্য

উপকারি টিউন, ধন্যবাদ

    উপকার করার উদ্দেশ্যে-ই এটা লিখা

Level 3

ধন্যবাদ

আপনি এতোদিন কোথায় ছিলেন? আপনার এই টিউনটা যদি আমি ২ দিন আগেও পেতাম তাহলে কি আমাকে আর এইভাবে এতো কষ্ট করে উইন্ডোজ সেটাপ দিতে হয়?????

    ছিলাম তো আপনাদের আশে-পাশে-ই কিন্ত দেখা দিতে দেরি হয়ে গেল

Level 0

নতুন কিছু না।

    পন্ডিতদের জন্য নতুন কিছু না কিন্ত নতুনদের জন্য জানার বিষয়। ধন্যবাদ

ভাই অনেক সুখে থাকেন। xp কোন ক্ষতি হবে নাতো? Bootable (ISO) সিডি কি Naro 6 দিয়ে হবে ? এবং নরমাল data cd কপি করার মত।

    সুখ পাখি খাচা বেংঙ্গে চলে গেছে তাই সুখ মোর কপালে নাই। আর এটা সিডিতে IsoBurner দিয়ে কপি করলে ভাল হবে। ভয় পাবেন না উইন্ডোজ এর কোন ক্ষতি হবে। ধন্যবাদ

    IsoBurner কোথা পাই? এক পাখির জন্য কেঁদে কি লাভ আরো পাখি আসবে।

vai xp te to administrator diyei kaj chalano jai…….oi rokom kono upai ki 7 a ase?
cd to r sobsomoy kase thake na…..cd chara menually ki r kono way ase? bios theke kemne password deya jai jalnale upokrito hotam..

    জাহান ভাই এটা উইন্ডোজ ভিস্তা এবং সেভেনও কাজ করবে। আর BIOS এর মধ্যে যে password দেওয়া হয় সেটার জন্য BIOS- এ ডোকে Security তে গিয়ে password set করতে পারেন।আপনাকে ধন্যবাদ

    ভাই এটা জে ৭ এ কাজ কোরবে টা বুঝটে পারসি। কিনটু xp এর মতোন ৭ এ কোনো উপাই আছে কি না তাই জানতে চাইছি। in xp alt+ctrl+del->administrator->ok like this

    উইন্ডোজ ভিস্তা এবং সেভেনে এমন হয় না

ধন্যবাদ, সুন্দর টিউন কাজে লাগবে

আমরা তো আপনাকে খুঁজছি , আপনি কোথায় ? ধন্যবাদ , চালিয়ে যান।

    একটু পিছনে থাকান>>>> এই যে আমি>>>>> দেখা যাই না……? ধন্যবার মন্তব্যের জন্য

জটিল টিউন,,,,,,অনেক ধন্যবাদ।

জটিল টিউন করছেন, অনেক ভালো লাগলো……ধন্যবাদ।

সবাই যেভাবে ধন্যবাদের ফুলঝুড়ি ছোটচ্ছে তা দেখে আমিও ধন্যবাদ দেয়ার chance টা ছাড়লাম না। তবে আমি এখনও চেষ্টা করে দেখিনি। আসলে দরকার হয়নি। দরকার হলে করব।

    আপনাকে ক্লান্ত মনে হচ্ছে । থাক পরে-ই দিয়েন……।ধন্যবাদ

দারুন কাজের জিনিস আপনাকে ধন্যবাদ।

একটু বেশি ভালো লাগসে ভাই। ফুল ভার্শন ধন্যবাদ।

    আপনাকেও একটু বেশি ধন্যবাদ

Level 0

অসাধারন…। অনেক দিন পর একটা কাজের টিউন পেলাম…
ইদানিং তো আজাইরা পেচাল নিয়েও অনেক টিউন হয় যেগুলো Technology Related না, এভাবে চলতে দিলে Techtunes এর নাম থেকে Tech উঠিয়ে দিতে হবে হয়তো… যাই হোক, ভাই, Thanks….

    আপনার কাছে অসাধারন মনে হয়েছে কিন্ত উপরে দেখলাম ৬ জন অপছন্দ করেছে । আসলে তারা কি কম্পিউটার বিষয়ক অনেক বড় পন্ডিত নাকি কম্পিউটার এর বিষয়ে ধারণা-ই নাই। এটা খারাপ লাগার মত টিউন হয়েছে নাকি………?

    Level 0

    আমার মনে হয় ওরা (৬ জন) ব্যাপারটা বুঝতেই পারে নি, অথবা ISO File ঠিক ভাবে Write করতে পারে নি, এজন্য এই অবস্থা।।

অনেক দরকারি সফটওয়্যার, কাজে লাগবে।

আপনি যে সপ্টওয়ারটা দিছেন তা যে কত প্রকার উপকার হবে, তার অপশন দিতে গেলে ত অনেক। একটু জানাবেন কি? রার ফাইলটা ভাঙ্গার পর WIN51IP.SP3 WIN51IP I386 এই তিনটা ফাই কি রাইট করলে হবে? দয়া করে একটু জানাবে। ধন্যবাদ।

    আমি তো জিপ ফাইল দেই নি, এটা হল ISO ফাইল আর এই ফাইলটা সিডিতে কপি করার জন্য IsoBurner ব্যবহার করতে পারেন http://www.freeisoburner.com/

অসংখ্য ধন্যবাদ

    ভাই মুচকি হাসবেন না লজ্জা লাগে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ

thank u

Level 0

ata ki ghotona ghotailen

Level 0

administrator password o ki remove kora jabe?

    সব password ই remove করা যাবে

Level 0

ধন্যবাদ

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ

সে রকম হয়েছে।

    সিরাম কিরাম ? বুইজতে পাইরলাম না……। আপনাকেও ধন্যবাদ

অনেক ভাল টিউন।ভাই এটা কি যে কোন cd তে কপি হবে। দয়া করে জানাবেন।

    হাসান ভাই আপনি যে কোনো সিডিতে কপি করতে পারেন সমস্যা নাই। তবে কপি করতে IsoBurner ব্যবহার করতে পারেন http://www.freeisoburner.com/ ধন্যবাদ

Level 0

ভাই, iso burner তো software এর মধ্যে কোনো iso file ডিটেক্ট করে না কিভাবে burn করব?

Level 0

অসংখ্য ধন্যবাদ ভাই ।

Level 0

Can i do this with a pendrive?

Level 0

i forget my password for windows 7.. can possible recovery my password? without ssetup windows….i try this trips and software….please help

Level 0

উইন্ডোজ এক্সপি তে কাজ করে। কিন্তু উইন্ডোজ ৭ এ পারতেছি না