প্রথমেই শুরুকরি আমাদের জনপ্রীয় টিভি চ্যানেল একুশে, এটিএন এবং দৈনিক পত্রিকার আলোচিত সংবাদ Google.com.bd বাংলাদেশের হ্যাকার দ্বারা হ্যাকিয়ের শিকার হয়েছে।(January 08, 2011 ) এখান থেকেই আমরা আমাদের অভিযান শুরু করি….....
Tiger M@te এর হ্যাকিং করা ওয়েব সাইটের সংখ্যা এখন প্রায় এক হাজারের কাছাকাছি। এই সবগুলো ওয়েব সাইটের ডিফেজ পেজে হিসাবে হ্যাকার একটি ইমেইল আইডি ব্যবহার করে, যা হলো [email protected]
প্রথমে আমরা Tiger M@te এর ব্যবহার করা ইমেইলটি Google.com এ সার্চ করি এবং যার ফলাফল দাড়ায় যে, এই ইমেইল আইডি টি একটি বিখ্যাত হ্যাকার ফোরামের সাথে সংশ্লিষ্ট।
এই ফোরামটিতে আমরা তার লেখা বেশ কিছু পোষ্ট দেখতে পাই।
এই ফোরামটিতে তার ইউজার নেম imraan_xp নামে পরিচিত। এই ইউজার নেম কে আমরা আবার Google.com এ সার্চ দেই এবং এতে আমরা একটি ফ্রি ওয়েব হোষ্টিং সাইটের সাথে imraan_xp এর সম্পর্ক পাই।
এখানে তার অ্যাকাউন্ট নেম Imraan এবং ইমেইল আইডি হলো [email protected]। তাই এখানে এটি অবশ্যই প্রমান হয় যে এই Tiger M@te হলো Imraan ( ইমরান ) শুধু এতটুকু হয়তো আপনাদের মনে সন্দেহ জাগাতে পারে তাই আমরা আমাদের এক বন্ধুর ওয়েব সাইটের ডাটাবেজে ইমরান নামের কেউ রেজিস্ট্রেশন করা আছে কিনা তা খুজতে থাকি কারন এই ওয়েব সাইটি বাংলাদেশের একটি জনপ্রিয় এবং আইটি রিলেটেট একটি সাইট। ভাগ্যক্রমে এক সময় আমরা ইমরান নামের এক ব্যক্তিকে সন্দেহ করি। যার আঽপি 119.30.36.28 [Gp Internet] এবং ইমেইল আইডি হলো [email protected]
ওয়েব সাইটি থেকে পাওয়া ইমেইলটি আমরা আবারও Google.com তে সার্চ দেই এবং ফলাফল হিসাবে আইডিটির ফেসবুকের সাথে সংশ্লিষ্টতার প্রমান পাই। ফেসবুকের লিঙ্কটি ছিল http://www.facebook.com/group.php?gid=116319411800
তিনি Imdadul Al Imraan (creator) নামে পরিচিত।
এখানে তার ফেসবুক আইডি http://www.facebook.com/imraan.x। তার ফেসবুক স্ট্যাটাসে আমরা বিভিন্ন রকমের বাংলাদেশী ওয়েব সাইট হ্যাকিং সম্পর্কিত তথ্য পাই তার ফেসবুক স্টাটাসটির লিঙ্ক http://www.facebook.com/permalink.php?story_fbid=173032942733944&id=1445904425
এখানে আমরা শতভাগ নিশ্চিত হই যে এই ইমরান হলো Tiger M@te । এর হ্যাকিং করা সকল ওয়েব সাইটের তথ্য জন্যে এই লিঙ্ক দেখতে পারেন http://zone-h.org/archive/notifier=TiGER-M@TE তার ফেসবুক ওয়ালটি ও দেখতে পারেন এখানে http://www.facebook.com/imraan.x?sk=wall তার ফেসবুক আইডি পেজ http://www.facebook.com/imraan.x
এখানের এক বিবৃতিতে বলা হয়েছে
“Finally G0T it! Bangladeshi linux website hacked!
http://linux.org.bd/
http://forum.linux.org.bd/
December 4, 2010 at 12:28pm
এখানে এটাই প্রমান করে যে Tiger M@te কোন গ্রুপ বা টিম নয়। Tiger M@te হলো ইমরান যিনি একজন নোংরা মনমানসিকতার একজন আনইথিক্যাল হ্যাকার। যার পুরো নাম Imdadul Al Imraan এই ব্যক্তির মোবাইল নম্বর হলো 01672854862 এবং 01745126017 প্রশাসন এবং আপনি ইচ্ছে করলে এই ব্যক্তির সকল তথ্য এবং তার অবস্থানকাল মোবাইল নম্বর ট্যাকিং বা ট্রেজিং করে বের করলে পারবেন। http://www.ziddu.com/download/13316414/fb_wall_print.zip.htm
বাংলাদেশের মিডিয়া, RAB এবং আইন-শৃংঙ্খলা বাহিনিরা খুব সহজেই এই ইমরান কে ধরতে পারবেন এবং BTCL এর সার্ভার হ্যাকিয়ের অপরাধে তাকে গ্রেফতার করতে পারবেন। মূলত এটি কোন শক্তিশালী হ্যাকিং ছিল না এবং Tiger M@te বা ইমরান কোন দক্ষ হ্যাকারও ছিল না। কারন তিনি কেবল মাত্র বাংলাদেশের ওয়েব সাইট গুলো হ্যাকিয়ের ক্ষমতা রাখে এবং তার হ্যাকিং ডিফেস গুলো পাকিস্তানী এক হ্যাকারের কপি করা। তাই এ রকম নোংরা মনমানসিকতার হ্যাকারের যথাযথ শাস্তি হওয়া শ্রেয় বলে আমরা মনে করি। বাংলাদেশের এই রকম হ্যাকারদের বিরুদ্ধে রুখতে “ বাংলাদেশ সাইবার আর্মি ” সবসময় বাংলাদেশে এবং মিডিয়া, RAB এবং আইন-শৃংঙ্খলা বাহিনির পাশে থাকবে। সরকার আমাদের সৃকৃতি দিলে হয়তো আমাদের পথ চলা আরও সহজ হবো।
সকল জায়গায় এই লিখা ছড়িয়ে দিন।
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইথিক্যাল হ্যাকার দল “ বাংলাদেশ সাইবার আর্মি ” এর পক্ষ থেকে
মাইক্রোহ্যাকার_আলমাস।
Edited By
হাসান যোবায়ের(আল-ফাতাহ)
আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...
ভাই এসব তথ্য অনেক আগেই মানুষজন জানে। লিনাক্স ফোরাম, প্রজন্ম ফোরামে এই ইমরান নিয়ে অনেক আলোচনা হয়েছে।