বেসিক ডোমেইন হ্যাকিং [১ম পর্ব]

আস্লামুয়ালাইকুম।

কেমন আছেন সবাই ?

পরিক্ষার জন্য এতহদিন কোন টিউন লিখতে পারিনি।পরীক্ষা শেষ তাই আবার আসলাম ফিরে নতুন হ্যাকিং টিউন এর সাথে।

আজকের টা খুব সিম্পল একটা হ্যাকিং বাচ্চারাও পারবে। কিন্তু এর মধ্যেও আছে অনেক কিছু শিখার।

এইটা শুধু বন্ধু দের সামনে ভাব দেখানোর জন্য,তাই জ্ঞানী গুনি রা তর্ক নাহ করলেই খুশি হবো।

কথা কম কাজ বেশি তে যেহুতু আমরা বিশ্বাসী, তাই নিচের লিঙ্ক টা তে আগে রেজিস্ট্রেশান করে নিন।

 রেজিস্ট্রেশান শেষ ?

তাহলে পরের ধাপে যাওয়া যাক।

উপরের পিক টা লক্ষ্য করুন।

প্রথমে Registry তে ক্লিক করবেন।তারপরে সার্চ বক্স এ .in,.gov,.edu ইত্যাদি লিখে সার্চ দেন।

তারপরে যেকোনো একটি ডোমেইন এ ক্লিক করেন।

Log In করুন।

তার পরে নতুন ট্যাবে https://members.000webhost.com/ তে লগ ইন করুন।

উপরের মত একটা সাইট তৈরি করে Go To CPanel এ ক্লিক করুন।

উপরের মত যেকোনো একটা ফাইল ম্যানেজার এ ক্লিক করুন।

Public html এর উপর একবার ক্লিক করুন।

তার পরে নিচের পিক গুলা ভাল করে লক্ষ করুন।

নিচের ২টা লিঙ্ক নতুন ট্যাবে ওপেন করেন।

  1. http://qfs.mobi/f2897192
  2. http://www.yellowpipe.com/yis/tools/HTML_converter/

১ নং লিঙ্ক থেকে জীপ ফাইল টা ডাউনলোড করেন। তাপরে ভিতরের ফাইল টাকে Notepad এ ওপেন করেন।

উপরের পিক এ দেখানো MR টা কাটে দিয়ে আপনার হ্যাকার নাম লিখুন।ও Hack টা কাটে দিয়ে আপনার মেসেজ লিখুন।

যেমনঃ Hacked By MR.BATMAN

Patch Your Security .

তারপরে সেভ করুন।

এবং সেভ করার পরে Ctrl+A দিয়ে পুরা টা সিলেক্ট করুন। এবং কপি করুন।

এখন ২নং লিঙ্ক এ যান।

২য় পিক এর মত কনভার্ট হয়ে গেলে পুরাটা কপি করে নিন। এর পরে

উপরের পিক এর মত ফাইল ম্যানেজার এর default.php তে পেস্ট করুন (পেস্ট করার আগে মনে করে সব লিখা ডিলিট করে দিবেন।)

তারপরে উপরের নীল রঙ এর সেভ বোতামে একটা ক্লিক করুন।

সেভ হয়ে গেলে ট্যাব কেটে দিন।

https://members.000webhost.com/panel

এরপরে উপরের লিঙ্ক এ যান এবং হাতের ডান দিকে লক্ষ করুন।

আইপি টা কপি করুন।

উপরের পিক এর মত করে ১মে Subdomain,তারপরে Copy করা আইপি টা এবং শেষ এ সেভ বোতামে ক্লিক করুন।

(উপরের পিক টা http://freedns.afraid.org/ ট্যাবে লগ ইন করার পরের।)

আজকের পর্ব এই পর্যন্ত ২য় পর্বে আলোচনা ও ব্যাখা করা হবে।

কোন ভুল হলে ক্ষমা করে দিবেন।

যারা হ্যাকিং শিখতে আগ্রহি যোগাযোগ করুন ঃ

HPSBD[Hacking And Programming School Bangladesh]

৩য় ব্যাচে রেজিস্ট্রেশান চলতেছে  🙄

আমার হ্যাকিং এর উপর অন্যান্য টিউন ঃ

Basic SQLi ১ম পর্ব [ যারা হ্যাকার হতে চান তাদের জন্য ]

আসুন হ্যাকিং শিখি, একদম নতুনদের জন্য।

 

 

Level 0

আমি শফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস