আসুন চিহ্নিত করি কে এই Tiger M@te !!!

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

প্রথমেই শুরুকরি আমাদের জনপ্রীয় টিভি চ্যানেল একুশে, এটিএন এবং দৈনিক পত্রিকার আলোচিত সংবাদ Google.com.bd বাংলাদেশের হ্যাকার দ্বারা হ্যাকিয়ের শিকার হয়েছে।(January 08, 2011 ) এখান থেকেই আমরা আমাদের অভিযান শুরু করি….....

Tiger M@te এর হ্যাকিং করা ওয়েব সাইটের সংখ্যা এখন প্রায় এক হাজারের কাছাকাছি। এই সবগুলো ওয়েব সাইটের ডিফেজ পেজে হিসাবে হ্যাকার একটি ইমেইল আইডি ব্যবহার করে, যা হলো [email protected]

প্রথমে আমরা Tiger M@te এর ব্যবহার করা ইমেইলটি Google.com এ সার্চ করি এবং যার ফলাফল দাড়ায় যে, এই ইমেইল আইডি টি একটি বিখ্যাত হ্যাকার ফোরামের সাথে সংশ্লিষ্ট।

এই ফোরামটিতে আমরা তার লেখা বেশ কিছু পোষ্ট দেখতে পাই।

এই ফোরামটিতে তার ইউজার নেম imraan_xp নামে পরিচিত। এই ইউজার নেম কে আমরা আবার Google.com এ সার্চ দেই এবং এতে আমরা একটি ফ্রি ওয়েব হোষ্টিং সাইটের সাথে imraan_xp এর সম্পর্ক পাই।

এখানে তার অ্যাকাউন্ট নেম Imraan এবং ইমেইল আইডি হলো [email protected]। তাই এখানে এটি অবশ্যই প্রমান হয় যে এই Tiger M@te হলো Imraan ( ইমরান ) শুধু এতটুকু হয়তো আপনাদের মনে সন্দেহ জাগাতে পারে তাই আমরা আমাদের এক বন্ধুর ওয়েব সাইটের ডাটাবেজে ইমরান নামের কেউ রেজিস্ট্রেশন করা আছে কিনা তা খুজতে থাকি কারন এই ওয়েব সাইটি বাংলাদেশের একটি জনপ্রিয় এবং আইটি রিলেটেট একটি সাইট। ভাগ্যক্রমে এক সময় আমরা ইমরান নামের এক ব্যক্তিকে সন্দেহ করি। যার আঽপি 119.30.36.28 [Gp Internet] এবং ইমেইল আইডি হলো [email protected]

ওয়েব সাইটি থেকে পাওয়া ইমেইলটি আমরা আবারও Google.com তে সার্চ দেই এবং ফলাফল হিসাবে আইডিটির ফেসবুকের সাথে সংশ্লিষ্টতার প্রমান পাই। ফেসবুকের লিঙ্কটি ছিল http://www.facebook.com/group.php?gid=116319411800

তিনি Imdadul Al Imraan (creator) নামে পরিচিত।

এখানে তার ফেসবুক আইডি http://www.facebook.com/imraan.x। তার ফেসবুক স্ট্যাটাসে আমরা বিভিন্ন রকমের বাংলাদেশী ওয়েব সাইট হ্যাকিং সম্পর্কিত তথ্য পাই তার ফেসবুক স্টাটাসটির লিঙ্ক http://www.facebook.com/permalink.php?story_fbid=173032942733944&id=1445904425

এখানে আমরা শতভাগ নিশ্চিত হই যে এই ইমরান হলো Tiger M@te । এর হ্যাকিং করা সকল ওয়েব সাইটের তথ্য জন্যে এই লিঙ্ক দেখতে পারেন http://zone-h.org/archive/notifier=TiGER-M@TE তার ফেসবুক ওয়ালটি ও দেখতে পারেন এখানে http://www.facebook.com/imraan.x?sk=wall তার ফেসবুক আইডি পেজ http://www.facebook.com/imraan.x

এখানের এক বিবৃতিতে বলা হয়েছে

“Finally G0T it! Bangladeshi linux website hacked!
http://linux.org.bd/
http://forum.linux.org.bd/

December 4, 2010 at 12:28pm

এখানে এটাই প্রমান করে যে Tiger M@te কোন গ্রুপ বা টিম নয়। Tiger M@te হলো ইমরান যিনি একজন নোংরা মনমানসিকতার একজন আনইথিক্যাল হ্যাকার। যার পুরো নাম Imdadul Al Imraan এই ব্যক্তির মোবাইল নম্বর হলো 01672854862 এবং 01745126017 প্রশাসন এবং আপনি ইচ্ছে করলে এই ব্যক্তির সকল তথ্য এবং তার অবস্থানকাল মোবাইল নম্বর ট্যাকিং বা ট্রেজিং করে বের করলে পারবেন। http://www.ziddu.com/download/13316414/fb_wall_print.zip.htm

nmber

বাংলাদেশের মিডিয়া, RAB এবং আইন-শৃংঙ্খলা বাহিনিরা খুব সহজেই এই ইমরান কে ধরতে পারবেন এবং BTCL এর সার্ভার হ্যাকিয়ের অপরাধে তাকে গ্রেফতার করতে পারবেন। মূলত এটি কোন শক্তিশালী হ্যাকিং ছিল না এবং Tiger M@te বা ইমরান কোন দক্ষ হ্যাকারও ছিল না। কারন তিনি কেবল মাত্র বাংলাদেশের ওয়েব সাইট গুলো হ্যাকিয়ের ক্ষমতা রাখে এবং তার হ্যাকিং ডিফেস গুলো পাকিস্তানী এক হ্যাকারের কপি করা। তাই এ রকম নোংরা মনমানসিকতার হ্যাকারের যথাযথ শাস্তি হওয়া শ্রেয় বলে আমরা মনে করি। বাংলাদেশের এই রকম হ্যাকারদের বিরুদ্ধে রুখতে “ বাংলাদেশ সাইবার আর্মি ” সবসময় বাংলাদেশে এবং মিডিয়া, RAB এবং আইন-শৃংঙ্খলা বাহিনির পাশে থাকবে। সরকার আমাদের সৃকৃতি দিলে হয়তো আমাদের পথ চলা আরও সহজ হবো।
সকল জায়গায় এই লিখা ছড়িয়ে দিন।

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইথিক্যাল হ্যাকার দল “ বাংলাদেশ সাইবার আর্মি ” এর পক্ষ থেকে
মাইক্রোহ্যাকার_আলমাস।
Edited By
হাসান যোবায়ের(আল-ফাতাহ)

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এসব তথ্য অনেক আগেই মানুষজন জানে। লিনাক্স ফোরাম, প্রজন্ম ফোরামে এই ইমরান নিয়ে অনেক আলোচনা হয়েছে।

Bro… we r that people or grup, which u saw on লিনাক্স ফোরাম & প্রজন্ম ফোরাম.

PlZ share it with u r friend.

PlZ ……. PLZ………. plz………….. share it with u r friends. 🙂 🙂 🙂

“Tiger M@te হলো ইমরান যিনি একজন নোংরা মনমানসিকতার একজন আনইথিক্যাল হ্যাকার।” মনে হয় না
একখানা কষ্ট করি ইমরানের ছবিখান দিয়া দিও। কারণ, এর আগের ইমরান আর এই ইমরান এক না।
তোমারে অনেক ধন্যবাদ।

Level New

G00d J0b আলমাস। তোমাকে খুজছে বাংলাদেশ । অনেক ভালো কাজ করেছো। পোস্ট টা একটু modify কর, ইমেজ গুলার কোড বসাও।

সাবাস আলমাস ভাই,তথ্যগুলো RAB কে দিয়ে সাহায্যে করার জন্য এই TIGER-M@TE এর একটা শাস্তি হওয়া দরকার

Share it with u r friend,s Post it on blog or facebook 🙂 Blz…… WE HAVE A POWER of RAB….. RAB is with us 🙂 🙂 🙂

স্ক্রীনশটগুলা কি আপনার নেয়া?

    জ্বী না। এগুলো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ইথিক্যাল হ্যাকার দল “ বাংলাদেশ সাইবার আর্মি ” এর নেয়া।

    তাহলে হাসান যোবায়ের, আলমাস আর মাখন এই দলের সদস্য। এবং হতে পারে ইমরান ও একই দলের লোক, যেহেতু ফেসবুকে ইমরান কে ফ্রেন্ড হিসেবে দেখা যাচ্ছে।

    সরি, ভুল দেখসি। 😛

    আপনারা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এথিক্যাল হ্যাকার গ্রুপ।
    http://aspspider.org/contest/

    এই সাইট টার সিকিউরিটি টেস্ট করেন, প্লিজ।

    Level New

    রাসেদ ভাই , আপনি লগিন করেন

    username:Admin
    password:’or’1’=’1

    লগিন করার পর এমন কিছু লেখা পাইবেন

    congratulations!!

    Your Code: OpzhXWxij7uuFpKUyGZwTgRLojgOYBzRw0USal4iROk=

    সহজ জিনিস 😛

    Kiddie rocks 😀
    Kiddie কেউ হারিকেন নিয়া খুজতেছি!
    আপনি কোন কোন ফিল্ডে এক্সপার্ট? আর আপনি কি এই গ্রুপের সদস্য?

    Level New

    জি ভাই আমি এই গ্রুপ এর সদস্য 😛

    BOSS! রে চিনতে সময় লাগে নাকি? 😛

    Level New

    হো আপনি Big B0SS ফাতাহ ভাই 😛

মনে তো হচ্ছে ধরা এবার খাবেই….

http://www.ziddu.com/download/13316414/fb_wall_print.zip.html এটির মানে বুঝলাম না। .xps ফাইল খুলবো কিভাবে?

শেখ হাচিনা শুধু ওর বাপ নিয়া মরে।
এইগুলা কথা কানেও ঢুকায় না।…………..

Level New

এইখান থেকে ডাউনলোড করে নেন দেখতে পারবেন ,

http://hewsoft.com/xps.aspx

Level 0

এটা আসলেই ইমরান কি না তা জানি না। তবে অবশ্যই এই প্রচেষ্টা কে ধন্যবাদ না জানিয়ে পারছি না। সত্যিই দারুন ইনভেষ্টিগেশন। শুধু কথায় না কাজেরও মিল পাচ্ছি, সাবস বাংলাদেশ সাইবার আর্মি।
শুভ কামনা আলমাস।

thanks dear.for sharing all information about this hacker.

নিঃসন্দেহে দারুন কাজ। অনেক ধন্যবাদ আলমাস। “বাংলাদেশ সাইবার আর্মির” সদস্য সঙ্খ্যা কত? নতুন কাউকে তোমাদের মত করে তোলার আগ্রহ প্রকাশ করছো? যদি করে থাকো আমি তোমাদের সাথে যোগ দিতে ইচ্ছুক। তোমাদের মতামত জানাও। সবার মাঝে( বাংলাদেশ সাইবার আর্মি ) তুমিই বোধহয় ছোট এবং প্রায় আমার সমবয়সী তাই তুমি করেই বললাম। মাইন্ড কইরো না।

    টেংকু 😛 ……………….

    এখন ৭৫ জন সদস্য , আপনি ও ইচ্ছে করলে যোগ হতে পারেন।

    ফেসবুকে Bangladesh Cyber Army লিখে সার্চ দেন পেয়ে যাবেন।

    ফেসবুকে দুটো গ্রুপ পেলাম। একটাতে আমাদের পতাকার ছবি আরেকটাতে আরমির ছবি! দুটোতেই জয়েন করলাম, কিন্তু আসল কোনটা?

in a word superv post it was 😀

Level 0

মাইক্রোহ্যাকার_আলমাস তোমাকে ধন্যবাদ না দিয়ে আর থাকতে পারছিনা।অনেক ধন্যবাদ আলমাস এ সকল তথ্যের জন্য।আমি Tiger M@te দের একটি কথায় বলবো যে, পারলে দেশ বিদেশের পূর্ণোসাইট হ্যাক করেন। কোন শিক্ষনীয় সাইট বা মানুষের প্রয়োজনীয় সাইট হ্যাক নয়। আপনারা সকলে অবগত আছেন যে, কয়েক মাস পূর্বে ভারতীয় হ্যাকিং দল দেশের অনেক সরকারী সাইট হ্যাক করছিল। পারলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। আমারও “বাংলাদেশ সাইবার আর্মির” সদস্য হতে আগ্রহ প্রকাশ করছি। অবশেষে সাইফুল ইসলাম কে বলবো টিটি তে কোন প্রকার সরকার বিরোধী মন্তব্য থেকে দূরে থাকুন। ধন্যবাদ সকল টিটি সদস্যদের

Level 0

ওরে আলমাস ভাই, দারুন কাজ করেছ ভাইয়া। সাইবার আর্মির প্রসংসা না করে পারছি না। ইনভেস্টিগ্যাশন ভালো হচ্ছে, আমিও সবাইকে বলবো এই লিখাটি ছড়িয়ে দিন। আর সবাইকে বুঝিয়ে দিন যে সাইবার প্রটেকশনের দিক থেকেও আমরা অনেক এগিয়ে আছি।

মাইক্রোহ্যাকার_আলমাস অনেক ধন্যবাদ সবাইকে তথ্যটা জানানোর জন্য। পরীক্ষার পূর্ব সময় ত্ত সময় বের করে এমন সুন্দর একটা তথ্য দেত্তয়া জন্য।যদিত্ত এর সম্পকে কিছু তত্য বিভিন্ন ব্লগে আগে পেয়েছে। অনেক ধন্যবাদ ।

Almus welcome back … osadharon tune …n sei sathe BANGLADESH r jonno o valo kisu … ফেসবুকে Bangladesh Cyber Army te join korlam…
valo theko … r tomar xm r ki obostha…???

Level New

হুম! ভালো লিখেছেন।সবাই খালি ভাবে গুগোল.কম.বিডি হ্যাক হয়েছে।আসল কথা হল, গুগল.কম.বিডি হ্যাক হয়নি, যা হয়েছে তা হলো বিটিসিএল এর সার্ভার হ্যাক করে গুগল.কম.বিডি-র ডিএনএস রেকর্ড পরিবতর্ণ করে দেয়া হয়েছে। ফলে ডোমেইনটি গুগলের আসল সার্ভারে না গিয়ে হ্যাকারের সার্ভারে চলে যাচ্ছে।

হ্যাকড ডিএনএস:
nameserver: localh0st1.avjournal.com
nameserver: localh0st2.avjournal.com

এটা কি গুগলের দূর্বলতা? জ্বি না। এটা গুগলের কোনো দূর্বলতা না, এটা হচ্ছে আমাদের ডিজিটাল সরকারের ডিজিটাল ব্যর্থতা। কিছু গবেট টাইপের টাইপিস্টের অভিজ্ঞতা সম্পন্ন লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে বসিয়ে রাখার ফলে প্রতিদিন কোনো না কোনো ডোমেইন হ্যাকারের আক্রমন হচ্ছে।

ধন্যবাদ আলমাস ভাইয়াকে 🙂

Level 0

Micro Almas Great Job Thanks Brother many many thanks for you investigation.

