সাবধান! ক্র্যাশ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি

টিউন বিভাগ অল্টারিং
প্রকাশিত
জোসস করেছেন

হোয়াটসঅ্যাপ একটি অত্যন্ত জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন, কিন্তু সম্প্রতিতে হোয়াটসঅ্যাপে বিশেষ একটি দুর্বলতা লক্ষ্য করা গেছে যার দরুন কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে একটি মাত্র বিশেষভাবে রচিত বার্তা পাঠিয়ে ক্র্যাশ করে দিতে পারবে যে কোন ব্যক্তিই। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে;

প্রশ্ন ১ঃ কি সেই বার্তা যা পাঠালেই মুহূর্তের মধ্যেই ক্র্যাশ হবে হোয়াটসঅ্যাপ?

আসলে প্রশ্নটা যতটা সোজা, উত্তরটা তার চেয়েও সোজা। তা হল একগুচ্ছ স্মাইলি। মেসেজিং অ্যাপ-এ বেশি শব্দ খরচ না করে চটজলদি মনের ভাব প্রকাশে স্মাইলি ব্যবহারের বিকল্প নেই। খুঁজে নিয়ে একটা পাঠিয়ে দিলেই হল। স্মাইলি আপাত ভাবে অতি সাধারণ বিষয় মনে হলেও, এই স্মাইলি-ই কিন্তু ক্র্যাশ করে দিতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।

 

প্রশ্ন ২ঃ শুধু কি স্মাইলি দিয়েই ক্র্যাশ করা যাবে হোয়াটসঅ্যাপকে?

হ্যাঁ। আপনি যদি কারও হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করে দিতে চান, তাহলে কোনও টেক্সট মেসেজ পাঠানোর দরকার নেই, স্রেফ ইমোজি পাঠালেই কেল্লাফতে। আসলে হোয়াটসঅ্যাপ-এ স্মাইলি ব্যবহারের কোনও নির্দিষ্ট সংখ্যা নেই। তাই আপনি যদি ভিকটিম এর হোয়াটসঅ্যাপ-এ প্রায় ৪ হাজার ইমোজি পাঠান, তাহলেই সম্পূর্ণ ধসে পড়বে গোটা পরিষেবা। হোয়াটসঅ্যাপ ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন - দু'টোই ক্র্যাশ করে যাবে মুহূর্তের মধ্যে।

 

প্রশ্ন ৩ঃ কীভাবে ক্র্যাশ করবেন হোয়াটসঅ্যাপকে?

যেহেতু শুধুমাত্র স্মাইলি দিয়েই ক্র্যাশ করা যাবে হোয়াটসঅ্যাপকে তাই খুব বেশি কষ্ট করতে হবে না আপনাকে। এক্ষেএে হোয়াটসঅ্যাপ ওয়েব-এ বিশেষ সুবিধা পাওয়া যাবে কেননা হোয়াটসঅ্যাপ ওয়েব-এ আপনি স্মাইলি কপি পেস্ট করতে পারবেন যা মোবাইল অ্যাপ্লিকেশনে করা যায় না (বাকিটা তো বুঝতেই পারছেন)। তারপর ঐ ৪ হাজার ইমোজি বিশিষ্ট বার্তা পাঠিয়ে দিন আপনার ভিকটিমকে। ভিকটিম আপনার বার্তা দেখার সাথে সাথে ক্র্যাশ করবে ওনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টি।

সমাধান

আসলে এর সমাধান এই মুহূর্তে খোদ হোয়াটসঅ্যাপ কতৃপক্ষের কাছেই নেই। তবে এই বিষয়ে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে আশা করা যায় খুব শ্রীর্ঘই হোয়াটসঅ্যাপ কোন প্যাচ অথবা আপডেট ভার্সন রিলিজ করবে এই সমস্যা দূরীকরনের জন্য। যেহেতু এই সমস্যাটি সিস্টেমজনিত সমস্যা তাই এর বিকল্প তেমন কোন সমাধান নেই। তবে এই মুহূর্তে কেউ এর শিকার হলে হোয়াটসঅ্যাপ-এর সকল চ্যাট ক্লিয়ার করলে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সেজন্য আপনার মোবাইলের SETTING>>APPLICATION>>WHATSAPP-এ ঢুকে CLEAR DATA অপশনে কিল্ক করতে হবে। তারপর পুনরায় হোয়াটসঅ্যাপ-এ ঢুকে ব্যাকআপ চ্যাটগুলো রিস্টোর করে নিলেই আগের চ্যাটগুলো পুনরায় ফিরে পেতে পারেন। তবে যে তারিখে ৪ হাজার ইমোজি বিশিষ্ট বার্তাটি রিসিভ করেছেন সেই তারিখ ব্যতীত বাঁকি সকল চ্যাটগুলো রিস্টোর করতে পারবেন।

 

টিউনটি দিয়ে মূলত শিক্ষণীয় উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপ কিভাবে ক্র্যাশ হতে পারে এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। এই টিউন ব্যবহার করে যদি কেউ অনৈতিক কিছু করে তাহলে তার দায়ভার আমার নহে ।

শেষ কথা

উপরের বর্ণিত বিষয়গুলোই ছিল হোয়াটসঅ্যাপ ক্র্যাশ হওয়ার কারন এবং এর সমাধান। টিউনটি কেমন লাগলো তা টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। টিউনটি ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। তাহলে আজকের মত এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী টিউনে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকেই।

টিউনটি এখান থেকে সংগ্রহীত।

আর হ্যাঁ, সময় পেলে ঘুরে আসবেন আমার নতুন টেক বিষয়ক সাইট  BEST5TRICK থেকে। আর টিউনগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে অ্যাক্টিভ থাকুন।

Level 2

আমি রকি দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিখাতে নয় শিখতে এসেছি, জানাতে নয় জানতে এসেছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস