স্বাগতম !
আজকের টিউনের মুল উদেশ্য নস্ট মেমরি কার্ড ঠিক করা 😀 তাই বলে এক বারে একবারে ডেড কার্ড মেমরি কার্ড ঠিক করে ফেলবেন তা কিন্তু নয় :p
এখন নিচের stoge থেকে Disk managemant এ ক্লিক করুন। না বুজলে নিচের পিক দেখুন !
এখন আপনার কাঙ্গিত মেমরি কার্ড এর ড্রাইভ টাতে ক্লিক করুন (যেটাতে ইউস বি ডুকিয়েছিলেন)। আবার মাউস এর রাইট বটন ক্লিক করুন এবং ফর্মেট লিখা দেখতে পাবেন এটাতে ক্লিক করুন। এবং নিচের ছবির মতন সেটিন্স করে নিন
এখন ওকেতে ক্লিক করুন। এবং কিছু সময় অপেক্ষা করুন !!! ব্যাস কাজ শেষ দেখুন ফর্মেট হয়ে গেছে।
বিদ্রঃ- কিছু মেমরি কার্ডে কাজ না ও করতে পারে
আপনার প্রয়োজনে পাশে আছেঃ Green Hat Hacker's - We Hack To Save Online Pepole ।
যোগদিনঃ- Green Hat HAcker's অফিশিয়াল গ্রুপ , অফিশিয়াল ফ্যান পেইজ
আমায় পাবেন এখানে
আমি আমি একজন ভাল ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কিছু নাই
এই পদ্ধতিতে যে মেমোরীতে সামান্য সমস্যা আছে সেগুলো ঠিক হবে। আর যে মেমোরীতে জটিল সমস্যা আছে সেগুলো ঠিক হবে না, ফরমেট হলেও আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমি এ পদ্ধতি অনেক আগে ব্যাবহার করে দেখেছি।