vai apnago tach tune khaislo keda naki updater laiga off chilo

supto ভাইয়ের সাথে একমত হয়ে বলছি “Tiger M@te দের একটি কথায় বলবো যে, পারলে দেশ বিদেশের পূর্ণোসাইট হ্যাক করেন।” কিন্তু Tiger M@te এর ফেসবুক প্রোফাইল দেখে মনে হচ্ছে পারলে তিনি আরেকটা খারাপ সাইট তৈরি করবেন….
ইমরান ওরফে Tiger M@te নিজেকে বেশী চালাক ভাবেন, কিন্তু তিনি বোধয় জানেন না তার চেয়েও অনেক জ্ঞানী মানুষ আছে। (তা এই পোষ্ট দেখেই বোঝা যায়)
… …. ….

সুন্দর প্রতিবেদনটি তৈরি করার জন্য আলমাস সহ অন্যদের ধন্যবাদ।

তোমাকে কি বলে শুভেচ্ছা দিব বুঝতে পারছি না।

অনেক ব্যাস্তাতার মাঝেও কষ্ট করে তথ্য গুলু শেয়ার করার জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ।
আমি শুধু বলব,’আসুন আমরা খারাপকে না বলি,অন্তর দিয়ে ঘৃনা করি সকল খারাপ কাজকে এবং নিজের সামর্থ অনুযায়ী খারাপের প্রতিরোধ করি’

খুব ভাল লাগলো..আপনকে অনেক ধন্যবাদ

    খুব ভাল লাগলো..আপনাকে অনেক ধন্যবাদ

সবকিছু যত সহজ দেখানো হয়েছে আসলে এতটা সহজ না । একজন হ্যাকার সে যদি ভালোমানের হ্যাকার হয় তাহলে অন্য কারও নাম এবং অন্য আই পি এবং অন্য মেইল আইডি ব্যবহার করা অসম্ভব কিছুই না । কিন্তু আমার কাছে একটা ব্যাপার স্পেশাল মনে হচ্ছে আর তা হলো ইমরান এর মোবাইল নাম্বার । আপনি তার মোবাইল নাম্বার কোথায় পেলেন ? আর এই নাম্বারগুলো কি রেজিষ্টার্ড? আপনার র‍্যাব ভাইরা কি সে ব্যাপারে খোঁজ করেছে ? আর একটা ব্যাপার হলো সাইবার আর্মি গ্রুপ এর কথা শুনে ভালো লাগলো । যদি কোন বিপদে পড়ি তাহলে সাহায্য চাইব । আর একটা ব্যাপার হলো আমার নাম এবং সেই হ্যাকার এর নাম দেখছি এক !

আপনার টিউন যেন মনোনিত হয় তার জন্য ভোটি দিলাম কিন্তু আমার কাছে আপনাদের সার্চিং মেথড ভালো লাগেনি । আপনার গুগল বেসড । আপনাদের দুর্বলতা আছে আর তা হলো গুগল যদিও এক্ষেত্ত্রে গুগল গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে ।

আপনার টিউন এর জন্য আপনাকে ধন্যবাদ ।

    Level New

    ভাইয়া কোন মেথডটা করলে ভালো হতো ? একটু বলবেন ? দুর্বলতাটা ও একটু চিহ্নিত করে দেন, আপনার কমেন্ট এর অপেক্ষায় থাকলাম। 😀

    ইমরান ভাই, কোনটা কোথায় পাওয়া গেছে সবই উপরে দেয়া আছে। তবুও বলি সে একটি ফ্রি ওয়েব হোষ্টিং সাইটে তার মোবাইল নং দিয়েছে

    সবকিছু যখন দিলেন মোবাইল নং টার ও একটা ছবি দেয়া উচিত। কারন ইমেইল, ফেসবুক সবকিছু এত সহজে পাওয়া গেলেও মোবাইল নং এতটা সহজ না। আপনাদের স্ক্রীনশট দেখেই বোঝা যাচ্ছে প্রসেসটা অনেক প্লানড, কিন্তু মোবাইল নং এর মত একটা সেনসিটিভ ইনফোর স্ক্রীনশট না দেবার কারনে সন্দেহ থাকতেই পারে।

    আবার আপনি বলেছেন লিনাক্স ফোরামে যারা ঠিকানা দিয়েছে তারা আপনারাই। কিন্তু মোবাইল নাম্বার ও ঠিকানা কিভাবে বের করলেন সে ব্যাপারে আপনারা কোন স্বচ্ছ ইনফো দেননি এখনো বা আমার চোখে পড়ে নি। কারন র‍্যাব ট্রেস করলে মোবাইল নং মূখ্য ভুমিকা পালন করবে। তাই আশাকরছি ব্যাপারটা ক্লিয়ার করবেন।

    শেষে বলেছেন একটা ফ্রী সাইট থেকে মোবাইল নং পেয়েছেন। সেটার লিঙ্ক কই? এর পর কিন্তু বাড়ির ঠিকানার ব্যাপারটা থেকে যায়।

    ইমরান ভাই, গুড পয়েন্ট।

    ভাইয়া xps ফাইলটা ওপেন করলেই অর পুরো ফেসবুক wall তা দেখতে পারতেন এবং মোবাইল নং অইখানেই পাইতেন। যেহুতু কষ্ট করতে চান না তাই আপডেট করে দিলাম। ধন্যবাদ Script Kiddie ভাই 😉

    আর বাসার ঠিকানা?

