হতে চান একজন হ্যাকার? তা হলে পর্ব গুলা অবশ্যই দেখুন!! {আর নিজেকে তৈরি করেন একজন হ্যাকার হিসাবে} (পর্ব ২))

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন? আমি ও আল্লাহর রহমতে ভাল আছি।

পরিক্ষা দিয়ে আসলাম আর আবার লিখলাম ২য় পর্ব!

আপনাকে স্বাগত জানাচ্ছি আমার হ্যাকিং নিয়ে ২য় পর্বে

যারা প্রথম পর্ব দেখেন নি দেখে আসুন, নিচ থেকে!

হতে চান একজন হ্যাকার? তা হলে পর্ব গুলা অবশ্যই দেখুন!! {আর নিজেকে তৈরি করেন একজন হ্যাকার হিসাবে} (পর্ব ১)

আর আমরা সবাই হ্যাকিং জিনিষ টার উপর একটু বেশি ইন্টারেস্ট?

আর আমি আপনাদের চেষ্টা করব ১০ পর্বের মাধ্যমে কিছু টা হলে হ্যাকিং শিখানোর!

আর আমি কোন বড় মাপের হ্যাকার নই কিংবা হ্যাকিং সম্পর্কে বেশি কিছু জানিও না!

যা জানি তা আপনাদের কে বুঝনোর চেষ্টা করব (আমার মত করে)

আর এটা শুদু মাত্র নতুন যারা হ্যাকিং জগত শুরু করতে চায় তাদের জন্য

তাই অভিজ্ঞ ভাইয়েরা ভুল ধরিয়ে দিবেন?

 

শুরু করছি মহান আল্লাহ্‌ তায়লার নাম নিয়ে ২য় পর্বঃ

আমরা প্রথম পর্বে পরিচিত হয়ে ছিলাম হ্যাকিং কী? হ্যাকার কারা?

আশা করি  অনেক এ টিক করেছেন কি ধরনের হ্যাকার হবেন

তার মধ্যে অনেক আমাকে মেসেজ করেছেন GRRE HAt হ্যাকার হবেন!

স্কিস শুট

আর অনেক এ অনেক রকম বলেছেন! এবং অনেক এর রিকিয়েস্ট এ ২য় পর্ব তা খুব তারাতারি করতে হল ।

যাই হক আজ আমরা দেখব একজন সাধারন হ্যাকার হতে হলে আমাদের কি কি লাগবে?

কারন আপুনি স্কুল এ যাওার আগে জানতে হবে আপনার স্কুল এ যেতে কি কি লাগবে? যেমন বই খাতা ইত্যাদি!

তাই আমদের হ্যাকার হতে জানতে হবে আমদের কি কি লাগবে!!!

কি কি লাগবে

প্রথম কম্পিউটারঃ

Computerer

একজন সফল হ্যাকার হতে হলে অবশ্যাই আপনার কম্পিউটার থাকতে হবে (মিনিমাম ১ টা) ।

কারন কম্পিউটার ছাড়া তুমি কোন ট্রুল  এবং হ্যাকিং এর কোন সফটওয়ার ব্যাবহার করতে পারবে না

তাই হ্যাকার হতে হলে আপনার কম্পিউটার অবশ্যই  থাকতে হবে ।

২য় programing এর দক্ষতাঃ

progrmarআপনকে সফল হ্যাকার হতে হলে programing এর দক্ষতা থাকতে হবে! আপনি যদি programing জানেন মনে করবেন হ্যাকার হয়ে গেছেন! তাই হ্যাকিং এর ক্ষেত্রে প্রোগ্রামিং ইজ মস্ট ইম্প্রোডেন্ট 😛

একটা সিম্পুল কথা বলি!

মার্ক জুকার কে ত সবাই চিনি? ওনি কিন্তু হ্যাকার ছিলেন না ! কিন্তু খুব দক্ষ একজন প্রোগ্রামার ছিলেন ! আর অনি এই প্রোগ্রামার এর জন্য অনার কলেজ এর ডাটাবেজ হ্যাক করে ফেলেন আর ওনার প্রথম দ্যা ফেসবুক ডট কমে আপলোড করেন!

তার মানে কি ধরায়?

আগামি পর্বে চেষ্টা করব প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত বলার ।

৩য়ঃ অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারনা এবং ব্যবহারঃ

অপারেটিং সিস্টেম

আমদের একজন সফল হ্যাকার হতে হলে ভিবিন্ন অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারনা থাকতে হবে

যেমন, WONDOWS XP,7,8,9,10 LINUX,MAC ETC

আর বেশির ভাগ হ্যাকার রা অপারেটিং সিস্টেম হিসাবে LINUX ব্যবাহার করে ! (এটা বিশেষত হাকিং এর জন্য তৈরি)

তাই আমদের ৪ নাম্বার পর্ব থাকবে LINUX নিয়ে ।

সময়ঃ

time

আপনি সত্যি কারের একজন হ্যাকার হতে হলে আপনাকে এই হ্যাকিং এর পিছনে অনেক সময় ব্যায় করতে হবে

কেননা আপুনি ১-২  মাস এর চর্চায় কখন ও  হ্যাকার হতে পারবেন না!

তার জন্য অবশ্যাই আপনকে অনেক সময় ব্যায় করতে হবে।

 

ধৈর্যঃ

হ্যাকার হতে হলে আপনাকে ধৈর্যশিল হতে হবে

কেননা , দেখা গেল অনেক সময় অনেক সাইট অনেক ম্যাথুড এ কাজ করল না! তারপর কি আপুনি ধৈর্য হারিয়ে ফেলবেন??

না আপনাকে আবার অন্য একটা ম্যাথুড দিয়ে ট্রাই করতে হবে ।

কথায় আছে না একবার না পাড়িলে দেখ শতবার

বড় বড় হ্যাকার দের সাথে যোগাযোগ রাখুনঃ

আপনি যদি একজন সফল হ্যকার হতে চান তা হলে বড় দের সাথে যোগাযোগ রাখুন ! কেননা তাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শিখতে পারবেন

নিজে কে কখন ও  বড় ভাব্ববেন না তা হলে সব শেষ

google ব্যাবহারঃ

হ্যাকার হতে হলে আপনাকে গুগল ব্যাবহার করা অবশ্যই জানতে হবে

বলা হয়ে থাকে গুগল হচ্ছে হ্যাকার দের মাথা !!!

আর আপনাকে যে কন কিছু হ্যাক করতে হলে গুগল এর সাহায্য নিতে হবে !!

তাই গুগল হ্যাকিং এর অপরিহার্য!! :mrgreen:

 

আর অনেক কিছু আছে কিন্তু আবাদত এই গুলা আমদের মধ্যে থাকলে চলবে !!

কিছু পরামর্শঃ

পর্যায় ক্রমে সবগুলো টিউটোরিয়াল খুব ভালোভাবে অধ্যায়ন করতে হবে। নিজে নিজে এগুলো অনুশিলনের চেষ্টা করতে হবে। কথনই নিজে অরক্ষিত থেকে হ্যাকিং চেষ্টা চালাবেন না। মনে রাখবেন কিছু কিছু টিউটোরিয়াল হবে অনৈতিক তাই সেগুলোর যেকোন দায়ভার আমি  বহন করব না।

 

আর  আমি চেষ্টা করব পর্যায়ক্রমে আপনেদের উপরিক্ষত বিষয় নিয়ে আলচোনা করার !!

 

আশা করি বুঝতে পেরেছেন? যত টুকু পারেন উপরের গুলা নিয়ে ঘাটান !

কোন সমস্যা হলে বা আর কিছু জানতে বড় ভাই দের সাহায্য নিন

একজন না করলে অন্য জন্য এর কাছে জান !! হাল ছারবেন না !! 😛

কথায় আছে না কষ্ট না করলে কেষ্ট মিলে না ?

