লেটয হ্যাক প্রিন্টারস ! পৃথিবির অন্য প্রান্তের ওয়েব কেম কিবা প্রিন্টার… আজ আপনার হাতের মুঠোয় !

আসসালামু আলাইকুম !

হ্যাকিং এর প্রতি আপনার নেশা থাকলে আপনি হাজারও ব্যস্ততায় ব্যস্ত থাকার পরও একটু টাইম বের করবেন, একটু শিখার জন্য। হ্যাকিং এর জন্য সব চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হল ধৈর্য এবং পড়াশোনা। হ্যাকিং আপনাকে কেউ হাতে কলমে ধরে ধরে শিখাবে না, নিজে নিজে শিখতে হবে। তাই রেগুলার স্টাডি করেন ! আরেকটা জিনিস মনে রাখবেন ওয়েব সাইট ডিফেসিং হল হ্যাকিং এর একটা অংশ কিন্তু এই টাই হ্যাকিং এর সব কিছু না।

Let's hack a printer ! কেউ কি কখনও ট্রাই করেছেন !

ট্রাই করতে গিয়ে অনেক মজা পাইলাম ! আগে একবার করেছিলাম ! আজ হঠাত ভাবলাম, একটু ক্ষতি করে আশি, ঐ মিয়ার  ৩ পৃষ্ঠা নস্ট করে আমার একটা PDF প্রিন্ট করলাম ! মালিক ঘরের বাহিরে থাকলে আইসা দেখবে ৩ পৃষ্ঠা হাবিজাবি লেখা প্রিন্ট হয়ে আছে ! বুঝবেও না কে কোত্থেকে প্রিন্ট দিল?
হা হা হা !
আর বাসায় থাকলে, হঠাত প্রিন্টার চালু হতে দেখে হয়ত ভুতের আছড় ভেবে হুজুর-টুজুর এনে পানি পড়া দিতে পারে !
ভাবতেও মজা লাগতেছে ! তাইনা !

আজ আমি যা দেখাব তা একেবারে ইজি ! তারপরও এই ধরনের কিছু করার আগে আমার সাজেশন হল নিজেরা নিজেদের আইপি চেঞ্জ করে সেইফ থাকা।

প্রথমেই বলে রাখি আপনার পিসিতে জাভা install থাকতে হবে। আর না থাকলেও প্রব্লেম নাই ! Internet Explorer দিয়ে কাজ সেরে ফেলতে পারেন।

ডর্ক যেটা লাগবে সেটা হলঃ  inurl:hp/device/this.LCDispatcher?nav=hp.Print

আরও বেশ কয়েকটা ডর্ক আছে তবে এই ডর্কটা বেশ ইউজফুল।

এই ডর্ক দিয়ে গুগোলে সার্চ দিলে দেখবেন অনেক সাইট আসবে, যে কোনটায় ঢুকেন।আপনি আপনার ফাইল আপ্লোড দেন ! আপনার ফাইল আপ্লোড দেন আর apply অপশনে ক্লিক করেন ব্যস কাজ শেষ।

এখন আসেন ওয়েব কেম হ্যাকিং দেখাই !

গুগোল থেকে নিচের একটা ডর্ক দিয়ে সার্চ করলে অনেকগুলা সাইট পাবেন। একটা ওপেন করেন। আর উপ ভোগ করতে থাকেন।