    রাশেদ ভাই তো একটু পর বলবেন যে ভাই বাসার ঠিকানা তো দিলেন এইবার একটু অরে ধইরা একটা পিক তুইল্লা দেন … খ্যাঁক…

    সেইটা না হয় আপনি বের করে দেন। হা হা 🙂

    বাড়ির ঠিকানা তো উনারা বের করেছেন। কিভাবে নিশ্চিত হলেন সেটাই জানতে চাইছি।

    বুঝছি যতক্ষন না, tiger m@te এখানে কমেন্ট করবে। ততক্ষন আপনার বিশ্বাস হবে না।

    কিভাবে বের করেছেন সেটা বলে দিলেই হয়। আপনারাও পারেন ভাল প্যাচাতে 😛
    এটাই তো শেষ, তাই না 🙂

    রাসেদ ভাইকে অনেক ধন্যবাদ আমার কমেন্ট এর কিছু না বলা কথা স্পষ্ট করে তুলে দেওয়ার জন্য ।

    আর অন্য কোন মেথড এর কথা বলতে চাচ্ছি তা পরবর্তিতে সময় পেলে টিউন করে জানাবো এবং অবশ্যই বিস্তারিত ভাবে বলবো ।

    আর আপনারা মনে হয় দেখেননি যে ইমরান এর যে ফেসবুক লিংক দিয়েছেন তা পুরোপুরি খালি , ঠিক ধু ধু মরুভুমির মত । তাই আমাদেরকে অন্ধ না বলে নিজেরা একটু কেয়ারফুল হবেন ।

    আমি একথা বলি নি যে আপনারা অসফল , আমি আপনাদের অভিন্দন জানাচ্ছি যে আপনারা একটা ভালো উদ্যেগ হাতে নিয়েছেন । আমার কমেন্টের উদ্দেশ্য হচ্ছে আপনাদের স্পিডকে ত্বরান্বিত করা এবং যদি কিছু মিসিং থাকে তাহলে আপনারা যেন তা সমাধান করতে সক্ষম হন সেই আহবান জানানো ।

    ধন্যবাদ সবাইকে ।

    আপনাদের দুর্বলতা “গুগল” । বুঝেছেন কিদ্দি ভাই । এখন তো মনে হচ্ছে যদি গুগল না থাকে আপনাদের সাইবার আর্মি ও ইন্তেকাল করবে । গুগল যখন ছিল না তখন কি মানুষ হ্যাকার সনাক্ত করতো না? আর গুগল জায়গায় যদি অন্য কেউ আসতে পারে তখনও কি মানুষ হ্যাকার ট্রেস করতে পারবে না? রাস্তা অবশ্যই অনেক আছে হয়ত আপনি বা আমি সবগুলো জানি না । আমি বলতে চাইছিলাম অন্য কোন মেথড এর কথা যার মাধ্যমে এত রকমের ঝামেলা ছাড়াই হ্যাকার ধরা সম্ভব । আমার রিকুয়েষ্ট আপনি একটু ভাববেন , তাহলেই পেয়ে যাবেন কারণ আপনি অনেক বুদ্ধিমান ।

    ইমরান ভাই, উনি ওয়ালে একসেস বন্ধ করে দিয়েছেন। আমি কাল ওয়াল দেখেছি। এটা নিয়ে কোন সমস্যা নাই। সবকিছুই ঠিক আছে, শুধু বাসার ঠিকানা কিভাবে পেল সেটা জানা বাকী আছে।

    আমি দুঃখিত । যখন আমি ওয়াল একসেস করতে চেয়েছিলাম তখন তা ডিসেবল ছিল এবং এখনো তাই । এজন্য বুঝতে পারিনি

    প্রথমে রাশেদ ভাই আপনি কোথায় লেখা দেখলেন এরা ঠিকানা পেয়েছে ? বলবেন কি?

    আর ইমরান ভাইঃ হ্যাক হয়েছে বিটিসিএল এর সারভার সেইক্ষেত্রে আক্রমন টা ঠিক কোথা থেকে এসেছে সেটা তাদের সারভার লগস এই আছে যদি উন্নত ফায়ারঅয়াল ইন্সটল করা থাকে । কিন্তু জতদুর মনে হয় ফায়ার ওয়াল কি জিনিশ তাই তারা জানে না । হখুব বেশি হলে তাদের াছে এক্সেস লগস থাকতে পারে। কিন্তু প্রতিদিন কত লাখ ইউজার সাইটে ভিসিট করে কল্পনা করতে পারেন? অখান থেকে এক্তা বড় টিম ছাড়া তা সনাক্ত করা অসম্ভব বেপার যদি লিনাক্স সম্পরকে ধারনা থাকে বুঝবেন কি বলছি।

    আর হ্যাকারট্রেস এরক্ষেত্রে উন্নত দেশ গুল যা সুবিধা পেয়ে থাকে আমাদের দেশের লোক রা সেটা পাবে কোথায় ? এফবিআই এর এক্তা সাইট হ্যাক হলেই তাদের সিকিউরিটি সিস্টেম টা সনাক্ত করে নটিফাই করে তাদের । তখন তারা সেই আইপি ট্রেস করে এবং আইপ সংরান্ত যেকোন তথ্য নেয়ার অধিকার আছে তাদের। আমাদের আছে কি? আর বাংলাদেশ এর আইপি ট্রেস করবে কি ? এক আইপি ত হাজার হাজার মানুশ ইউস করে এখানে? বলুন সম্ভব ?