 

আপনার লক্ষ যদি হয় ১০ কিলোমিটার আপুনি লক্ষ টিক করুন ১০ মিটার আর এই ১০ মিটার আস্তে আস্তে করেন দেখবেন কখন ১০০মিটার হয়ে গেছে বুঝতে পারবেন না !

টিক তেমন আপুনি যদি প্রথম যদি মনে করেন আপনি হ্যাক করে ফেলবেন ফেসবুক!!! তা হলে আপুনি ঘোড়ার ডিম হ্যাক করবেন!!

আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে এবং প্রাথমিক ভাবে !!

দেখবেন আপনি একদিন বড় হবেন (নিশ্চিত) 😛

 বেশি কিছু বলে ফেললে ক্ষমা করবেন

  :mrgreen:

কোন সমস্যা হলে আমায় পাবেন ফেইসবুক এ

https://www.facebook.com/MR.masum.ahmed

আপনি যদি সিলেট ই হন তা হলে মেসেজ এ একটু জানবেন!

 

ভাল থাকবেন আপুনি! ভাল রাখবেন আপনার পাশের মানুষ গুলা কে !!

বিদায় দেখা হবে ৩য় পর্বে 😀

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর একটি হ্যাকিং টিউন উপহার দেওয়ার জন্য।

ধন্যবাদ । অনেক সুন্দর টিউন । আশা করি মাঝ পথে হারিয়ে যাবেন না । আর আমি সিলেট থাকি । আর সিলেটে প্রোগ্রামিং কোথায় শেখায় বললে খুব উপকার হত ।

valoi likhechen.. Kichuta bana er dike kheyal korben.. (Y)

প্রথমে টিউন এর কিছু ভুল ধরিয়ে নিই (এবং এই কাজটা আমি খুব নিষ্ঠার সহিত করি।)। প্রথম ভুল ‘আপনি তুমি’ এই বিষয় গুলো তে speech এর বারোটা না তেরটা বাজিয়ে দেয়া। আবার অনেকে এটা তেমন কোন প্রয়োজনীয় মনে করে না। কিন্তু এখানে (টেকটিউনে) অনেক সম্মানীয় টিউনার থাকে যারা এসব পোস্ট রিভিউ করে। তার জন্য দরকার হলে শুধু আপনি বা শুধু তুমি ব্যবহার করা বাঞ্ছনীয়। তারপর হল বানানে প্রচুর ভুল। মাঝে মাঝে কিছু বানান দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। আর টেক্সট এবং হেডার ইনডেন্টেশন দেখে যা বিরক্তি লেগেছে বলার মত না।
তবুও (কি আর বলব) টিউনটি সুন্দর হয়েছে।

    Level 0

    @Sohel Ahmed Jony: আমি আপনার সাথে একমত, কষ্ট করে টাইপ করতে গেলে বানান ভুল হয় ই, কিন্তু মাত্রাতিরিক্ত ভুল হলে অনেকের কাছেই সেগুলো পড়তে অনেক সমস্যা হয়। আর লেখার মধ্যে ধারাবাহিকতা না থাকলেও অনেক সমস্যা হয়।

    @Sohel Ahmed Jony: ভাই নেক্সট পর্বে চেষ্টা করব শুদ্ধ করার

    @Sohel Ahmed Jony: মানুষ মাত্রই ভুল 😀 try it next part

      @মাছুম আহমদ: সমস্যা নাই। কিন্তু অতিরিক্ত সমস্যা হলে মাইক্রোসফট প্রুফরিডার এর হেল্প নেওয়া যায়। আর মাঝে মাঝে নিজেও ওয়ার্ড এ লেখাটা ফেলে প্রুফরিডিং করা যায়। এতে লেখার মান অনেক ভালো হয়।

Carry on Bhi, Proyojon Ache apner Tunes er

Level 2

Good. 🙂