আপনার পেনড্রাইভ বা মেমরি কার্ড কে পাশওয়ার্ড দিয়ে লক করে রাখুন।

আজ কাল আমাদের কত কিছু গোপন রাখার দরকার হয় তা বুঝতেই পারছেন। আর তাই গোপনীয় ফাইল বা ফোল্ডার গুলো লক করার জন্য আপনাদের সাথে USB Secure (Portable Security For USB Drives) পরিচয় ও কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে দিতে এই পোস্ট টি করলাম।

দারুন একটি সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার যেকোন মেমরি কার্ড বা পেনড্রাইভ পাশওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। লক করা পেনড্রাইভ বা মেমরি কার্ড যেকোন কম্পিউটারে লাগিয়ে ওপেন করলেই পাশওয়ার্ড চাইবে। এই সফটওয়্যার টি আপনার মেমরি কার্ড এ থেকে যাবে। এই সফটওয়্যার টি দিয়ে লক করলে আপনার সকল ফাইল অদৃশ্য হয়ে যাবে। এইটা দুই ভাবে লক ছাড়ানো যাবে। যেমন মনে করেন যে আপনি লক ছাড়াবেন না কিন্তু ফাইল গুলো দেখবেন তাও করতে পারনবেন। আর আপনি যদি চান যে সম্পুর্ন ভাবে লক ছাড়াব তাহলে তাও পারবেন।

কিভাবে পেন-ড্রাইভ বা মেমরি কার্ড পাশওয়ার্ড দিয়ে লক করবেনঃ

এখান ক্লিক করে সফটওয়্যার টি ডাউনলোড করে Winrar বা Winzip দিয়ে USB নামের ফোল্ডার টি বের করুন। এখন মেমরি কার্ড বা পেন ড্রাইভ লক করবেন সেটা আপনার পিসির সাথে যুক্ত করুন তারপর আপনার বের করা USB ফোল্ডারটির মধ্যে থেকে setup.exe ফাইল টা ওপেন করুন।

আপনার পছন্দ মত ভাষা নির্বাচন করে OK বাটনে ক্লিক করুন।

এবার নেক্সট (NEXT) বাটনে ক্লিক করুন।
License Agreement পড়ার ইচ্ছে থাকলে পড়ে I Agree বাটনে ক্লিক করুন।
এবার আপনার পিসিতে যুক্ত হয়ে থাকা মেমরি কার্ড বা USB ডিক্স দেখাবে সেখানে আপনি যে ড্রাইভ টিকে লক করবেন সেটা নির্বাচন করে রেখে নেক্সট করুন।
এবার Launch USB Secure এ চেক দিয়ে Finish বাটনে ক্লিক করুন।
এবার  এই উইন্ডো টাতে Close বাটনে ক্লিক করুন।
আপনার USB ডিক্স ওপেন হয়ে যাবে সেখানে USB Secure.exe ফাইলটি ওপেন করুন।
ড্রাইভ টি লক করার জন্য Yes বাটনে ক্লিক করুন।
এখানে আপনার পছন্দ মত পাসওয়ার্ড দিয়ে Protect বাটনে ক্লিক করুন। পরের উইন্ডো তে EXIT বাটনে ক্লিক করবেন। এবার দেখুন প্রয়োজনীয় ৩ টি ফাইল ছাড়া সেই ড্রাইভে কিছু নেই। যেকোন কম্পিউটারে একই ব্যাপার।

এবার দেখুন কিভাবে পাসওয়ার্ড ছাড়াতে হয়ঃ

আপনার USB ডিক্স ওপেন করে সেখানে USB Secure.exe ফাইলটি ওপেন করুন (ডিক্স লাগালেই এটা অটোমেটিক ওপেন হওয়ার কথা)।
এখানে আপনার পাসওয়ার্ড টি দিন এখন যদি আপনি কিছুক্ষণের জন্য ড্রাইভ টি আনলক করতে চান তাহলে Open In Virtual Drive এ চেক দিন (তাহলে নতুন একটি ড্রাইভ এ ওপেন হবে) আর আপনি যদি সব সময়ের জন্য আন-লক করতে চান তাহলে Unprotect this drive এ চেক দিয়ে Unprotect বাটনে ক্লিক করুন।
আমার মতে এটি একটি কাজের সফটওয়্যার আপনাদের মত কি?

পুর্বে আমার ব্লগে প্রকাশিত

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল টিউন হয়েছে
এগিয়ে যান

আমিনুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা টিউনস করার জন্য।

    তানভির ভাই আপনাকেও ধন্যবাদ

Level 0

ভাই, জটিল হয়েছে। কিন্তু কেন জানি ডাউনলোড লিঙ্কটা কাজ করছে না! একটু দেখবেন কি?

ভাই ভালো টিউন এই রকম একটা Soft খুজছিলাম পেয়ে গেলাম ভালো হল।
ধন্যবাদ

    ওয়াক্তিয়ার ভাই আপনাকেও ধন্যবাদ

অনেক দিন পর সুন্দর একটা সফটওয়্যার পেলাম। ধন্যবাদ

    তাই! সোহাগ ভাই আপনাকেও ধন্যবাদ

সুন্দর টিউন। ধন্যবাদ

    বিডি কিল্লা আপনাকেও ধন্যবাদ

কাজের টিউন করেছেন।
ধন্যবাদ।

    হাসান যোবায়ের (আল-ফাতাহ্) আপনাকেও ধন্যবাদ

Level 0

ধন্যবাদ ভাল টিউন ।

    Level 0

    ভাই License Expired !

    ভাই আপনি আপনার USB Disk ফরম্যাট করুন এবং ইন্টারনেট Disconnect করুন তারপর ইন্সটল করে রেজিস্টার করুন তাহলেই আপনার হয়ে যাবে। ধন্যবাদ

Serial Key: U134567890
Registration: E812DA267466FCFEA2B87CAE

কাজ করছে না…..

    আকবর ভাই আপনি আপনার USB Disk ফরম্যাট করুন এবং ইন্টারনেট Disconnect করুন তারপর ইন্সটল করে রেজিস্টার করুন তাহলেই আপনার হয়ে যাবে। ধন্যবাদ

খুব কাজের একটা জিনিস দিলেন ভাই……। ধন্ন্যবাদ ♥ ♥

ভাই আসলেই কাজ করছে না সিরিয়াল 🙁 কারো কাছে থাকলে দিয়েন 🙁

পেন ড্রাইভ ফরম্যাট করে ,ইন্টারনেট কানেকশন বন্ধ করে আবার ইন্সটল করছি… এইবার টিক আছে। টেকটিউনস এ কমেন্ট কেন যে ডিলিট আর এডিট করা জায় না 🙁 ……যাই হোক ভাই আপনাকে আবারও ধন্যবাদ 🙂

মেমরী কার্ডে পাসওয়ার্ড দিলে সেটা মোবাইলে ওপেন হবে?
তবে, যে কোন পিসিতে লাগালে পাসওয়ার্ড চাবে, এই কথাটা বোধহয় ভুল।

    মেমরী কার্ডে পাসওয়ার্ড দিলে সেটা মোবাইলে ওপেন হবে কিনা সেটা আমি এখনো টেস্ট করে দেখিনি তবে মোবাইলে ওপেন হবার কথা! আর যেকোন পিসি বলতে সুধু উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকা পিসি তে এটা কাজ করবে। আমরা জানি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার কারি অনেক বেশি তার কারনে এইটা লেখা হয়েছে। ধন্যবাদ বাবর ভাই।

    মেমরী কার্ড যদি মোবাইলে ওপেন হয় তবে সেখানেও তো পাসওয়ার্ড কাজ করবে না।

খুবই সুন্দর টিউন হইছে এবং সফটটাও কাজের।
ধন্যবাদ ভাল একটি টিউন করার জন্য।
আমার কাছে kaka soft সবচেয়ে ভাল মনে হয় কারন এটা যেই কোন পিসিতে পাসওয়ার্ড ছাড়া খোলা যায়না।

    আমার কাছে kaka soft সবচেয়ে ভাল মনে হয় কারন এটা যেই কোন পিসিতে পাসওয়ার্ড ছাড়া খোলা যায়না।

    এটা বোধহয় সম্ভব না।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

    পরিক্ষিত
    তবে উবুন্টুর কথা জানিনা,আমি আমার ইউএসবি প্লাস মেমোরি একাধিক পিসিতে টেষ্ট করেছি সব গুলাতেই ফাইল খুলতে পাসওয়ার্ড লাগে,তবে ইচ্ছা করলে ফরমেট করা যাবে পাসওয়ার্ড লাগবেনা।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ । আরেকটি কথা এমন কি করা যায় না ? যে আমার পেন ড্রাইভ আমার পিসি ছাড়া অন্য পিসিতে কোন কাজ করবে না ? দয়া করে জানাবেন প্লিজ ………………………..।

দারুণ এতটি সফ্টওয়ারের সন্ধাণ দিলেন। ধন্যবাদ আপনাকে। লক করা পেনড্রাইভ কি পিসিতে পাশওয়ার্ড ছাড়া ফরম্যাট করা যাবে?

ভাল সফ্টওয়ারের সন্ধাণ দিলেন।
ধন্যবাদ আপনাকে

Thanks a lot. আমি এরকম একটা software খুজছিলাম। ভাল থাকবেন।

    আপনিও ভাল থাকবেন! ধন্যবাদ

ডাউনলোড লিঙ্ক কাজ করছে না। লিঙ্ক টা দিলে খুশি হবো।

ডাউনলোড লিঙ্ক কাজ করেনা। লিঙ্কটা ও দিলেন না

Level 0

ভাল লাগল