ওয়াই-ফাই হ্যাক এবং ফ্রী ইন্টারনেট !

আসালামু আলাইকুম !

অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করে বলেন ওয়াইফাই হ্যাক করার কোন মেথড আছে কিনা, আমাদের গ্রীনওয়েবে অনেক মেসেজ আসে ওয়াই ফাই হ্যাকিং এর টিউটের অন্য। তো ভাবলাম স্ক্রিনশট দিয়ে দিয়ে লেখার চেয়ে ভিডিও বানিয়ে দিয়ে দেওয়াটা আরও সহজ হবে। ওয়াইফাই হ্যাকিং এর জন্য আপনাকে প্রথমেই লিনাক্স ইউযার হতে হবে (Windows এর জন্য কোন মেথড থাকলেও আমার জানা নাই)।

আর দ্বিতীয় আপনার একটা বিশাল মাপের worldlist থাকতে হবে। এই wordlist এ আপনার কাক্ষিত টার্গেটের Password না থাকলে আপনি এই কাজে সফল নাও হতে পারেন। এরেকটা বিষয় হল password যত জটিল হবে  টাইম তত বেশী নেবে।
এই লিঙ্কে আমি YOUTUBE এর লিঙ্ক দিলাম 

আমাদের গ্রীনওয়েবের লিঙ্ক 

 

আমার আরও টিউনসঃ

 

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রিজওয়ান ভাই ফ্রি নেট কিভাবে তৈরি করা যায় তা নিয়ে একটি টিউন করলে ভালো হতো… আর ওয়াইফাই হ্যাক করতে হলেকি ওয়াইফাই রাউটার থাকতে হবে????

    সেটা নিয়ে আমি তেমন ভাবিও নি তাই বলতে পারব না ! সরি