* inurl:”CgiStart?page=”
* inurl:/view.shtml
* intitle:”Live View / – AXIS
* inurl:view/view.shtml
* inurl:ViewerFrame?Mode=
* inurl:ViewerFrame?Mode=Refresh
* inurl:axis-cgi/jpg
* inurl:axis-cgi/mjpg (motion-JPEG) (disconnected)
* inurl:view/indexFrame.shtml
* inurl:view/index.shtml
* inurl:view/view.shtml
* liveapplet
* intitle:”live view” intitle:axis
* intitle:liveapplet
* allintitle:”Network Camera NetworkCamera” (disconnected)
* intitle:axis intitle:”video server”
* intitle:liveapplet inurl:LvAppl
* intitle:”EvoCam” inurl:”webcam.html”
* intitle:”Live NetSnap Cam-Server feed”
* intitle:”Live View / – AXIS”
* intitle:”Live View / – AXIS 206M”
* intitle:”Live View / – AXIS 206W”
* intitle:”Live View / – AXIS 210?
* inurl:indexFrame.shtml Axis
* inurl:”MultiCameraFrame?Mode=Motion” (disconnected)
* intitle:start inurl:cgistart
* intitle:”WJ-NT104 Main Page”
* intitle:snc-z20 inurl:home/
* intitle:snc-cs3 inurl:home/
* intitle:snc-rz30 inurl:home/
* intitle:”sony network camera snc-p1?
* intitle:”sony network camera snc-m1?
* site:.viewnetcam.com -www.viewnetcam.com
* intitle:”Toshiba Network Camera” user login
* intitle:”netcam live image” (disconnected)
* intitle:”i-Catcher Console – Web Monitor”

এখন এই জাতিয় ওয়েব সাইট খুজে বের করুন। http://193.138.213.169/CgiStart?page=Single&Language=9

এই দেখেন এটা সুইযারলেন্ডের একটা অফিসের কেম।

লাল দাগের মধ্যে যে অংশ দেখছেন ঐ অংশ হল কন্ট্রলিং অংশ। আপনি কেমেরাকে আপনার মত করে ঘুরাইতে পারেন।

আজ এ পর্জন্তই থাক ! আবার দেখা হবে !

(I am filled up ! আমারে মেসেজ কইরেন তাইলে বুঝবো যে আপনি টেকটিউনসস থেকে এসেছেন, নাইলে একসেপ্ট করার ওয়ারেন্টি নাই :-P )

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এমনভাবে পোষ্ট করছেন যেন সবাই প্রফেশনাল হ্যাকার, একটু বিস্তারিত লিখলে একটু ভালো হতো। বিষয়টি দারুন মজার তাই একটু বিস্তারিত লিখুন।

    @মাহফুজুর রহমান: ভাইয়া ! এখানে এমন কিছুই আমি বাদ দেই নাই যে আপনি বুঝবেন না ! ডর্ক নিয়ে গুগোলে সার্চ করলেই তো হয় !

ভাই, কষ্ট করে এতো সুন্দর এবং মজাদার একটি টিউন লিখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু দুঃখের বিষয় হলো আমি কিছুই বুঝতে পারিনি। যদি বিস্তারিত টিউটোরিয়াল সহ লিখতেন তাহলে হয়ত আমি সহ টিউজেটরদের মধ্যে অনেকেই বিষয়টি বুঝতে পারত। আপডেট করার অনুরোধ রইল।

acha Vaiy ata ki bangladeser kono online cam er khetre kora jabe na..???

    @অনিক আহমেদ: যে ওয়েব কেম গুলা ভুলনেরেবেল ঐগুলা পারবেন ! এটা স্পেসিফিক বাংলাদেশের হতে হবে এমন না !

আপনার এই টিউনের https://www.techtunes.io/hacking/tune-id/335800 ( বিশ্ববিদ্যালয় ব্লগস্পট ডট কম ) ডিলিট হয়েগেছে কারণ কী…? বিশ্ববিদ্যালয় ব্লগস্পট ডট কম এর ভিডিও গুলো হয়তো ইউটিউবে দেওয়া যদি তাই হয় তাহলে ইউটিউব লিঙ্ক দেন।

    @মাহমুদ কলি।: আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারনে সব রিমুভ দেওয়া হয়েছিল বাট আমরা আবার ফিরে আসবো ইনশা আল্লাহ

Vai,,,,,kissui bujhlamna pip!! Pip!!,pip!!! Please bro,,,,, kisu bistarito likhen!! 🙂