আজ কাল আমাদের কত কিছু গোপন রাখার দরকার হয় তা বুঝতেই পারছেন। আর তাই গোপনীয় ফাইল বা ফোল্ডার গুলো লক করার জন্য আপনাদের সাথে USB Secure (Portable Security For USB Drives) পরিচয় ও কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে দিতে এই পোস্ট টি করলাম।
দারুন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার যেকোন মেমরি কার্ড বা পেনড্রাইভ পাশওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। লক করা পেনড্রাইভ বা মেমরি কার্ড যেকোন কম্পিউটারে লাগিয়ে ওপেন করলেই পাশওয়ার্ড চাইবে। এই সফটওয়্যার টি আপনার মেমরি কার্ড এ থেকে যাবে। এই সফটওয়্যার টি দিয়ে লক করলে আপনার সকল ফাইল অদৃশ্য হয়ে যাবে। এইটা দুই ভাবে লক ছাড়ানো যাবে। যেমন মনে করেন যে আপনি লক ছাড়াবেন না কিন্তু ফাইল গুলো দেখবেন তাও করতে পারনবেন। আর আপনি যদি চান যে সম্পুর্ন ভাবে লক ছাড়াব তাহলে তাও পারবেন।
এখান ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে Winrar বা Winzip দিয়ে USB নামের ফোল্ডার টি বের করুন। এখন মেমরি কার্ড বা পেন ড্রাইভ লক করবেন সেটা আপনার পিসির সাথে যুক্ত করুন তারপর আপনার বের করা USB ফোল্ডারটির মধ্যে থেকে setup.exe ফাইল টা ওপেন করুন।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন হয়েছে
এগিয়ে যান