    তো এখন বলুন গুগল এর ছেয়ে ভাল মেথড আপনি পেলেন? আর সুধু গুগল করলেই ত হয় না ভাই। উপস্থিত বুদ্ধি ও কি করতে হবে তা জানা লাগে কোথায় কি পাওা যাবে তা জানা লাগে.

    আর কথা না বারাই . মোট কথার এক কথা যে গুগল ডট কম ডট বিডি হ্যাক করল সেই গুগল ই তার সন্ধান দিয়ে দিলো বেপার টা জোস
    বেস্ট অফ লাক সাইবার আরমি

      ও আরেক টা কথা এখানে পোস্ট হওার পর পর ই তার ফেইসবুক অ্যাকাউন্ট হাইড হয়ে জাওা আর মোবাইল অফ হয়ে যাওয়া এর কি কোন সম্পরক নাই?
      সম্পরক আছে অবশই . চোর ধরা খেলে পালানর চেশটা করবে এটাই সাভাবিক 😛 কিন্তু কেঊ ববেন কি অর খবর যে বের হয়ে গেছে এটা ও কিভাবে জানলো ? নিশ্ছই তার পরিছিত কেঊ আমাদের মাঝেই আছে । সেই তাকে জানাচ্ছে

      Peace

    ফকিরা ভাই, ২ নং কমেন্টে দেখেন।
    ————————————————
    মাইক্রোহ্যাকার_আলমাস says:
    ১১ জানুয়ারি, ২০১১ at 4:34 অপরাহ্ন

    Bro… we r that people or grup, which u saw on লিনাক্স ফোরাম & প্রজন্ম ফোরাম.

    PlZ share it with u r friend.
    —————————————————-
    লিনাক্স ফোরামে কিন্তু বাড়ির ঠিকানা দেয়া ছিল। আমি সেই প্রেক্ষিতে বলেছি।

    আর পরিচিত কেউ থাকতে পারে আবার সে ও থাকতে পারে। দেখেননি লিনাক্স ফোরামে তার ইনফো দেবার পরপরই সে আবার সেটা হ্যাক করে অনেক কিছু লিখে রাখে।

    ফকির ভাই আপনার সাথে তর্ক করার ইচ্ছা নাই । তারপরও বলি হ্যাকার যখন এক্সপার্ট হয় তখন সে আইপি লুকাতে পারে । তাই আইপি খোঁজে হ্যাকার বের করার চেষ্টা দুর্বল প্রসেস । আর এবার আসি ভিজিটর এর ব্যাপারে । ভিজিটর তো লাখ লাখ হবে তখন যখন আপনার সাইট ওপেন হবে তখন । কিন্তু হ্যাকিং যখন হয়েছে তখন তো আর সাইট ওপেন হয় নাই । তাই বিটিসি এল সারভার এই তথ্য পাওয়ার কথা । না পেলেও ক্ষতি নাই । মানুষ আইপি চেঞ্জ করতে পারে কিন্তু মেশিন বা কম্পিউটার এর একটা আইডি বা সিরিয়াল নাম্বার আছে যেটা ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করে চেঞ্জ করা যায় কিন্তু কোন লাভ হয় না । অনলাইন এ যাওয়ার সাথে সাথে মেশিন তার আসল সিরিয়াল শো করে । আর মেশিন এর আইডি জানা থাকলে মেশিন এর অবস্হান বের করা যায় এবং রাইট নাও সে কোন জায়গায় আছে , সেই মেশিন এ অন্য কোন আইপির ইন্টারনেট ব্যবহার করছে কিনা , সে এ পর্যন্ত ওই মেশিন দিয়ে অনলাইন এ কি কি কাজ করেছে সেই সব ইনফরমেশন জানা যায় । আর এই সব কিছুই আপনি ২ – ৩ টা সফটওয়্যার ব্যবহার করলে বের করতে পারবেন । আপনার শুধু জানতে হবে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করবেন , কোথায় পাবেন, এই সব । এত বড় একটা গ্রুপ , বর্তমান সদস্য সংখ্যা ৭৫ জন , সাইবার আর্মি , তাদের কাছে যদি উন্নত প্রযুক্তি না থাকে তাহলে তারা উন্নত প্রযুক্তির অধিকারী হ্যাকারদের ঠেকাবে কি করে? আমি তাদের সফলতা কামনা করি , তাই এত কিছু বলা । যদি আমাকে ভুল বুঝেন তাহলে ভুল করছেন । আমার পিছনে না লেগে হ্যাকার কিভাবে সনাক্ত করা যায় তা ভাবেন ।
    ধন্যবাদ সকলকে ।

    লল । বলেছেন ভালো কিন্তু একটু কম জেনে। যেকোনো আইপি changer বলুন আর ভিপিএন ই বলুন সবাই ইউজার লগস রাখে। এবং প্রয়জনে করতিপক্ষের কাছে দিতে বাধ্য থাকে. একটু কষ্ট করে যেকোনো আইপি changer company এর প্রাইভেসি অ্যান্ড পলিসি আর FAQ porben তাহলে বুঝতে পারবেন লল। আর মেশিন নাম্বার সম্পরকে যা বললেন তা শুনে হাসবো না কাদবো বুঝতে পারছি না। অনুগ্রহ করে এরপর এই বিষয়ে বলার আগে জানে এমন লোকের সাথে কথা বলে তারপর বলবেন। কারন এ্কটা ইঊজার যখন কোনো সাইট ভিসিট করে তখন তার শুধু ইউজার এজেন্ট আর আইপি এবং হোস্ট নেইম শো করে লল আর যদি বলেন ম্যাক এড্রেস এর কথা তাহলে বলবো এখন এ্কটা ক্লাস সেভেন এর বাচ্চা ও সফটওয়্যার ছাড়া ল্যান সেটিংস এ গিয়ে ম্যাক বদলাতে পারে এবং চাইলে তার লাইনে থাকা অন্য মানুষের পিসি এর ম্যাক স্পুফ করতে পারে 😛 লল ।
    আর আপনি বলছেন সাইট ওপেন হয় নি সো ওর আইপি আলাদা সারভার এ থাকবে তাই না? কিন্তু ভুলে গেছেন কি .BD হচ্ছে ডোমেইন TLD নট হোস্টিং অদের কাজ নিরদিস্ট ডোমেইন এ আসা Traffic নিরদিস্ট আইপি OR DNS এ পাঠানো। এখন .BD er হাতে কত গুলো ডোমেইন আছে হিসাব করুন তারপর তাতে আসা Traffic কত চিন্তা করুন সব এ লগড জমা হয় কারন তা একটা সারভার তাই হ্যাকার যেই পথেই প্রবেশ করুক যদি ফায়ার অয়াল না থাকে তাহলে সব এক ই জায়গায় জমা হবে ।

    আর আমি আপনার পিছনে লাগিনি। অতো অবসর নেই। শুধু আনার ভুল ধারনা ভাঙ্গার চেষ্টা করেছি এই যা। আর জীবনে এই প্রথম শুনলাম শুধু ২-৩ টা সফটওয়্যার দিয়ে মানুষ এর এতো তথ্য জানা যায়। বিস্ময়কর 😛

    যাই হোক শুভাকামনা রইল আপনার এইসব বিস্ময়কর সফটওয়্যার আবিস্কারকদের জন্য 🙂

    মনে হয় আপনার কথা ঠিক, কিন্তু মেশিন আইডি নিয়ে যা বললেন তা মানতে পারছি না । কারন আপনি যে আইডা দেখেন বা চেঞ্জ করেন তা কিন্তু বের করা যায় পাল্টে ফেলার পরও । আর আপনি আমার কথা বুঝতে ভুল করেছেন । আমি মেশিন আইডি দিয়ে ষ্টার্ট করতে বলি নি, সার্চের এক পর্যায়ে যখন আপনি কনফিউজ হয়ে যাবেন তখন মেশিন আইডি মেইন সাপোর্টার হিসেবে কাজ করবে । আর বিটিসিএল এর সার্ভার হ্যাক হয়েছে ঠিক আছে , কিন্তু যতদূর জানি হ্যাকার তার ফরওয়ার্ডিং এড্রেস দিয়েছিল। সে নিশ্চয়ই সেই সাইটে না গিয়ে এটা করেনি । তাই সেই ফরওয়ার্ডিং এড্রেস এবং সেখানকার শেয়ারকৃত ইনফরমেশন কি তাকে খুজে পেতে হেল্প করত না? (যদি সেই ফরওয়ার্ডিং এড্রেস হ্যাকার এর নিজস্ব হয় ) হয়ত এখন অনেক দেরী হয়ে গেছে , কিন্তু আমি বলছি যখন ঘটনা সবাই প্রথম জানতে পারে তখন কি কি বিষয় তাদের দেখা দরকার ছিল সে কথা ।

কাজটা অনেক ভাল হয়েছে

Level New

ধন্যবাদ শেয়ার করার জন্য ।

আলমাস ভাইকে ধন্যবাদ দিতেই হয় তার চেষ্টার জন্য। টাইগার মেটের শাস্তি অবশ্যই হওয়া উচিত।

কিন্তু এখানে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেটা হল, টাইগার মেট ডিফেইস করা সাইটে যে ইমেইল ঠিকানাটা ঝুলিয়ে দিয়েছে তা যদি তার নিজের না হয়! যদি সে তার কোনো শত্রুকে ফাঁসানোর জন্য সেই শত্রুর ইমেইল ঠিকানাটা দিয়ে থাকে, তাহলে কিন্তু পুরা ইনভেস্টিগেশনটাই ভুল লোককে নির্দেশ করবে। ইনভেস্টিগেশনটার প্রাথমিক সূত্রটাই এই মেইল ঠিকানাটা।
অর্থাৎ, [email protected] এইটা যদি হ্যাকারের সাথে সংশ্লিষ্ট না হয় তাহলে প্রমাণ হয় যে, ইমরান আর হ্যাকার এক লোক নয়।
আলমাস সাহেব প্রমাণ করেছেন যে, [email protected] এটা ইমরানের নিজস্ব ইমেইল ঠিকানা। এর বেশি কিছু নয়। তিনি প্রমাণ করেননি যে, ইমরানই হ্যাকার।
সবচেয়ে বড় কথা, হ্যাকার বেটা কি এতই মদন যে, নিজের ব্যবহৃত ইমেইল এড্রেস প্রকাশ্যে ঝুলিয়ে রাখবে? বরং শত্রুর ইমেইল এড্রেস ঝুলিয়ে দেয়াই তো বেশি সম্ভব, নয় কি?

(সবগুলো মন্তব্য পড়িনি। তাই হয়ত একই দ্বন্দ্ব আগেও কেউ উল্লেখ করে থাকতে পারেন। রিপোস্ট হলে দুঃখিত)

    ইহা ১০০% সঠিক! এবং ইহাই হয়। কিন্তুক ডিএনএস ট্র্যাক করা গেলে তাহাকে পাওয়া যাইতে পারে। তবে সে প্রক্সি ব্রাউজার ব্যবহার করার সমূহ সম্ভাবনা থাকে। যাহার ফলে তাহাকে ট্যাগ করাটা একটু কঠিন হইতে পারে। তবে আমি জোর দিয়ে বলতে পারি সে ঢাকা থেকেই এইসব আকাম করসে।

এই ব্যাটা আইপি ব্যবহার করে এইসব কাম করসে। নির্দিস্ট কিছু আইএসপি ট্র্যাক করলে তারে ইজিলি পাউয়া যাইবেক। আমার ধারণা সে ধাণমন্ডিতে থাকে।

Level 0

তা ভাইজান কি মাইক্রোওভেন হ্যাক করতে যেয়ে এই নাম পাইছেন নাকি।

    Level 0

    @wintu: like it man “তা ভাইজান কি মাইক্রোওভেন হ্যাক করতে যেয়ে এই নাম পাইছেন নাকি ” .

vai pls amakay kau SHUTTERSTOCK ar premium account ar coad ta ditay parban? plsssssssss

ফেসবুকে কিছু পাইলামনা 🙁

Level 0

valo kintu apnader age keu tar ip shoho onek kisui motamuti ber kore felese, ei dekhen

http://banglagamer.com/forums/archive/index.php/t-12500.html?s=8f56fc6e8f259f93bbb44714482d00c7

Level 0

জব্বর কাম করছেন মিয়া ভাই.. 😉

আলমাস ভাই দেখি একেবারে জেমস বন্ড………।।টিউন টা চররররররম হইসে…।।

Level 0

bhaiya…i wanna join plzzz add me..plzzz plzzplzz

Level New

বাংলাদেশে মানুষ খুন করে বেঁচে যায় ,আর web hack করে কি শাস্তি হবে?খুন করতে study করতে হয়না।১ কোপ বাস খালাস।কিন্তু web hack করতে অনেক কষ্ট করতে হয়।বেটা Tiger M@te কে ধরে বিনা টাকায় ওয়েব security এর কাজ করানো উচিত।১ মাসে তেল বের হয়ে যাবে।পাবনা ছাড়া গতি নাই।

Level New

পুরা page পরলাম।ইমরান খান ভাই, দ্যা রক ভাই,মাজহার ভাই ,মাখন ভাই,ফকির ভাই ও সবাই কে আলোচনার জন্য thanks।এরাই দেশের সম্পদ।জ্ঞান নিয়ে আলোচনা তর্ক না,জ্ঞান নিয়ে আলোচনা অমুল্য উপহার।সবাই উপহার আদান প্রদান করেন।বাংলাদেশ এ একতা খুব বেশি দরকার।সবাই কে কমেন্ট করার জন্য ধন্যবাদ।

Level 0

boss, ai IP ta amr FB account_a login korte citese…..ami recognize device dia raksi boila ter paisi……
58.97.146.252. atar kono account ki trace kora jabe? any process?

Level 0

micro oven sorry micro hacker bhai khub ahamori kono kaj kore nai ,r ekta hacker etto bekub thake na j email ID ,number poster akare chapay rake … wht the fish microhacker ?????? try more …. and more …… plz

Level 0

সামি ভাই এর সাথে সহমত, অই ইমরান এ হ্যাকার হয়ে থাকে, তাইলে ত কিছু বলার নাই, কিন্তু আপনাদের ক্রেডিট তা কি? হেতে ত সব দিয়া রাখসে , so damn care hacker indeed 😀 who provides info about himself in the web

Level 0

VAI KI SHOTTI KOTHA KOITASEN??? SALA HACKING=POLITICS hoia gese!!! TIGER MATE ER O jodi ei kahini hoy!!!!!!! :'(

Hmmm….. Valo likhcho…. 🙂